History GK // Indian History 50 Questions in Bengali // Railway, NTPC, Group D, SSC, MTS, Police
History GK by All Exam GK Support. In this video you get important indian history 50 questions in bengali for all exams. All Exam GK Support gives you history gk sei for railway, ntpc, group d, ssc, mts, police. We collect ancient indian history, medieval indian history, modern indian history questions for your exam preparation. Please support this channel and subscribe this channel for more videos.
1. সর্ব প্রাচীন বেদ কোনটি?
A) ঋগ্
B) সাম
C) যজু
D) অথর্ব
2. পরবর্তী বৈদিক যুগের প্রধান বৈশিষ্ট্য কোনটি?
A) বর্ণব্যবস্থা
B) আদিবাসী রাজনীতি
C) জাতিভেদ
D) খাদ্যসঞ্চয়
3. আর্যরা কোথায় সর্বপ্রথম বসতি স্থাপন করে?
A) সিন্ধু উপত্যকা
B) কাশ্মীর
C) গুজরাট
D) পাঞ্জাব
4. ভারতে নব্যপ্রস্তর যুগে একমাত্র যে ধাতুটির ব্যবহার মানুষের জানা ছিল, তা হল-
A) লোহা
B) সোনা
C) তামা
D) রুপো
5. কত খ্রিস্টাব্দে সিন্ধু সভ্যতা আবিস্কৃত হয় ?
A) 1919
B) 1920
C) 1921
D) 1922
6. নিম্নলিখিত কোন্ গ্রন্থে রাজ্যশাসন, জাতীয় অর্থনীতি নিয়ন্ত্রণ ও যুদ্ধনীতি সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে?
A) অর্থশাস্ত্র
B) রাজতরঙ্গিনী
C) অথর্ববেদ
D) মহাভারত
7. বীজগণিতের আবিষ্কর্তা হিসাবে কোন্ ভারতীয় গুণীজনকে মর্যাদা দেওয়া হয়?
A) বরাহমিহির
B) ভাস্কর
C) আর্যভট্ট
D) কণাদ
8. গুপ্ত শাসকরা যে রৌপ্যমুদ্রা প্রচলন করেছিল তাকে কি বলা হত?
A) রুপায়ক
B) কর্ষপণ
C) দিনারা
D) পণ
9. অজন্তা গুহাচিত্রের অধিকাংশই রচিত হয়েছিল কাদের আমলে?
A) হর্ষবর্ধনের
B) সাতবাহনদের
C) গুপ্তশাসকদের
D) কুষাণদের
10. প্রত্নখননে লাঙলের ব্যবহারের নিদর্শন পাওয়া গেছে কোথায়?
A) হরপ্পা
B) লোথাল
C) কালিবঙ্গান
D) বনওয়ালী
11. মহেঞ্জোদারো সভ্যতার আবিষ্কারক কে?
A) দয়ারাম সাহানি
B) রাখালদাস বন্দ্যোপাধ্যায়
C) স্যার জন মার্শাল
D) মার্টিমার হুইলার
12. সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য ছিল-
A) নিকাশি ব্যবস্থা
B) নগর পরিকল্পনা
C) পাকা ঘরবাড়ি
D) পরিকল্পিত রাস্তাঘাট
13. সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান উপজীবিকা কি ছিল?
A) কৃষি
B) পশুচারণ
C) বাণিজ্য
D) শিকার
14. নিম্নলিখিত কোন্ অঞ্চলটি সিন্ধু সভ্যতার অন্তর্গত নয়?
A) লোথাল
B) কালিবঙ্গান
C) পাটলিপুত্র
D) রংপুর
15. সিন্ধু সভ্যতায় নিম্নলিখিত কোন্ প্রাণীর অস্তিত্ব সম্পর্কে যথেষ্ট সন্দেহ আছে?
A) কুকুর
B) বিড়াল
C) ষাঁড়
D) ঘোড়া
16. বৈদিক যুগে লোহার ব্যবহার শুরু হয়েছিল আনুমানিক কোন্ সময়কালে?
A) 2000 খ্রিস্টপূর্বাব্দ
B) 1000 খ্রিস্টপূর্বাব্দ
C) 900 খ্রিস্টপূর্বাব্দ
D) 600 খ্রিস্টপূর্বাব্দ
17. কোন্ বেদে অনার্যদের বিশ্বাস ও জীবনাচরণ সম্পর্কে আলোকপাত করা হয়েছে?
A) ঋগবেদ
B) সামবেদ
C) যজুর্বেদ
D) অথর্ববেদ
18. প্রাকবৈদিক সভ্যতা সম্পর্কে জানার প্রধান উৎস কি?
A) জাতক কাহিনী
B) ঋগবেদ
C) প্রাকবৈদিক সাহিত্য
D) প্রত্নতাত্ত্বিক উপাদান
19. হিন্দু পুরাণের সংখ্যা কয়টি?
A) 15 টি
B) 28 টি
C) 18 টি
D) 20 টি
20. নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটির উল্লেখ ঋগবেদে নেই?
A) সোনা
B) তামা
C) সিসা
D) ব্রোঞ্জ
21. হিন্দু বিধি সম্বলিত 'মিতক্ষরা' গ্রন্থের লেখক কে?
A) মনু
B) হিমাদ্রি
C) জীমূতবাহন
D) ভগ্নেশ্বর
22. কোন সম্রাটের শাসনকালে বুদ্ধদেব ও মহাবীর লোকান্তরিত হন?
A) কনিষ্ক
B) অশোক
C) অজাতশত্রু
D) বিম্বিসার
23. কে শকাব্দ প্রচলন করেন?
A) চন্দ্রগুপ্ত মৌর্য
B) কনিষ্ক
C) সমুদ্রগুপ্ত
D) অশোক
24. চরক কোন সম্রাটের রাজদরবারের চিকিৎসক ছিলেন?
A) কনিষ্ক
B) হর্ষবর্ধন
C) অশোক
D) বিক্রমাদিত্য
25. কোন্ সময়কাল থেকে শকাব্দ প্রচলিত হয়েছে ধরা হয়?
A) 78 খ্রিস্টপূর্বাব্দ
B) 78 খ্রিস্টাব্দ
C) 59 খ্রিস্টপূর্বাব্দ
D) 59 খ্রিষ্টাব্দ
26. কোন্ সম্রাট প্রথম বুদ্ধমূর্তি মুদ্রায় ব্যবহার করেছিলেন?
A) অশোক
B) কনিষ্ক
C) হর্ষবর্ধন
D) সমুদ্রগুপ্ত
27. মানুষ প্রথম কোন্ ধাতুর ব্যবহার শিখেছিল?
A) তামা
B) লোহা
C) ব্রোঞ্জ
D) রুপো
28. প্রস্তর যুগের মানুষের প্রথম গৃহপালিত পশু কোনটি?
A) কুকুর
B) ঘোড়া
C) গাধা
D) ভেড়া
29. সিন্ধু সভ্যতার বিকাশ ঘটেছিল কোন্ সময়কালে?
A) 3000-1500 খ্রিস্টপূর্বাব্দে
B) 2500-1750 খ্রিস্টপূর্বাব্দে
C) 5000-3500 খ্রিস্টপূর্বাব্দে
D) 1500-500 খ্রিস্টপূর্বাব্দে
30. সিন্ধু সভ্যতা সম্পর্কে আমাদের জানার প্রধান উৎস হল-
A) শিলালিপি
B) মুদ্রা
C) খননকার্যজাত প্রত্নবস্তু
D) তালপাতার পুঁথি
31. বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করেন?
A) বুদ্ধগয়া
B) লুম্বিনী
C) কুশীনগর
D) সারনাথ
32. জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর কে ছিলেন?
A) মহাবীর
B) পার্শ্বনাথ
C) ঋষভদেব
D) অরিস্টনেমি
33. ভারতের বাইরে কোন্ দেশে প্রথম বৌদ্ধধর্ম প্রতিষ্ঠিত হয়?
A) চীন
B) তিব্বত
C) সিংহল
D) থাইল্যান্ড
34. কে দক্ষিণ ভারতে জৈনধর্ম প্রচারে সাফল্য লাভ করেন?
A) স্থুলভদ্র
B) ইন্দ্রভুতি
C) সুধর্মন
D) ভদ্রবাহু
35. বুদ্ধদেব কোন্ মহাজনপদে স্থানান্তরিত হয়েছিলেন?
A) মগধ
B) চেদি
C) মল্ল
D) অবন্তী
36. কোন সম্রাট তার রাজধানী রাজগির থেকে পাটলিপুত্রে স্থানান্তর করেন?
A) অজাতশত্রু
B) উদয়ী
C) বিম্বিসার
D) অশোক
37. আলেকজান্ডারের কাছে রাজা পুরু কোন্ যুদ্ধে পরাজিত হন?
A) জলন্ধর
B) হিদাসপিসাস
C) বক্সার
D) কাবুল
38. প্রাচীন ভারতে কোন রাজা 'একরাট' বা 'প্রথম সার্বভৌম রাজা' হিসাবে নিজেকে ঘোষণা করেন?
A) ধননন্দ
B) মহাপদ্মনন্দ
C) চন্দ্রগুপ্ত মৌর্য
D) উদয়ী
39. কে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন?
A) লর্ড ডালহৌসি
B) লর্ড ওয়েলেসলি
C) লর্ড কর্নওয়ালিস
D) ওয়ারেন হেস্টিংস
40. আলিগড় কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন?
A) থিওডর বেক
B) আহমেদ খান
C) চিরাগ আলি
D) খুদা বক্স
41. রবীন্দ্রনাথ কবে রাখিবন্ধন উৎসবের সূচনা করেন?
A) 7 আগস্ট, 1905 খ্রিস্টাব্দে
B) 16 অক্টোবর, 1905 খ্রিস্টাব্দে
C) 7 নভেম্বর, 1905 খ্রিস্টাব্দে
D) 16 নভেম্বর, 1905 খ্রিস্টাব্দে
42. কোন্ নদীর তীরে আলেকজান্ডার ও পুরুর মধ্যে তীব্র যুদ্ধ হয়েছিল?
A) বিতস্তা
B) চেনাব
C) ঝিলাম
D) রাভি
43. গান্ধার শিল্পে কোন্ দেশীয় শিল্পশৈলীর প্রভাব লক্ষ্য করা যায়?
A) গ্রিক
B) রোমান
C) চৈনিক
D) পারসিক
44. নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
A) ধননন্দ
B) মহাপদ্মনন্দ
C) অশোকানন্দ
D) কেউই নন
45. নিম্নলিখিত কোন্ নগরটি খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে সর্বাধিক শক্তিশালী হয়ে উঠেছিল?
A) বৃজি
B) মগধ
C) মল্ল
D) কম্বোজ
46. কোন্ মৌর্য সম্রাট সিংহাসন ত্যাগ করে দক্ষিণ ভারতে গিয়ে জৈনধর্মের কৃচ্ছ্রসাধনের জীবন বেছে নিয়েছিলেন?
A) অশোক
B) বিন্দুসার
C) চন্দ্রগুপ্ত মৌর্য
D) অজাতশত্রু
47. কৌটিল্য কার রাজসভায় প্রধানমন্ত্রী ছিলেন?
A) চন্দ্রগুপ্ত মৌর্য
B) প্রথম চন্দ্রগুপ্ত
C) অশোক
D) হর্ষবর্ধন
48. মেগাস্থিনিসের লেখা গ্রন্থটির নাম কি?
A) পেরিপ্লাস অফ দি এরিথ্রিয়ান সি
B) ইন্ডিকা
C) ন্যাচারালিস হিস্টিরিয়া
D) দ্য লাইট অফ এশিয়া
49. অশোকের শিলালিপিগুলি প্রথম পাঠোদ্ধার করেন কে?
A) ভিনসেন্ট স্মিথ
B) অ্যাডাম স্মিথ
C) জেমস প্রিন্সেপ
D) স্টুয়ার্ট পিগট
50. মৌর্য সাম্রাজ্যের পতন ঘটিয়ে কে নতুন সাম্রাজ্য স্থাপন করেন?
A) কনিষ্ক
B) সমুদ্র গুপ্ত
C) প্রথম চন্দ্রগুপ্ত
D) পুষ্যমিত্র শুঙ্গ
---------------------------------------------------------------------
Ans:
1)A, 2)C, 3)D, 4)C, 5)C, 6)A, 7)C, 8)A 9)C, 10)C, 11)B, 12)B, 13)A, 14)C, 15)B, 16)B, 17)D, 18)B, 19)C, 20)C, 21)D, 22)D, 23)B, 24)A, 25)B, 26)B, 27)A, 28)D, 29)B, 30)C, 31)B, 32)A, 33)C, 34)D, 35)C, 36)C, 37)B, 38)B, 39)C, 40)A, 41)B, 42)C, 43)A, 44)B, 45)B, 46)C, 47)A, 48)B, 49)C, 50)D
Subscribe YouTube Channel: Click Here
Join Telegram Channel: Click Here
Like Facebook Page: Click Here
Download Pdf: Click Here
Please do not enter any spam link in the comment box ConversionConversion EmoticonEmoticon