Most Frequently Asked Simple GK Quiz | General Knowledge Questions Answers | India GK 4 All Exam

Most Frequently Asked Simple GK  Quiz | General Knowledge Questions Answers | India GK 4 All Exam


Most Frequently Asked Simple GK  Quiz | General Knowledge Questions Answers | India GK 4 All Exam
Most Frequently Asked Simple GK  Quiz | General Knowledge Questions Answers | India GK 4 All Exam

Description:

General Knowledge | GK Questions | Frequently Asked Simple GK in Bengali | All Exam GK Support (Set 4)
General Knowledge 2020 provides a complete study of all section that are cover under the subject of General Knowledge.
In this video we cover Biology, Physics, Chemistry, Indian History, Indian National Movement, Indian Geography, National Geography, Polity.
All of these gk questions are frequently asked simple gk in bengali. All Exam GK Support collected all questions from karmasangsthan that is very useful for UPSC, SSC, BANKING, Railway, Group D, NTPC, MTS, TET
Watch the full video. Please subscribe this channel for more related videos.






* জীববিদ্যা *

1. ব্যাকটেরিয়ার জেনেটিক পদার্থকে কী বলে?

Ans: জেনোফার।

2. 'ব্রেড-মোল্ড' কী?

Ans: মিউকর।

3. 'বার্ড ফ্লু'র ভাইরাস কী?

Ans: এভিয়ান ইনফ্লুয়েঞ্জা।

4. কোন ব্যাকটেরিয়া ড্রেনের ময়লার পচন ঘটিয়ে ড্রেনকে পরিষ্কার রাখে?

Ans: এন্টারোব্যাক্টর।

5. সাপের কামড়ের জন্য কোন ওষুধ ব্যবহার করা হয়?

Ans: অ্যান্টিভেনম।

Most Frequently Asked Simple GK  Quiz | General Knowledge Questions Answers | India GK 4 All Exam
Most Frequently Asked Simple GK  Quiz | General Knowledge Questions Answers | India GK 4 All Exam


* পদার্থবিদ্যা *

6. সমুদ্রের জলের রং নীল দেখায় কেন?

Ans: সূর্যরশ্মির বিচ্ছুরণ।

7. প্রবাহিত তরলের ঘর্ষণকে কী বলে?

Ans: সান্দ্রতা।

8. কৃত্রিম উপগ্রহতে কোনো দেহের ওজন কত?

Ans: শূন্য।

9. প্রত্যেক মৌলিক পদার্থের পরমাণুর সাধারণ উপাদান কী?

Ans: ইলেকট্রন।

10. কাঁচি কী ধরনের লিভার?

Ans: প্রথম শ্রেণীর।

Most Frequently Asked Simple GK  Quiz | General Knowledge Questions Answers | India GK 4 All Exam
Most Frequently Asked Simple GK  Quiz | General Knowledge Questions Answers | India GK 4 All Exam


* রসায়ন *

11. কস্টিক সোডার রাসায়নিক নাম কী?

Ans: সোডিয়াম হাইড্রক্সাইড।

12. অ্যামোনিয়াম সালফেটের অণুতে ক'টি পরমাণু আছে?

Ans: ১৫ টি।

13. গোবর গ্যাসের প্রধান উপাদান কী?

Ans: মিথেন।

14. কোন অ্যাসিড তীব্র জলশোষক?

Ans: সালফিউরিক অ্যাসিড।

15. 'সোরা'র রাসায়নিক নাম কী?

Ans: পটাশিয়াম নাইট্রেট।

Most Frequently Asked Simple GK  Quiz | General Knowledge Questions Answers | India GK 4 All Exam
Most Frequently Asked Simple GK  Quiz | General Knowledge Questions Answers | India GK 4 All Exam


* ভারতের ইতিহাস *

16. 'জিল্লিলাহ' উপাধি কে গ্রহণ করেন?

Ans: গিয়াসউদ্দিন বলবন।

17. আইহোলের বিষ্ণু মন্দির কোন যুগের স্থাপত্যের নিদর্শন?

Ans: চালুক্য।

18. শৈলেন্দ্র রাজবংশের কুলগুরু কে ছিলেন?

Ans: কুমার ঘোষ।

19. চন্দ্রগুপ্তের মায়ের নাম কী?

Ans: মুরা।

20. বৈষ্ণব সাধক একনাথ, তুকারাম ও রামদাস কোন অঞ্চলের ধর্মগুরু ছিলেন?

Ans: মহারাষ্ট্র।

Most Frequently Asked Simple GK  Quiz | General Knowledge Questions Answers | India GK 4 All Exam
Most Frequently Asked Simple GK  Quiz | General Knowledge Questions Answers | India GK 4 All Exam


* ভারতের স্বাধীনতা সংগ্রাম *

21. দক্ষিণ আফ্রিকায়, মোহনদাস করমচাঁদ গান্ধীর প্রতিষ্ঠিত আশ্রমের নাম কী?

Ans: টলস্টয় ফার্ম।

22. জাতীয় কংগ্রেসের প্রথম ব্রিটিশ সভাপতি কে ছিলেন?

Ans: জর্জ ইউল।

23. কে 'দেশপ্রিয়' নামে অভিহিত হন?

Ans: যতীন্দ্রমোহন সেনগুপ্ত।

24. 'নীল কমিশন' কত সালে গঠন করা হয়?

Ans: ১৮৬০।

25. 'পশ্চিম ভারতের সক্রেটিস' কাকে বলে?

Ans: মহাদেব গোবিন্দ রানাডে।

Most Frequently Asked Simple GK  Quiz | General Knowledge Questions Answers | India GK 4 All Exam
Most Frequently Asked Simple GK  Quiz | General Knowledge Questions Answers | India GK 4 All Exam


* ভারতের ভূগোল *

26. ভারতের বেশিরভাগ লৌহ আকরিক বিদেশে রপ্তানি করা হয় কোন বন্দর থেকে?

Ans: মার্মাগাঁও।

27. ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা কোনটি?

Ans: বিশাখাপত্তনমের 'হিন্দুস্তান শিপ ইয়ার্ড'।

28. 'ওখা বন্দর' ভারতের কোন রাজ্যে আছে?

Ans: গুজরাত।

29. 'ভরতপুর পাখিরালয়' ভারতের কোন রাজ্যে আছে?

Ans: রাজস্থান।

30. ভারতের কোন রাজ্যে খালের সাহায্যে সবথেকে বেশি সেচ করা হয়?

Ans: উত্তর প্রদেশ।

Most Frequently Asked Simple GK  Quiz | General Knowledge Questions Answers | India GK 4 All Exam
Most Frequently Asked Simple GK  Quiz | General Knowledge Questions Answers | India GK 4 All Exam


* আন্তর্জাতিক ভূগোল *

31. বিশ্বের বৃহত্তম সমুদ্রগর্ভের তৈলখনি কোনটি?

Ans: সাফানিয়া।

32. চীনের সর্বশ্রেষ্ঠ নগর কোনটি?

Ans: সাংহাই।

33. মায়ানমারের দীর্ঘতম নদী কোনটি?

Ans: ইরাবতী।

34. বাংলাদেশ কবে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে?

Ans: ১৯৭১ সালের ২৬ মার্চ।

35. পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত দীর্ঘতম নদী কোনটি?

Ans: সিন্ধু।

Most Frequently Asked Simple GK  Quiz | General Knowledge Questions Answers | India GK 4 All Exam
Most Frequently Asked Simple GK  Quiz | General Knowledge Questions Answers | India GK 4 All Exam


* রাষ্ট্রনীতি *

36. কে লোকসভাকে তার ৫ বছরের মেয়াদকালের আগেই ভেঙ্গে দিতে পারেন?

Ans: প্রধানমন্ত্রী সুপারিশক্রমে রাষ্ট্রপতি।

37. 'সুপ্রিম কোর্ট'এর বিচারপতি তার মেয়াদকাল পূর্ণ হওয়ার আগে, দায়িত্ব থেকে অব্যাহতি চাইলে কাকে তার পদত্যাগপত্র দেন?

Ans: রাষ্ট্রপতি।

38. কে প্রথম দলিত মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার কৃতিত্বের অধিকারী?

Ans: মায়াবতী।

39. সংখ্যালঘু কমিশনের আইন মর্যাদা কবে দেওয়া হয়?

Ans: ১৯৯২ সালে।

40. 'ভারতরত্ন', 'পদ্মশ্রী' প্রভৃতি পুরস্কার সংবিধানের কোন অনুচ্ছেদের অন্তর্গত?

Ans: ৩১।

41. 'পরিকল্পনা কমিশন' কবে গঠিত হয়?

Ans: মার্চ, ১৯৫০।


Subscribe YouTube Channel: Click Here

Join Telegram Channel: Click Here

Like Facebook Page: Click Here

Download pdf: Click Here






Newest
Previous
Next Post »

Please do not enter any spam link in the comment box ConversionConversion EmoticonEmoticon