Current Affairs June 2020 | June Current Affairs in Bengali | Important Current Affairs 2020

Current Affairs June 2020 | June Current Affairs in Bengali | Important Current Affairs 2020

June 2020 Current Affairs
June 2020 Current Affairs

Hello friends, in this video we will learn about the Current Affairs of June, 2020 i.e. from 1st to the 30th of June,2020.
June, 2020 full month current affairs in bengali that are useful for all competitive government exams like UPSC, WBCS, IAS, NTPC, RRB, SSC, PSC, Police, IBPS clerk mains, LIC assistant mains and also covers Static GK and general awareness for upcoming government exams.


1. কোভিড-১৯ চলার সময় প্রবীণ নাগরিকদের সুরক্ষার জন্য কোন্ সংস্থা সম্প্রতি ‘সুরক্ষিত দাদা-দিদি এন্ড নানা-নানি অভিযান’ নামে একটি প্রচার চালু করে?

Ans: নীতি আয়োগ ('পিরামল ফাউন্ডেশন'এর সহযোগিতায় এটি চালু হয়েছে)

2. 'সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন'এর (CBSE) চেয়ারম্যান এখন কে?

Ans: মনোজ আহুজা।

3. বিদেশে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে বিশ্বের সবথেকে বড় এয়ারলিফট করেছে ভারত। মিশনটির নাম কি দেওয়া হয়-

Ans: বন্দে ভারত মিশন।

4. ইরানি মুদ্রা 'রিয়াল'এর নাম বদলে নতুন নাম কি রাখা হয়েছে?

Ans: তুমান।

5. বিশাখাপত্তনমের আর. আর. বেঙ্কটপূরমের এলজি পলিমারস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের রাসায়নিক প্ল্যান্টে সম্প্রতি কোন গ্যাস লিক করায় দুর্ঘটনা ঘটেছে?

Ans: স্টাইরিন।

6. ভারতের কোন্ রাজ্য সরকার সম্প্রতি সরকারি কর্মচারী, শিক্ষক ও সরকারি খাতের ইউনিটগুলিতে অবসর নেওয়ার বয়স ৫৮ বছর থেকে ৫৯ বছর পর্যন্ত বাড়ালো?

Ans: তামিলনাড়ু।

7. করোনা সংকটের মধ্যে ঘরে ঘরে মিড-ডে মিল, রেশন সরবরাহ করার ক্ষেত্রে, কোন রাজ্য সম্প্রতি ভারতের প্রথম রাজ্যে পরিণত হল?

Ans: মধ্যপ্রদেশ।

8. অভিবাসীদের, প্রকল্প ও কাজের সঙ্গে সংযুক্ত করতে, ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি 'প্রবাসী রাহাত মিত্র' অ্যাপ চালু করেছে?

Ans: উত্তরপ্রদেশ সরকার।

9. কে সম্প্রতি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কৈলাস ও মানস সরোবরের সঙ্গে সংযোগকারী সড়কের উদ্বোধন করলেন?

Ans: কেন্দ্রিয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
(উত্তরাখণ্ডের ধারচুলা থেকে চীন সীমান্তে লিপুলেখ পর্যন্ত যাচ্ছে এই সড়ক। এই লিংক রোডটি কৈলাস-মানস সরোবর যাত্রার রুট নামে পরিচিত হবে।)

10. কোভিড-১৯ সঙ্কটের সময় ভারত মহাসাগরে ৫ টি দ্বীপরাষ্ট্রকে সহায়তা করতে, 'মিশন সাগর' চালু করল ভারত সরকার। এই ৫ টি দ্বীপপুঞ্জ কি কি?

Ans: মালদ্বীপ, মরিশাস, সেশেলস, মাদাগাস্কার ও কমোরোস। (এই মিশনের অধীনে, ভারতীয় নৌবাহিনীর জাহাজ 'কেশরী'র মাধ্যমে ভারত মহাসাগরের ৫ টি দ্বীপপুঞ্জে কোভিড-১৯ সম্পর্কিত ওষুধ, বিশেষ আয়ুর্বেদিক ওষুধ, প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহ করা হবে।)

11. ৮ মে, বিশ্ব থেকে গুটিবসন্ত রোগ নির্মূলের কত তম বার্ষিকী উপলক্ষে, স্মারক ডাকটিকিট প্রকাশ করল 'বিশ্ব স্বাস্থ্য সংস্থা' (WHO)?

Ans: ৪০ তম।
('বিশ্ব স্বাস্থ্য সংস্থা'র সহযোগিতায় রাষ্ট্রসঙ্ঘের ডাক প্রশাসন (UNPA) এটি তৈরি করেছে।)

12. 'নতুন ও পুনর্নবীকরণযোগ্য জ্বালানি মন্ত্রক'এর সেক্রেটারি হিসাবে সম্প্রতি কে দায়িত্ব নিলেন?

Ans: ইন্দু শেখর চতুর্বেদী।

13. সম্প্রতি সফলভাবে ভারতের প্রথম অ্যান্টিবডি টেস্টিং কিট তৈরি করল পুণের 'ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি'। এটির নাম কি?

Ans: ELISA. 
(ELISA stands for Enzyme-linked Immune Sorbent Assay.)

14. ভারত ও মধ্য এশিয়ার সেরা আঞ্চলিক বিমানবন্দরের জন্য, কোন বিমানবন্দর এবছরের 'স্কাই ট্রাক্স পুরস্কার' জিতল?

Ans: বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর।

15. ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি, 'এফআইআর আপকে দ্বার' যোজনা চালু করল?

Ans: মধ্যপ্রদেশ সরকার। (ভোপালে এটি চালু হয়েছে।)

Current Affairs June 2020 | June Current Affairs in Bengali | Important Current Affairs 2020
Current Affairs June 2020 | June Current Affairs in Bengali | Important Current Affairs 2020


16. কোন মন্ত্রক সম্প্রতি, 'চ্যাম্পিয়ন্স' (CHAMPIONS - ক্রিয়েশন এন্ড হারমোনিয়াস অ্যাপ্লিকেশন অফ মডার্ন প্রসেসেস ফর ইনক্রিজিং দ্য আউটপুট এন্ড ন্যাশনাল স্ট্রেনথ্) পোর্টাল (www.champions.gov.in) চালু করল?

Ans: কেন্দ্রীয় ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ মন্ত্রক (MSME)।

17. ২০২০ সালে কোন ভারতীয় সাংবাদিক 'ডয়চে ওয়েলে ফ্রিডম অফ স্পিচ পুরস্কার'এর জন্য মনোনীত হলেন?

Ans: সিদ্ধার্থ ভরদ্বারাজন।
(মিডিয়াতে মানবাধিকার ও বাকস্বাধীনতার প্রতি অসামান্য প্রতিশ্রুতি দেখানোর জন্য, ১৪ টি দেশের ১৭ জন সাংবাদিককে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।)

18. কোভিড-১৯'এর কারণে সামাজিক দূরত্বের জন্য, কোন্ দেশ সম্প্রতি 'iFeel-You' ব্রেসলেট তৈরি করল?

Ans: ইতালি।

19. কোভিড-১৯'এর এর বিরুদ্ধে লড়তে, সম্প্রতি গান প্রকাশ করল 'ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রেলেশনস্' (ICCR)। গানটির নাম কি?

Ans: United we Fight.
(৩.৩৩ মিনিট দৈর্ঘ্য বিশিষ্ট এই গানটি লিখেছেন ও সুর দিয়েছেন জো আলভারেস।)

20. বেকার যুবকদের চাকরির সুযোগ করে দিতে, ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি 'HOPE' (হেল্পিং আউট পিপল এভেরিহোয়্যার) পোর্টাল চালু করল?

Ans: উত্তরাখণ্ড।

21. ২০২০ সালে 'আর্মড ফোর্সেস ডে' কবে পালিত হয়েছে?

Ans: ১৬ মে।

22. 'আন্তর্জাতিক পরিবার দিবস' কবে পালিত হয়?

Ans: ১৫ মে।
(এবছরের থিম ফ্যামিলিস ইন ডেভেলপমেন্ট: কোপেনহেগেন এন্ড বেজিং +২৫।)

23. 'ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি ডে' কবে পালিত হয়?

Ans: ১৭ মে।
(এবছরের থিম 'কানেক্ট ২০৩০: আইসিটিএস ফর দ্য সাসটেইনেবল ডেভলপমেন্ট গোলস'।)

24. 'বিশ্ব হাইপারটেনশন দিবস' কবে পালিত হয়?

Ans: ১৭ মে।
(এবছরের থিম 'মেজার ইউর ব্লাড প্রেসার, কন্ট্রোল ইট, লিভ লংগার'।)

25. 'আন্তর্জাতিক জাদুঘর দিবস' কবে পালিত হয়?

Ans: ১৮ মে।
(এবছরের থিম 'মিউজিয়াম ফর ইকোয়ালিটি: ডাইভার্সিটি এন্ড ইনক্লুশন'।)

26. 'জাতীয় ডেঙ্গু দিবস' কবে পালিত হয়?

Ans: ১৬ মে।

27. 'বিশ্ব এইডস ভ্যাকসিন দিবস' কবে পালিত হয়?

Ans: ১৮ মে।

28. ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি, 'কিষান ন্যায় যোজনা' চালু করল?

Ans: ছত্রিশগড় সরকার।
(এই প্রকল্পে ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের থেকে সরাসরি ধান, ভুট্টা, আখ কিনবে রাজ্য সরকার।)

29. কে সম্প্রতি, 'ফোর্বস'এর তালিকায় বিশ্বের সর্বোচ্চ বেতনের মহিলা ক্রীড়াবিদদের মধ্যে শীর্ষ স্থান পেলেন?

Ans: জাপানি টেনিস খেলোয়াড় নাওমি ওসাকা। (তার আয় ৩৭.৪ মিলিয়ন ডলার।)

30. কোন সংস্থা সম্প্রতি ক্রিকেট বলকে চকচকে করতে মুখের লালারস ব্যবহার নিষিদ্ধ করল?

Ans: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।


31. জেমি হ্যাম্পটন, যিনি সম্প্রতি পেশাদার টেনিস থেকে অবসর ঘোষণা করলেন, তিনি কোন দেশের টেনিস তারকা?

Ans: মার্কিন যুক্তরাষ্ট্র।

32. ভারতের কোন রাজ্যের মন্ত্রীপরিষদ সম্প্রতি, 'ক্রীড়া'কে 'শিল্প'এর মর্যাদা দিল?

Ans: মিজোরাম।

33. পোর্ট ব্লেয়ারে, ভারতীয় নৌবাহিনীতে সম্প্রতি চালু হল ল্যান্ডিং ক্র্যাফট ইউটিলিটি শিপ 'INLCU L57'। কোন সংস্থা এটি তৈরি করেছে?

Ans: 'গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড' (GRSE)।

34. ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি অভিবাসী শ্রমিকদের জন্য 'চরণ পাদুকা' প্রচার চালু করেছে?

Ans: মধ্যপ্রদেশ সরকার।
(এই প্রচারাভিযানের আওতায় খালি পায়ে যাওয়া শ্রমিকদের ব্যথা কমানোর জন্য জুতো ও চপ্পল দেওয়া হয়েছে।)

35. কে সম্প্রতি সফট ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করবেন বলে ঘোষণা করেছেন?

Ans: 'আলিবাবা'র সহ-প্রতিষ্ঠাতা জ্যাক মা।

36. সম্প্রতি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অনুষ্ঠিত হল ৭৩ তম 'ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি'র অধিবেশন। এই অধিবেশনে কে ভারতের প্রতিনিধিত্ব করেছেন?

Ans: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ হর্ষবর্ধন।

37. কোন্ দেশ সম্প্রতি 'স্পেস অপারেশনস স্কোয়াড্রন' নামে একটি নতুন মহাকাশ প্রতিরক্ষা ইউনিট চালু করেছে?

Ans: জাপান।
('স্পেস অপারেশনস স্কোয়াড্রন'এর ভূমিকা হল, জার্মানি উপগ্রহগুলিকে শত্রু আক্রমণ বা মহাশূন্য ধ্বংসাবশেষ থেকে নিরীক্ষণ ও সুরক্ষা দেওয়া।)

38. কোন সংস্থা সম্প্রতি একটি অনলাইন ড্যাশবোর্ড 'ন্যাশনাল মাইগ্র্যান্ট ইনফরমেশন সিস্টেম' (NMIS) তৈরি করেছে?

Ans: ন্যাশনাল ডিজাস্টার মানেজমেন্ট অথরিটি।

39. ইজরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী এখন কে?

Ans: বেঞ্জামিন নেতানিয়াহু।

40. কে সম্প্রতি, 'ডিফেন্স টেস্টিং ইনফ্রাস্ট্রাকচার স্ক্রিম' (DTIS) অনুমোদন করেছেন?

Ans: কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

41. কোন সংস্থা জিআইএফ (গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরমেট) তৈরি ও শেয়ারিংয়ের জনপ্রিয় ওয়েবসাইট গিফিকে কিনে নিচ্ছে?

Ans: ফেসবুক।
(ফেসবুক গিফি কে কিনে নেওয়ার এর টিম ইনস্টাগ্রাম টিমের অধীনে চলে যাবে, যাতে ইনস্টাগ্রামে জিআইএফ ও স্টিকার ব্যবহার সহজ হয়।)

42. সম্প্রতি ১৪৫ মিলিয়ন মার্কিন ডলার প্রকল্পের ঋণ চুক্তি স্বাক্ষর করল ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার ও 'এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক' (AIIB)। এই প্রকল্পটির প্রধান লক্ষ্য কি?

Ans: পশ্চিমবঙ্গের 'দামোদর ভ্যালি কমান্ড এরিয়া'য় (DVCA) শেষ পরিষেবা ও বন্যা ব্যবস্থাপনার উন্নয়ন।

43. 'ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার এন্ড ডেভেলপমেন্ট'এর (NABARD) চেয়ারম্যান এখন কে?

Ans: গোবিন্দা রাজুলু চিন্তালা।

44. কে সম্প্রতি সারা ভারত জুড়ে আদিবাসী যুবকদের জন্য 'GOAL' (গোয়িং অনলাইন এন্ড লিডারস) প্রোগ্রাম চালু করেছেন?

Ans: কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রী অর্জুন মুন্ডা।

45. ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি 'আত্মনির্ভর গুজরাত সহায় যোজনা' চালু করেছে?

Ans: গুজরাত সরকার।
(এই প্রকল্পের আওতায় মধ্যবিত্ত আয়ের গোষ্ঠীর লোকেরা বার্ষিক ২% হারে ব্যাংক থেকে ১ লাখ টাকার গ্যারান্টিমুক্ত ঋণ নিতে পারবেন।)

Current Affairs June 2020 | June Current Affairs in Bengali | Important Current Affairs 2020
Current Affairs June 2020 | June Current Affairs in Bengali | Important Current Affairs 2020


46. কে সম্প্রতি ২০২০ সালের জন্য 'ভাইস অ্যাডমিরাল জি. এম. হিরানান্দানি মেমোরিয়াল রোলিং ট্রফি' পেলেন?

Ans: লেফটেন্যান্ট কমান্ডার অক্ষয় কুমার।

47. ইউরোপের প্রথম করোনা মুক্ত দেশ কোনটি?

Ans: স্লোভেনিয়া।

48. থমাস থাবানে কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন?

Ans: লেসোথো।

49. ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি 'মাটির সৃষ্টি' নামে নতুন প্রকল্প চালু করেছে?

Ans: পশ্চিমবঙ্গ।
(৬ টি জেলা বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানের মোট ৫০,০০০ একর অনুর্বর জমিতে বিভিন্ন কাজ করা হবে এই প্রকল্পের আওতায়।)

50. 'Hop On: My Adventures on Boats, Trains and Plains' বইটির লেখক কে?

Ans: রাসকিন বন্ড।

51. 'আন্তর্জাতিক চা দিবস' কবে পালিত হয়?

Ans: ২১ মে।

52. 'বিশ্ব মৌমাছি দিবস' কবে পালিত হয়?

Ans: ২০ মে।
(এবছরের থিম 'সেভ দ্য বিজ'।)

53. 'জাতীয় সন্ত্রাসবিরোধী দিবস' কবে পালিত হয়?

Ans: ২১ মে।

54. 'ওয়ার্ল্ড ডে ফর কালচারাল ডাইভারসিটি ফর ডায়ালোগ এন্ড ডেভেলপমেন্ট' কবে পালিত হয়?

Ans: ২১ মে।

55. 'ওয়ার্ল্ড মেট্রলজি ডে' কবে পালিত হয়?

Ans: ২০ মে।
(এবছরের থিম 'মেজারমেন্টস ফর গ্লোবাল ট্রেড'।)

56. 'আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস' কবে পালিত হয়?

Ans: ২২ মে।
(এবছরের থিম 'আওয়ার সলিউশনস আর ইন নেচার'।)

57. 'বিশ্ব কচ্ছপ দিবস' কবে পালিত হয়?

Ans: ২৩ মে।

58. 'ইন্টারন্যাশনাল মিসিং চিল্ড্রেন্স ডে' কবে পালিত হয়?

Ans: ২৫ মে।

59. ভারতের কোন রাজ্য সরকার ২৫ মে 'ঝিরম ট্রিবিউট দিবস' পালন করেছে?

Ans: ছত্রিশগড়।

60. 'বিশ্ব থাইরয়েড দিবস' কবে পালিত হয়?

Ans: ২৫ মে।


61. কোভিড-১৯ রোগীদের উন্নত স্বাস্থ্যসেবা সরবরাহের জন্য হাসপাতাল পরিচালনার কাজে সহায়তা করার জন্য, সম্প্রতি একটি রোবটিক ডিভাইস তৈরি করল দক্ষিণ-মধ্য রেলওয়ে জোন। এটির নাম কি?

Ans: রেল-বোট।
(রোগীদের ওষুধ সরবরাহ, চিকিৎসা সরঞ্জাম সরবরাহ ও রোগীদের খাবার সরবরাহের জন্য ব্যবহৃত হবে এই রেল-বোট।)

62. আত্মনির্ভর ভারতের চেতনাকে অভিবাদন জানিয়ে 'জয়তু ভারতম' গান গাইলেন কিংবদন্তী সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর। গানটি কার লেখা?

Ans: প্রখ্যাত গীতিকার, কবি ও লেখক প্রসূন জোশী।

63. 'ন্যাশনাল টেস্ট অভ্যাস' নামে মোবাইল অ্যাপ চালু করল কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। কোন সংস্থা অ্যাপটি তৈরি করেছে?

Ans: ন্যাশানাল টেস্টিং এজেন্সি।
(অ্যাপটি পরীক্ষার্থীদের জেইই মেইনস, নিট প্রভৃতি পরীক্ষার জন্য মক টেস্ট নিতে সাহায্য করবে।)

64. শহরের আবর্জনামুক্ত স্টার রেটিংয়ে, ভারতের কোন ৬টি শহর '৫ স্টার আবর্জনামুক্ত শহর' এর রেটিং পেয়েছে?

Ans: অম্বিকাপুর (ছত্রিশগড়), রাজকোট (গুজরাত), সুরাত (গুজরাত), মহীশূর (কর্ণাটক), ইন্দোর (মধ্যপ্রদেশ)  ও নভি মুম্বাই (মহারাষ্ট্র)।

65. ভারতের কোন রাজ্যে সম্প্রতি 'মি অন্নপূর্না' উদ্যোগ চালু হয়েছে?

Ans: মহারাষ্ট্র।
(মহারাষ্ট্রে কৃষক ও কৃষিক্ষেত্রের কল্যাণে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা হিসাবে প্রতিশ্রুতির অঙ্গ হিসাবে এই উদ্যোগটি চালু করা হয়েছে।)

66. কে সম্প্রতি 'বিশ্ব স্বাস্থ্য সংস্থা'র (WHO) কার্যনির্বাহী বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছে?

Ans: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড. হর্ষবর্ধন।

67. ভারতের কোন রাজ্যের কোন জেলায় সম্প্রতি 'দিদি যানবাহন পরিসেবা' চালু হয়েছে?

Ans: মধ্যপ্রদেশের উপজাতি অধ্যুষিত ঝাবুয়া জেলায়।
(গ্রামীণ মহিলাদের নিরাপদ প্রসবের জন্য এই পরিষেবা চালু করা হয়েছে।)

68. ভারতীয় রেলপথ তার প্রথম ১২,০০০ এইচ.পি. বৈদ্যুতিন লোকোমোটিভ পরিচালনা করল। লোকোটির নাম কি?

Ans: 'WAG-12'।

69. ভারতের কোন রাজ্য সরকার, প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুদিবসে তাঁর নামে 'কিষান ন্যায় যোজনা' চালু করেছে?

Ans: ছত্রিশগড় সরকার।
(এই প্রকল্পে ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের থেকে সরাসরি ধান, ভূট্টা, আখ কিনবে রাজ্য সরকার।)

70. লাহোর থেকে উড়ে করাচি বিমানবন্দরে নামার মিনিট খানেক আগে ভেঙে পড়ছিল 'পাক-ই-স্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস'এর (PIA) এয়ারবাস। এয়ারবাস টির নাম কি?

Ans: এ৩২০।

71. রাশিয়া বিধিভঙ্গ করছে, এই অভিযোগে কোন দেশ সম্প্রতি 'ওপেন স্কাইজ ট্রিটি' বা 'মুক্ত আকাশসীমা চুক্তি' থেকে বেরিয়ে আসার কথা ঘোষণা করলেন?

Ans: মার্কিন যুক্তরাষ্ট্র।

72. কে সম্প্রতি হিন্দিতে ইগনু'র অনলাইন মাস্টার্স প্রোগ্রাম চালু করলেন?

Ans: কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী 'রমেশ পোখরিয়াল নিশাঙ্ক'।

73. দক্ষিণ এশিয়ার জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনার জন্য, বিশ্বব্যাঙ্ক'এর প্রাকটিস ম্যানেজার হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?

Ans: ভারতীয় অর্থনীতিবিদ অভাস ঝা।

74. WFIRST (ওয়াইড ফিল্ড ইনফ্রারেড সার্ভে টেলিস্কোপ) হাবল টেলিস্কোপ এর নাম বদল করে কার নামে রাখা হয়েছে?

Ans: মার্কিন মহাকাশ সংস্থার প্রথম প্রধান জ্যোতির্বিদ ন্যান্সি গ্রেস রোমানের নামে।
(নতুন টেলিস্কোপটি নাম 'ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ')

75. নাইজের প্রজাতন্ত্রের ভারতীয় রাষ্ট্রদূত এখন কে?

Ans: প্রেম কে নায়ার।

Current Affairs June 2020 | June Current Affairs in Bengali | Important Current Affairs 2020
Current Affairs June 2020 | June Current Affairs in Bengali | Important Current Affairs 2020


76. কারা সম্প্রতি নিউইয়র্কের অর্থনৈতিক পুনরুদ্ধার কমিশনের সদস্য হিসাবে নিযুক্ত হলেন?

Ans: 'পুলিৎজার বিজয়ী ভারতীয়-মার্কিনী চিকিৎসক সিদ্ধার্থ মুখোপাধ্যায় ও ভারতীয় বংশোদ্ভূত উচ্চশিক্ষা নেতা সতীশ ত্রিপাঠী।

77. আমচাষিদের উৎপাদিত পণ্য অনলাইনে বিক্রি করতে, 'ফ্লিপকার্ট' সম্প্রতি ভারতের কোন রাজ্যের আম বিভাগের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করল?

Ans: কর্ণাটক।

78. কোন সংস্থা সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবোট 'PAi' চালু করল?

Ans: 'নেশনাল পেমেন্ট করপরেশন অফ ইন্ডিয়া' (NPCI)।

79. মুজতবা হুসেন (৮৩ বছর) কোন ভাষার কবি ছিলেন?

Ans: উর্দু।

80. কে সম্প্রতি কেরালার প্রথম মহিলা হিসাবে ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (DGP) পদে যোগ দিলেন?

Ans: আর. শ্রীলেখা।
(দমকল ও ত্রাণ বিভাগের দায়িত্ব নিলেন তিনি।)

81. 'সেন্ট্রাল ইনস্টিটিউট অফ প্লাস্টিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি'এর (CIPET) নাম বদল করে কি রাখা হল?

Ans: 'সেন্ট্রাল ইনস্টিটিউট অফ পেট্রোকেমিক্যালস ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি' (CIPET)।

82. কোন ভারতীয় সেনা অফিসার 'ইউ এন মিলিটারি জেন্ডার এডভোকেট পুরস্কার' পাচ্ছেন?

Ans: সুমন গাওয়ানি।
(রাষ্ট্রপুঞ্জের যৌন হিংসা বিরোধী অভিযানে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার পাচ্ছেন তিনি।)

83. 'উইপ্রো'র নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার ও ম্যানেজিং ডিরেক্টর পদে কে মনোনীত হলেন?

Ans: থিয়েরি দেলাপোর্তে।

84. ঝাড়খণ্ডের সিধু কানু মুর্মু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে সম্প্রতি কে নিযুক্ত হলেন?

Ans: JNU - এর অধ্যাপিকা সোনা ঝারিয়া মিনজ।
(স্বাধীন ভারতে এই প্রথম কোন আদিবাসী মহিলার উপাচার্য হিসাবে দায়িত্ব নেওয়ার ইতিহাস রচিত হল দেশে।)

85. ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি 'রোজকার সেতু' প্রকল্প চালু করার কথা ঘোষণা করেছে?

Ans: মধ্যপ্রদেশ।

86. অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের নৌঘাঁটি আই.এন.এস. কলিঙ্গয়, সম্প্রতি একটি মিসাইল পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপিত হল। এটির নাম কি?

Ans: অগ্নিপ্রস্থ।

87. প্রত্যাবাসী অভিবাসীদের জন্য ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি 'মুখ্যমন্ত্রী স্বরোজগার যোজনা' চালু করেছে?

Ans: উত্তরাখণ্ড।

88. বিমান সংস্থা 'ইন্ডিগো'র ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর পদে সম্প্রতি কে মনোনীত হলেন?

Ans: ভেঙ্কটরামনি সুমন্ত্রণ।

89. 'ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া'র (FSSAI) চিফ এক্সিকিউটিভ অফিসার পদে সম্প্রতি কে মনোনীত হলেন?

Ans: অরুণ সিঙ্ঘল।

90. কে সম্প্রতি অলিম্পিক চ্যানেল কমিশনের সদস্য হিসাবে মনোনীত হলেন?

Ans: 'ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনস'এর (IOA) প্রেসিডেন্ট নারিন্দার বাত্রা।

Current Affairs June 2020 | June Current Affairs in Bengali | Important Current Affairs 2020
Current Affairs June 2020 | June Current Affairs in Bengali | Important Current Affairs 2020


91. 'স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া'র ডিরেক্টর জেনারেল হিসাবে সন্দীপ প্রধানের মেয়াদ সম্প্রতি কত বছর পর্যন্ত বাড়ালো কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক?

Ans: ২ বছর।

92. কে সম্প্রতি কেন্দ্রীয় সরকারের দ্বিতীয় মেয়াদের প্রথম বার্ষিকী উপলক্ষে, ভারতের জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা পোর্টাল www.al.gov.in চালু করলেন?

Ans: কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি, আইন ও বিচার ও যোগাযোগ মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।

93. 'ট্যুইটার'এর নতুন বোর্ড চেয়ারম্যান হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?

Ans: প্যাট্রিক পিচেটি।

94. সম্প্রতি 'মাই লাইফ মাই যোগা' নামে একটি ভিডিও ব্লগিং প্রতিযোগিতা চালু করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটি আর কি নামে পরিচিত?

Ans: জীবন যোগ।

95. ভারত সরকারের ইস্পাত মন্ত্রকের সচিব হিসেবে সম্প্রতি কে দায়িত্ব নিলেন?

Ans: প্রদীপ কুমার ত্রিপাঠি।

96. পাপুয়া নিউ গিনিতে ভারতের পরবর্তী হাই কমিশনার পদে সম্প্রতি কে মনোনীত হলেন?

Ans: সুশীল কুমার সিঙ্ঘল।

97. যুক্তরাজ্যে, ভারতের পরবর্তী হাইকমিশনার হিসাবে সম্প্রতি মনোনীত হলেন?

Ans: গায়িত্রী আই. কুমার।

98. কুয়েতে, ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে কে মনোনীত হলেন?

Ans: সিবি জর্জ।

99. ফিনল্যান্ডে, ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে কে মনোনীত হলেন?

Ans: রভীশ কুমার।

100. কোন সংস্থা সম্প্রতি 'আল্ট্রা স্বচ্ছ' নামে একটি জীবাণুনাশক ইউনিট তৈরি করল?

Ans: 'ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন' (DRDO)।
(বৈদ্যুতিক সরঞ্জাম, কাপড়, পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট (PPE) ইত্যাদির মতো উপাদানগুলিকে জীবাণুমুক্ত করার জন্য এটি তৈরি করা হয়েছে।)

101. 'ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম এন্ড টেলিভিশন আর্টস'এর (BAFTA) চেয়ারম্যান পদে সম্প্রতি কে মনোনীত হলেন?

Ans: এমি বিজয়ী টেলিভিশন প্রযোজক কৃষ্ণেন্দু মজুমদার।

102. ২০২০ সালে কে এশিয়া অঞ্চলের জন্য 'কমনওয়েলথ ছোট গল্প পুরস্কার' পেলেন?

Ans: ভারতীয় লেখিকা কৃতিকা পান্ডে।
('The Great Indian Tee and Snakes' গল্পের জন্য।)

103. ভারতের কোন রাজ্য সরকার গরিবদের জন্য বিনামূল্যে ইন্টারনেট সরবরাহে প্রথম রাজ্যে পরিণত হল?

Ans: কেরালা।

104. নগর অঞ্চলে বনাঞ্চল বাড়ানোর লক্ষ্যে কোন দেশের সরকার সম্প্রতি 'নগর ভ্যান' (আরবান ফরেস্টস) প্রোগ্রাম চালু করল?

Ans: ভারত সরকার।

105. ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর সম্প্রতি সরকারি কর্মচারীদের জন্য বেতন ট্র্যাকার মোবাইল অ্যাপ 'মেরাবেতন' (সংস্করণ ১) চালু করলেন?

Ans: জম্মু-কাশ্মীর।

Current Affairs June 2020 | June Current Affairs in Bengali | Important Current Affairs 2020
Current Affairs June 2020 | June Current Affairs in Bengali | Important Current Affairs 2020


106. ২০২০ সালে কোন দেশ ভার্চুয়াল 'গ্লোবাল ভ্যাকসিন সামিট' আয়োজন করবে?

Ans: যুক্তরাজ্য।

107. কোন সংস্থা ২০২১ সালের জানুয়ারিতে, 'ইউনিক টুইন সামিট' আয়োজন করবে?

Ans: ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম।
(এই সাইটের থিম 'দ্য গ্রেট রিসেট'।)

108. ভারতের কোন রাজ্যের পুলিশ সম্প্রতি তাদের কর্মীদের জন্য 'স্পন্দন' প্রচার চালু করল?

Ans: ছত্রিশগড়।

109. 'ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন'এর (WTO) ভারতের নতুন রাষ্ট্রদূত হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?

Ans: ব্রজেন্দ্র নবনীত।

110. সুইজারল্যান্ডে, ভারতের পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?

Ans: মনিকা কপিল মেহতা।

111. কে সম্প্রতি প্রথম ভারতীয় হিসেবে ২০২০ সালে সম্মানজনক 'রিচার্ড ডকিন্স পুরস্কার' পেলেন?

Ans: কবি, গীতিকার ও লেখক জাভেদ আখতার।

112. ভারতের কোন রাজ্যের মন্ত্রীসভা সম্প্রতি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে 'বন্দে উৎকলা জননী' কে রাষ্ট্রীয় সংগীতের মর্যাদা দিল?

Ans: ওড়িশা মন্ত্রিসভা।

113. ভারতের প্রথম রাজ্য হিসাবে সম্প্রতি বর্জ্য বিনিময় ওয়েবসাইট চালু করলো কোন রাজ্য?

Ans: অন্ধ্রপ্রদেশ।
(ওয়েবসাইটটির নাম অন্ধ্রপ্রদেশ এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট কর্পোরেশন।)

114. ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি 'রাজ কৌশল পোর্টাল' চালু করল?

Ans: রাজস্থান।
(এই পোর্টালের লক্ষ্য, অভিবাসী শ্রমিকদের সুযোগের প্রাপ্যতা উন্নত করা।)

115. ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি 'প্ল্যান্ট হেলথ ক্লিনিক' উদ্বোধন করেছেন?

Ans: মনিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।
(এর লক্ষ্য হলো কৃষিকাজ ও উদ্যানপালনের মাধ্যমে মনিপুরের অর্থনৈতিক প্রবৃদ্ধি।)


Subscribe YouTube Channel: Click Here

Join Telegram Channel: Click Here

Like Facebook Page: Click Here

Download Pdf: Click Here










Previous
Next Post »

Please do not enter any spam link in the comment box ConversionConversion EmoticonEmoticon