GK 2020 | Frequently Asked Basic GK Questions | Competitive General Knowledge Question and Answer

GK 2020 | Frequently Asked Basic GK Questions | Competitive General Knowledge Question and Answer

Competitive GK Questions
Competitive GK Questions

Description:

General Knowledge | GK Questions | Frequently Asked Simple GK in Bengali | All Exam GK Support (Part 3)
In this video you will get important general knowledge questions and answers for competitive exams. All of these gk questions are frequently asked simple gk in bengali. All Exam GK Support collected all questions from karmasangsthan that is very useful for any government exams. All these questions are given from different subjects. Watch the full video. Please subscribe this channel for more related videos.




* জীববিদ্যা *

1. মাছের পটকার অগ্রপ্রকোষ্ঠে গ্যাস উৎপাদনকারি অঙ্গকে কী বলে?

Ans: রেডগ্রন্থি।

2. ম্যালেরিয়া রোগের প্রোটোজোয়া কে আবিষ্কার করেন?

Ans: রোনাল্ড রস (১৮৮০ সালে)।

3. একটি পূর্ণবয়স্ক নীল তিমির গড় ওজন কত?

Ans: প্রায় ১,৫০,০০০ কেজি।

4. মানবদেহে মাথার চুলে কোন প্রোটিন থাকে?

Ans: কেরাটিন।

5. মানবদেহের ক্ষুদ্রতম পেশির নাম কি?

Ans: স্টেপেডিয়াস।

GK 2020 | Frequently Asked Basic GK Questions | Competitive General Knowledge Question and Answer
GK 2020 | Frequently Asked Basic GK Questions | Competitive General Knowledge Question and Answer

* পদার্থবিদ্যা *

6. ফিউজ তারে কোন ধাতুর পরিমান বেশি থাকে?

Ans: সীসা।

7. আমাদের দেশে পরিবর্তী প্রবাহের কম্পাঙ্ক কত?

Ans: ৫০ হার্ৎস।

8. কোন ধর্মের সাহায্যে কোলয়েড ও প্রকৃত দ্রবণের পার্থক্য দ্রুত বোঝা যায়?

Ans: কোলয়েডের 'টিন্ডাল প্রভাব' ধর্মের সাহায্যে।

9. কে এভোগ্যাড্রো সংখ্যার মান নির্ণয় করেন?

Ans: মার্কিন পদার্থবিদ রবার্ট মিলিকান।

10. 'অ্যাটমবোম' কে আবিষ্কার করেন?

Ans: মার্কিন যুক্তরাষ্ট্রের জুলিয়াস রবার্ট ওপেনহাইমার।

GK 2020 | Frequently Asked Basic GK Questions | Competitive General Knowledge Question and Answer
GK 2020 | Frequently Asked Basic GK Questions | Competitive General Knowledge Question and Answer

* রসায়ন *

11. বায়োগ্যাসের মূল উপাদান কী?

Ans: মিথেন।

12. পিচব্লেন্ড কোন মৌলের আকরিক?

Ans: তেজস্ক্রিয় মৌল ইউরেনিয়াম।

13. কোন ধাতু, অন্য ধাতুর সঙ্গে মিশে 'অ্যামালগাম' তৈরি করে?

Ans: পারদ।

14. বৈদ্যুতিক বাতিতে কোন গ্যাস থাকে?

Ans: নাইট্রোজেন।

15. 'ব্রোমিন' কোন রঙের তরল?

Ans: লাল।

GK 2020 | Frequently Asked Basic GK Questions | Competitive General Knowledge Question and Answer
GK 2020 | Frequently Asked Basic GK Questions | Competitive General Knowledge Question and Answer

* ভারতের ইতিহাস *

16. শিহাবুদ্দিন সুফি কোন ধর্ম সম্প্রদায়ের লোক ছিলেন?

Ans: সুরাবর্দী।

17. ভারতে স্বর্ণমুদ্রার প্রথম প্রচলন কে করেন?

Ans: দ্বিতীয় কদফিসিস।

18. 'কুতুব মিনার' কার উদ্দেশ্যে স্থাপিত হয়?

Ans: কুতুবউদ্দিন বখতিয়ার কাকী।

19. মৌর্য যুগের কোন শিল্প সবথেকে বেশি গুরুত্ব অর্জন করেছিল?

Ans: বস্ত্রশিল্প।

20. ভারতের প্রথম ঐতিহাসিকধর্মী গ্রন্থ কোনটি?

Ans: রাজতরঙ্গিনী।

GK 2020 | Frequently Asked Basic GK Questions | Competitive General Knowledge Question and Answer
GK 2020 | Frequently Asked Basic GK Questions | Competitive General Knowledge Question and Answer

* ভারতের স্বাধীনতা সংগ্রাম *

21. মহম্মদ ঘোরীর কোন সেনাপতি বাংলা ও বিহারকে মুসলিম শাসনের অন্তর্ভুক্ত করেছিলেন?

Ans: বখতিয়ার খিলজী।

22. ইস্ট ইন্ডিয়া কোম্পানি দক্ষিণ ভারতের কোথায় তাদের প্রথম ঘাঁটি স্থাপন করে?

Ans: মসুলিপত্তনম।

23. মোহনদাস করমচাঁদ গান্ধী তার 'কাইজার-ই-হিন্দ' পদক ফিরিয়ে দিয়েছিলেন কেন?

Ans: ব্রিটিশ সরকারের তুরস্কের প্রতি সুবিচার না করতে চাওয়ার প্রতিবাদে।

24. 'পূর্ণ মানবতাবাদ'এর সঙ্গে কে জড়িত ছিলেন?

Ans: মানবেন্দ্রনাথ রায়।

25. কোন মোগল সম্রাট ইংরেজ কোম্পানিকে 'দেওয়ানী' অধিকার দিয়েছিলেন?

Ans: দ্বিতীয় শাহ আলম।

GK 2020 | Frequently Asked Basic GK Questions | Competitive General Knowledge Question and Answer
GK 2020 | Frequently Asked Basic GK Questions | Competitive General Knowledge Question and Answer

* ভারতের ভূগোল *

26. 'ড্রামলিন' কেমন দেখতে?

Ans: উলটানো নৌকার মতো।

27. 'কুদ্রেমুখ' লৌহ খনি ভারতের কোন রাজ্যে আছে?

Ans: কর্ণাটক।

28. 'পিচোলা' হ্রদ ভারতের কোন রাজ্যের কোন শহরে আছে?

Ans: রাজস্থানের উদয়পুর শহরে।

29. 'সর্দার সরোবর প্রকল্প' কোন নদীর সঙ্গে সম্পর্কিত?

Ans: নর্মদা।

30. কোন নদী কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে?

Ans: ঝিলাম।

GK 2020 | Frequently Asked Basic GK Questions | Competitive General Knowledge Question and Answer
GK 2020 | Frequently Asked Basic GK Questions | Competitive General Knowledge Question and Answer

* আন্তর্জাতিক ভূগোল *

31. ভুটানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি?

Ans: কুলাকাংড়ি।

32. জার্মানির 'ব্ল্যাক ফরেস্ট' কি জাতীয় পর্বত?

Ans: স্তুপ পর্বত।

33. বিশ্বের বৃহত্তম সমুদ্রগর্ভের তৈলখনি কোনটি?

Ans: পারস্য উপসাগরে অবস্থিত 'সাফানিয়া'।

34. পৃথিবীর দীর্ঘতম পার্বত্য হিমবাহের নাম কী?

Ans: হূবার্ড।

35. 'পান্নার দ্বীপ' কাকে বলে?

Ans: আয়ারল্যান্ড।

GK 2020 | Frequently Asked Basic GK Questions | Competitive General Knowledge Question and Answer
GK 2020 | Frequently Asked Basic GK Questions | Competitive General Knowledge Question and Answer

* রাষ্ট্রনীতি *

36. রাজ্যের বিধানমণ্ডলীর অনুমোদন না পেলে, রাজ্যপালের জারি করা অধ্যাদেশ সবথেকে বেশি কতদিন বলবৎ থাকে?

Ans: ৬ মাস।

37. সংসদীয় পদ্ধতিতে ভারতীয় অবদান কোনটি?

Ans: অ্যাডজর্নমেন্ট মোশন।

38. কোনো বিধায়ক, অর্থ বিধায়ক কিনা, তার সিদ্ধান্ত কে নেন?

Ans: লোকসভার অধ্যক্ষ।


Subscribe YouTube Channel : Click Here


Join Telegram Channel: Click Here


Like Facebook Page: Click Here


Download Pdf: Click Here








Previous
Next Post »

Please do not enter any spam link in the comment box ConversionConversion EmoticonEmoticon