Top 25 GK | General knowledge questions and answers | Competitive gk questions | Bengali GK - 5

Top 25 GK. General knowledge questions and answers. Competitive gk questions. Bengali GK - 5

Competitive GK Questions
Competitive GK Questions

Top 25 GK Questions by All Exam GK Support for Competitive Exams. General Knowledge Questions and Answers are very important for any government exams. Competitive GK for All Exam are collected from different sources. Friends Subscribe My YouTube Channel for More Videos.

Q1. ‘বন্দেমাতরম’ রচনা করেছিলেন -

A) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
B) রবীন্দ্রনাথ ঠাকুর
C) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
D) সুকান্ত ভট্টাচার্য

Ans: A

Q2. শিক্ষাকলার পদ্ধতি হল

A) Trichology
B) Philately
C) Pedagogy
D) Ornithology

Ans: C

Q3. ‘জনগণমন’ কে ভারতের জাতীয় সংগীত হিসেবে গণ্য করা হয়

A) 24 জানুয়ারি, 1950
B) 11 মার্চ, 1950
C) 15 আগস্ট, 1947
D) 14 আগস্ট, 1948

Ans: A

Q4. ভারতের জাতীয় প্রতীকে কয়টি সিংহ বর্তমান-

A) চারটি
B) দুটি
C) তিনটি
D) একটি

Ans: A

Q5. জাতীয় পতাকা দেশের-

A) স্বাধীনতা, সাম্য ও শান্তির প্রতীক
B) স্বাধীনতা, ঐক্য ও মর্যাদার প্রতীক
C) ঐক্য, সাম্য ও মর্যাদার প্রতীক
D) গণতন্ত্রের প্রতিক

Ans: B

Q6. আবহাওয়া মন্ডল বিষয়ক বিজ্ঞান হল-

A) Metrology
B) Geomorphology
C) Meteorology
D) Ecology

Ans: C

Q7. ‘অন্তরা’ কোন্ দেশের সংবাদসংস্থা ?

A) ইন্দোনেশিয়া
B) রাশিয়া
C) থাইল্যান্ড
D) ইরান

Ans: A

Q8. ইতিহাসের জনক হলেন-

A) হিপোক্রেটাস
B) স্টিফেনসন
C) হেরোডোটাস
D) চসার

Ans: C

Q9. ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত-

A) 3:2
B) 4:5
C) 3:1
D) 4:3

Ans: A

Q10. ভারতীয় জাতীয় পতাকা ভারতীয় জনগণ কে উৎসর্গ করা হয়-

A) 1947 সালের 8 আগস্ট মধ্যরাতে
B) 1948 সালের 10 ফেব্রুয়ারি দুপুরে
C) 1947 সালের 14 আগস্ট মধ্যরাতে
D) কোনোটিই নয়

Ans: C

Q11. ভারতের গণপরিষদের ভারতের জাতীয় পতাকা গৃহীত হয়-

A) 1947 সালের 1 মে
B) 1947 সালের 22 জুলাই
C) 1948 সালের 20 অক্টোবর
D) 1948 সালের 7 আগস্ট

Ans: B

Q12. মাদার টেরিজা কোন্ সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন ?

A) 1979
B) 1980
C) 1981
D) 1982

Ans: B

Q13. কোন ভারতীয় এজেন্সির আদর্শ বাণী হল ‘Industry, Impartiality and Integrity’ ?

A) রিসার্চ অ্যান্ড এনালাইসিস উইং
B) এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
C) সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন
D) স্পেশাল প্রোটেকশন গ্রুপ

Ans: C

Q14. ভারতের প্রথম উপগ্রহ কোনটি ?

A) আর্যভট্ট
B) ভাস্কর
C) রোহিণী - 1
D) অ্যাপোলো

Ans: A

Q15. ফিনল্যান্ড কী নামে পরিচিত ?

A) হাজার হ্রদের দেশ
B) সন্ন্যাসী রাজার দেশ
C) শেষ সূর্যের দেশ
D) সোনালী পশমের দেশ

Ans: A

Q16. সোনালী পশমের দেশ কোনটি ?

A) অস্ট্রেলিয়া
B) নিউজিল্যান্ড
C) জাপান
D) চীন

Ans: A

Q17. বাংলার অক্সফোর্ড নামে কোন্ শহরটি পরিচিত ?

A) ত্রিবেনী
B) নবদ্বীপ
C) তাম্রলিপ্ত
D) মেদিনীপুর

Ans: B

Q18. রামধনুর দেশ কোনটি ?

A) হাওয়াই দ্বীপপুঞ্জ
B) নিউজিল্যান্ড
C) মায়ানমার
D) কিমারটি

Ans: A

Q19. দূর্গাপুর কী নামে পরিচিত ?

A) ভারতের রুঢ়
B) ভারতের ম্যানচেস্টার
C) ভারতের লন্ডন
D) ভারতের চেমসফোর্ড

Ans: A

Q20. নীচের কোনটি ভারতীয় নৌবাহিনীর প্রথম বায়ুযান  বহনকারী জাহাজ ?

A) আই এন এস বিক্রান্ত
B) আই এন এস বিরাট
C) আই এন এস শক্তি
D) কোনোটিই নয়

Ans: A

Q21. দাক্ষিণাত্যের কাশী নামে কোন্ শহরটি পরিচিত ?

A) বিশাখাপত্তনম
B) পুদুচেরি
C) কন্যাকুমারী
D) মাদুরাই

Ans: D

Q22. সাত পাহাড়ের শহর কোনটি ?

A) রোম
B) ভাটিক্যান সিটি
C) এথেন্স
D) প্যালেস্টাইন

Ans: A

Q23. কোন্ নদীটি স্বর্ণরেণুর নদী নামে পরিচিত ?

A) নীল
B) মিসিসিপি মিসৌরি
C) ইয়াংসি কিয়াং
D) গঙ্গা

Ans: C

Q24. ইউরোপের রুগ্ন মানুষ কোন দেশটি ?

A) তুরস্ক
B) আলবেনিয়া
C) গ্রিস
D) রোমানিয়া

Ans: A

Q25. থাইল্যান্ড কি নামে পরিচিত ?

A) শ্বেত হস্তীর দেশ
B) ভয়ঙ্কর বাঘের দেশ
C) হীরকের দেশ
D) বরফের দেশ

Ans: A

Download pdf: Click Here

YouTube Video Link: Click Here

Join Telegram Channel: Click Here

Like Facebook Page: Click Here






Previous
Next Post »

Please do not enter any spam link in the comment box ConversionConversion EmoticonEmoticon