Top 25 GK. General knowledge questions and answers. Competitive gk questions. Bengali GK - 1.
Competitive GK Questions
Top 25 GK Questions by All Exam GK Support for Competitive Exams. General Knowledge Questions and Answers are very important for any government exams. Competitive GK for All Exam are collected from different sources. Friends Subscribe My YouTube Channel for More Videos.
A) 1984 খ্রি.
B) 1985 খ্রি.
C) 1986 খ্রি.
D) 1987 খ্রি.
Ans: A
Q2. কলকাতার হাওড়া ব্রিজ কোন্ ধরনের ব্রিজ ?
A) বিম ব্রিজ
B) আর্ক ব্রিজ
C) সাসপেনসন ব্রিজ
D) ক্যান্টিলিভার ব্রিজ
Ans: D
Q3. শহীদ মিনার কার স্মৃতিস্তম্ভ ?
A) স্যার ডেভিড অকটারলোনি
B) কানু ও সিধু
C) বিনয়-বাদল-দীনেশ
D) বাঘা যতীন
Ans: A
Q4. ‘বর্তমান ভারত’ কে রচনা করেন ?
A) রামমোহন রায়
B) অরবিন্দ ঘোষ
C) স্বামী বিবেকানন্দ
D) বিদ্যাসাগর
Ans: C
Q5. জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসে ?
A) কলকাতা
B) বোম্বে
C) লাহোর
D) সুরাট
Ans: B
Q6. প্রথম কোন্ ভারতীয় মহিলা জিব্রাল্টার প্রণালী সাঁতারে পার হন ?
A) আরতি প্রধান
B) আরতি সাহা
C) বুলা চৌধুরী
D) কেউ নন
Ans: A
Q7. মহাজাতি সদন কে প্রতিষ্ঠা করেছিলেন ?
A) রবীন্দ্রনাথ ঠাকুর
B) সুভাষ চন্দ্র বসু
C) ফজলুল হক
D) দেশবন্ধু চিত্তরঞ্জন দাস
And: B
Q8. বিধানসভা কবে প্রতিষ্ঠিত হয়েছিল ?
A) 1935 খ্রি.
B) 1932 খ্রি.
C) 1933 খ্রি.
D) 1934 খ্রি.
Ans: A
Q9. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন ?
A) স্যার গুরুদাস বন্দোপাধ্যায়
B) আশুতোষ মুখোপাধ্যায়
C) শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়
D) সত্যেন্দ্রনাথ বসু
Ans: A
Q10. কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে হয়েছিলেন ?
A) শ্রীমতী পদ্মা খাস্তগীর
B) শ্রীমতী ফতেমা বিবি
C) শ্রীমতী মঞ্জুলা
D) এদের মধ্যে কেউ নন
Ans: A
Q11. বরবুদুর এর স্তূপ কোন্ দেশে অবস্থিত ?
A) মায়ানমার
B) ইন্দোনেশিয়া
C) কম্বোডিয়া
D) থাইল্যান্ড
Ans: B
Q12. কলকাতা কর্পোরেশনের মেয়র পদে কে সবচেয়ে বেশিবার নির্বাচিত হয়েছেন ?
A) দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত
B) নেতাজি সুভাষচন্দ্র বসু
C) দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ
D) ফজলুল হক
Ans: A
Q13. 38 তম প্যারালাল কোন দুটি দেশকে পৃথক করেছে ?
A) উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
B) ইরাক ও ইরান
C) ইংল্যান্ড ও ফ্রান্স
D) নামিবিয়া ও অ্যাঙ্গোলা
Ans: A
Q14. কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন ?
A) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
B) দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ
C) উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়
D) নেতাজি সুভাষচন্দ্র বসু
Ans: B
Q15. কলকাতা কর্পোরেশন কত সালে প্রতিষ্ঠিত হয় ?
A) 1876 খ্রি.
B) 1875 খ্রি.
C) 1888 খ্রি.
D) 1890 খ্রি.
Ans: A
Q16. কলকাতা মেডিক্যাল কলেজ কার আমলে প্রতিষ্ঠিত হয় ?
A) লর্ড ডালহৌসি
B) লর্ড বেন্টিঙ্ক
C) লর্ড হেস্টিংস
D) লর্ড মিন্টো
Ans: B
Q17. হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ?
A) 1815 খ্রি.
B) 1816 খ্রি.
C) 1817 খ্রি.
D) 1818 খ্রি.
Ans: C
Q18. কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ?
A) স্যার এলিজা ইম্পে
B) ফ্রান্সিস ম্যাকলিন
C) বার্নস পিকক
D) কেউই নন
Ans: C
Q19. কলকাতায় কোন্ কলেজটি প্রথম প্রতিষ্ঠিত হয় ?
A) প্রেসিডেন্সি কলেজ
B) বেথুন কলেজ
C) সেন্ট জেভিয়ার্স কলেজ
D) ফোর্ট উইলিয়াম কলেজ
Ans: D
Q20. কলকাতায় প্রকাশিত প্রথম সংবাদপত্রটির নাম কি ?
A) বেঙ্গল গেজেট
B) ক্যালকাটা গেজেট
C) ক্যালকাটা ক্রনিকল
D) দ্য স্টেটসম্যান
Ans: A
Q21. কলকাতায় প্রথম সংবাদপত্র কোন্ সালে প্রকাশিত হয়েছিল ?
A) 1779 খ্রি.
B) 1790 খ্রি.
C) 1798 খ্রি.
D) 1780 খ্রি.
Ans: D
Q22. কলকাতার সবচেয়ে পুরনো চার্চ কোনটি ?
A) সেন্ট জোসেফ চার্চ
B) আর্মেনিয়ান চার্চ
C) সেন্ট ব্যাপটিস্ট চার্চ
D) সেন্ট পিটারস্ চার্চ
Ans: B
Q23. কোন্ সাল পর্যন্ত কলকাতা ভারতের রাজধানী ছিল ?
A) 1905 খ্রি.
B) 1908 খ্রি.
C) 1911 খ্রি.
D) 1910 খ্রি.
Ans: C
Q24. কোন্ সাল থেকে কলকাতা ভারতের রাজধানী হিসেবে পরিচিত হয় ?
A) 1772 খ্রি.
B) 1776 খ্রি.
C) 1780 খ্রি.
D) 1785 খ্রি.
Ans: A
Q25. নিম্নলিখিত কোনটি পৃথিবীর নবীনতম রাষ্ট্র ?
A) পূর্ব টিমর
B) কসোভো
C) সাউথ সুদান
D) পালাউ
Ans: C
Download pdf: Click Here
YouTube Video Link: Click Here
Join Telegram Channel: Click Here
Like Facebook Page: Click Here
Please do not enter any spam link in the comment box ConversionConversion EmoticonEmoticon