World Heritage Architectures in India | UNESCO World Heritage Site | Important GK Questions


1. তাজমহল :

Tajmahal
Tajmahal

সময়কাল:
1632 – 1653 খ্রিস্টাব্দ
অবস্থান:
আগ্রা (উত্তর প্রদেশ)
প্রতিষ্ঠাতা:
মুঘল সম্রাট শাহজাহান
গুরুত্বপূর্ণ তথ্য:
ভারতবর্ষের স্থাপত্যগুলোর মধ্যে শ্রেষ্ঠতম হলো তাজমহল । শাহজাহান তার প্রিয় পত্নী মমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যে আগ্রা শহরের যমুনা নদীর তীরে এটি স্থাপন করেন । পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম এই স্থাপত্য । 1983 সালে UNESCO এই স্থাপত্যকে বিশ্ব-ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দেয় ।

2. সাঁচির স্তুপ :

Sanchi Stupa
Sanchi Stupa

সময়কাল:
খ্রিস্টপূর্ব তৃতীয় শতক
অবস্থান:
ভোপাল শহরের কাছে (মধ্যপ্রদেশ)
প্রতিষ্ঠাতা:
মৌর্য সম্রাট অশোক
গুরুত্বপূর্ণ তথ্য:
বৌদ্ধ ভিক্ষুদের কাছে এই স্থাপত্যের গুরুত্ব অপরিসীম । 1989 সালে UNESCO এই স্থাপত্যকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দেয় ।

3. সিংহশীর্ষ স্তম্ভ :

Ashok Stambh
Ashok Stambh

সময়কাল:
খ্রিস্টপূর্ব তৃতীয় শতক
অবস্থান:
সারনাথ (উত্তর প্রদেশ)
প্রতিষ্ঠাতা:
মৌর্য সম্রাট অশোক
গুরুত্বপূর্ণ তথ্য:
স্বাধীন ভারত সরকার এটিকে জাতীয় প্রতীক হিসেবে গ্রহণ করেছে ।

4. অজন্তা গুহা :

Ajanta Caves
Ajanta Caves

সময়কাল:
খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক
অবস্থান:
ঔরঙ্গাবাদ (মহারাষ্ট্র)
প্রতিষ্ঠাতা:
গুপ্ত রাজবংশ
গুরুত্বপূর্ণ তথ্য:
বৌদ্ধ চিত্রশিল্পের শ্রেষ্ঠ নিদর্শন । 30 টি গুহামন্দির রয়েছে । 1983 সালে UNESCO এই স্থানকে বিশ্ব-ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দেয় ।

5. ইলোরা গুহা :

Ellora Caves
Ellora Caves

সময়কাল:
খ্রিস্টীয় ষষ্ঠ শতক থেকে সপ্তম শতক
অবস্থান:
ঔরঙ্গাবাদ (মহারাষ্ট্র)
প্রতিষ্ঠাতা:
গুপ্ত রাজবংশ
গুরুত্বপূর্ণ তথ্য:
34 টি গুহাচিত্র আছে । বৌদ্ধ, জৈন ও হিন্দু শিল্পের নিদর্শন রয়েছে । 1983 সালে UNESCO এই স্থানকে বিশ্ব-ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দেয় ।

6. নালন্দা বিশ্ববিদ্যালয় :

Nalanda University
Nalanda University

সময়কাল:
খ্রিস্টীয় পঞ্চম শতক
অবস্থান:
পাটনা শহরের নিকট (বিহার)
প্রতিষ্ঠাতা:
গুপ্ত সম্রাট প্রথম কুমারগুপ্ত
গুরুত্বপূর্ণ তথ্য:
ভারতবর্ষের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় । প্রাচীনকালে বহু পন্ডিত এই বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা লাভ করেছেন । তাদের মধ্যে চীনা পরিব্রাজক হিউ এন-সাং অন্যতম । 2016 সালে UNESCO এটিকে বিশ্ব-ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দেয় ।

7. জগন্নাথ মন্দির :

Jagannath Temple
Jagannath Temple

সময়কাল:
খ্রিস্টীয় দ্বাদশ শতক
অবস্থান:
পুরী (ওড়িশা)
প্রতিষ্ঠাতা:
গঙ্গা রাজা অনন্ত বর্মন চৌরগঙ্গ
গুরুত্বপূর্ণ তথ্য:
হিন্দু পুণ্যার্থীদের কাছে এই মন্দিরের গুরুত্ব অপরিসীম । এই মন্দিরে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা এই তিন দেবদেবীর উপাসনা করা হয় । এই মন্দির থেকেই পুরীর রথযাত্রা সূচনা হয়ে থাকে ।

8. বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় :

Vikramshila University
Vikramshila University

সময়কাল:
খ্রিস্টীয় অষ্টম-নবম শতক
অবস্থান:
ভাগলপুর শহরের কাছে (বিহার)
প্রতিষ্ঠাতা:
পাল রাজা ধর্মপাল
গুরুত্বপূর্ণ তথ্য:
প্রাচীন ভারতের অন্যতম বিশ্ববিদ্যালয় । এই বিশ্ববিদ্যালয়ে তিব্বতি ধর্ম ও ভাষা সম্পর্কে বিশেষ বিভাগ ছিল ।

9. বিরূপাক্ষ মন্দির :

Virupaksha Temple
Virupaksha Temple

সময়কাল:
740 খ্রিস্টাব্দ
অবস্থান:
হাম্পি (কর্ণাটক)
প্রতিষ্ঠাতা:
চালুক্য রাজা দ্বিতীয় বিক্রমাদিত্য
গুরুত্বপূর্ণ তথ্য:
দক্ষিণ ভারতীয় দ্রাবিড় রীতিতে নির্মিত এই মন্দির, চালুক্য স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন ।

10. সূর্য মন্দির :

Sun Tample
Sun Tample

সময়কাল:
খ্রিস্টীয় ত্রয়োদশ শতক
অবস্থান:
কোনারক (ওড়িশা)
প্রতিষ্ঠাতা:
গঙ্গ রাজা প্রথম নরসিংহদেব
গুরুত্বপূর্ণ তথ্য:
প্রাচীন ভারতের মন্দির গুলির মধ্যে অন্যতম । 1984 সালে এই মন্দির বিশ্ব-ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি পায় UNESCO থেকে ।

11. মহাবলীপুরমের রথ মন্দির :

Mahabalipuram Rath Temple
Mahabalipuram Rath Temple

সময়কাল:
খ্রিস্টীয় সপ্তম শতক
অবস্থান:
মামল্লপুরম (তামিলনাড়ু)
প্রতিষ্ঠাতা:
পল্লবরাজ প্রথম নরসিংহবর্মন
গুরুত্বপূর্ণ তথ্য:
দক্ষিণ ভারতীয় দ্রাবিড় শিল্পরীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন । 1984 সালে UNESCO এই মন্দির কে বিশ্ব-ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দেয় ।

12. কৈলাসনাথ মন্দির :

Kailashnath Temple
Kailashnath Temple

সময়কাল:
খ্রিস্টীয় অষ্টম শতক
অবস্থান:
কাঞ্চী (তামিলনাড়ু)
প্রতিষ্ঠাতা:
পল্লবরাজ প্রথম নরসিংহবর্মন
গুরুত্বপূর্ণ তথ্য:
দক্ষিণ ভারতীয় দ্রাবিড় শিল্পরীতিতে তৈরি হিন্দু মন্দির । এই মন্দিরের আরাধ্য দেবতা হল শিব ।

13. ইলোরার কৈলাস মন্দির :

Kailash temple in Ellora
Kailash temple in Ellora

সময়কাল:
খ্রিস্টীয় অষ্টম শতক
অবস্থান:
ঔরঙ্গাবাদ (মহারাষ্ট্র)
প্রতিষ্ঠাতা:
রাষ্ট্রকূটরাজ প্রথম কৃষ্ণ
গুরুত্বপূর্ণ তথ্য:
ইলোরা গুহাতে পাহাড় কেটে নির্মাণ করা হয় এই বিখ্যাত শিব মন্দির ।

14. খাজুরাহ মন্দির :

Khajuraho Temple
Khajuraho Temple

সময়কাল:
খ্রিস্টীয় দশম শতক
অবস্থান:
মধ্যপ্রদেশ
প্রতিষ্ঠাতা:
চান্দেলা রাজবংশ
গুরুত্বপূর্ণ তথ্য:
প্রাচীন হিন্দু ও জৈন মন্দির এর সমষ্টি ক্ষেত্র । এই মন্দির গুলি হিন্দু ‘নাগররীতির’ স্থাপত্যের প্রতীক । UNESCO 1986 সালে এই স্থাপত্যকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয় ।

15. দিলওয়ারা জৈন মন্দির :

Dilwara Jain Temple
Dilwara Jain Temple

সময়কাল:
খ্রিস্টীয় দ্বাদশ শতক
অবস্থান:
মাউন্ট আবু (রাজস্থান)
প্রতিষ্ঠাতা:
সোলাঙ্কিরাজ সিদ্ব রাজা
গুরুত্বপূর্ণ তথ্য:
ভারতবর্ষে অবস্থিত জৈন ধর্মালম্বীদের সবচেয়ে বড় মন্দির ।

16. রানি কি ভাভ :

Rani Ki Vav
Rani Ki Vav

সময়কাল:
খ্রিস্টীয় একাদশ শতক
অবস্থান:
পাটন (গুজরাত)
প্রতিষ্ঠাতা:
সোলাঙ্কিরাজ প্রথম ভীমের পত্নী উদয়মতী ।
গুরুত্বপূর্ণ তথ্য:
সোলাঙ্কি রাজ প্রথম ভীমের পত্নী উদয়মতী তার স্বামী প্রথম ভীমের স্মৃতির উদ্দেশ্যে এই স্থাপত্যটি নির্মাণ করেন । এই স্থাপত্যটি 2014 সালে UNESCO বিশ্ব-ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পায় । ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নতুন 100 টাকার মুদ্রায় এই স্থানটিকে স্বীকৃতি দিয়েছে ।

17. বৃহদেশ্বর মন্দির :

Brihadeshwara Temple
Brihadeshwara Temple

সময়কাল:
1010 খ্রিষ্টাব্দ
অবস্থান:
তাঞ্জাভুর (তামিলনাড়ু)
প্রতিষ্ঠাতা:
চোলরাজ প্রথম রাজরাজ
গুরুত্বপূর্ণ তথ্য:
দক্ষিণ ভারতীয় দ্রাবিড় শিল্পরীতিতে নির্মিত এই মন্দিরটি চোল শিল্পকলার উৎকৃষ্ট নিদর্শন । 2004 সালে এই স্থাপত্য UNESCO বিশ্ব-ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পায় ।

18. কুতুব মিনার :

Qutub Minar
Qutub Minar

সময়কাল:
1193 - 1220 খ্রিষ্টাব্দ
অবস্থান:
দিল্লি
প্রতিষ্ঠাতা:
কুতুবউদ্দিন আইবক শুরু করেন, ইলতুৎমিস শেষ করেন
গুরুত্বপূর্ণ তথ্য:
বিশ্বের অন্যতম দীর্ঘ স্থাপত্য । বিখ্যাত সুফি সন্ত ‘খাজা কুতুবউদ্দিন বকতিয়ার কাকীর’ স্মৃতির উদ্দেশ্যে এই স্থাপত্য নির্মাণ করা হয় । UNESCO, 1993 সালে এই স্থাপত্যকে বিশ্ব-ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয় ।

19. এলিফ্যান্টা গুহা :

Elephanta Caves
Elephanta Caves

সময়কাল:
খ্রিস্টীয় সপ্তম শতক
অবস্থান:
মুম্বাই শহরের নিকট এলিফ্যান্টা দ্বীপে (মহারাষ্ট্র)
প্রতিষ্ঠাতা:
রাষ্ট্রকুট রাজ বংশ
গুরুত্বপূর্ণ তথ্য:
এই স্থাপত্য হিন্দু দেবতা শিবকে উৎসর্গ করে মন্ডলা পদ্ধতিতে পাথর কেটে নির্মাণ করা হয়েছে । এই গুহায় শিবের তিনমূর্তি ও নটরাজ মূর্তি খোদাই করা রয়েছে । 1987 সালে এই স্থান UNESCO এর তরফ থেকে বিশ্ব-ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পায় ।

20. আড়াই দিন কা ঝোপড়া :

Dhai din ka jhopra
Dhai din ka jhopra

সময়কাল:
1199 খ্রিষ্টাব্দ
অবস্থান:
আজমির (রাজস্থান)
প্রতিষ্ঠাতা:
সুলতান কুতুবউদ্দিন আইবক
গুরুত্বপূর্ণ তথ্য:
এটি ভারতবর্ষের পুরাতন মসজিদ গুলির অন্যতম । ঐতিহাসিক মতে এই মসজিদ তৈরি করতে সারাদিন সময় লেগেছিল বলেই, এই নামকরণ ।

21. আলাই মিনার :

Alai Minar
Alai Minar

সময়কাল:
খ্রিষ্টীয় চতুর্দশ শতক
অবস্থান:
দিল্লি
প্রতিষ্ঠাতা:
সুলতান আলাউদ্দিন খলজী
গুরুত্বপূর্ণ তথ্য:
এই স্থাপত্যটি দিল্লির কুতুবমিনার কমপ্লেক্সে অবস্থিত একটি অসমাপ্ত স্থাপত্য । আলাউদ্দিন খলজি চেয়েছিলেন কুতুবমিনারের থেকেও লম্বা এই স্থাপত্য তৈরি করতে কিন্তু তার মৃত্যুতে এই প্রচেষ্টা বাধাপ্রাপ্ত হয় ।

22. হজ খস :

Hauz Khas
Hauz Khas

সময়কাল:
খ্রিষ্টীয় চতুর্দশ শতক
অবস্থান:
দিল্লি
প্রতিষ্ঠাতা:
সুলতান আলাউদ্দিন খলজী
গুরুত্বপূর্ণ তথ্য:
'হজ খস' কথার অর্থ হল 'রাজকীয় জলাধার' । সিরি দূর্গে জল পরিবহন এর উদ্দেশ্যেই এই জলাধার নির্মাণ করা হয় ।

23. আরাম বাগ :

Aram Bagh
Aram Bagh

সময়কাল:
1528 খ্রিস্টাব্দ
অবস্থান:
আগ্রা (উত্তরপ্রদেশ)
প্রতিষ্ঠাতা:
মুঘল সম্রাট বাবর
গুরুত্বপূর্ণ তথ্য:
1530 খ্রিস্টাব্দে বাবরের মৃত্যুর পর এখানেই তাকে সমাধিস্থ করা হয় ।

24. হুমায়ুনের সমাধিক্ষেত্র :

Humayun’s Tomb
Humayun’s Tomb

সময়কাল:
1565 - 1572 খ্রিষ্টাব্দ
অবস্থান:
দিল্লিaàaaàaàaaa
প্রতিষ্ঠাতা:
হুমায়ুনের পত্নী হাজী বেগম
গুরুত্বপূর্ণ তথ্য:
তাজমহলের আদিরূপ এই সমাধিক্ষেত্র । চারবাগ পদ্ধতির অনুকরণে এই সমাধি নির্মাণ করা হয় । 1993 সালে UNESCO এই স্থানটিকে বিশ্ব-ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দেয় ।

25. পুরানা কেল্লা :

Purana Qila
Purana Qila

সময়কাল:
খ্রিস্টীয় ষোড়শ শতক
অবস্থান:
দিল্লি
প্রতিষ্ঠাতা:
শেরশাহ শুরি
গুরুত্বপূর্ণ তথ্য:
দিল্লি শহরের যমুনা নদীর তীরে অবস্থিত এই স্থাপত্যকে পুনরুদ্ধার করেন আলেকজান্ডার কানিংহাম । ভারতবর্ষে অবস্থিত অন্যতম পুরাতন এই কেল্লা ।

26. বুলন্দ দরওয়াজা :

Buland Darwaza
Buland Darwaza

সময়কাল:
1572 খ্রিষ্টাব্দ
অবস্থান:
আগ্রার নিকট ফতেপুর সিক্রি (উত্তরপ্রদেশ)
প্রতিষ্ঠাতা:
মুগল সম্রাট আকবর
গুরুত্বপূর্ণ তথ্য:
নিজের গুজরাত জয়কে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে আকবর এটি নির্মাণ করেন । এটি ভারতবর্ষের বৃহত্তম প্রবেশদ্বার ।

27. আগ্রা দুর্গ :

Agra Fort
Agra Fort

সময়কাল:
1565 - 1573 খ্রিস্টাব্দ
অবস্থান:
আগ্রা (উত্তরপ্রদেশ)
প্রতিষ্ঠাতা:
মুগল সম্রাট আকবর
গুরুত্বপূর্ণ তথ্য:
লাল বেলে পাথরে নির্মিত এই দুর্গ মুঘল স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন । 1638 খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘল রাজসভা এখানে আয়োজন করা হত । 1983 সালে এই স্থাপত্য UNESCO বিশ্ব-ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি পায় ।

28. ঈগলের বাসা :

Eagle's Nest
Eagle's Nest

সময়কাল:
1674 খ্রিস্টাব্দ
অবস্থান:
রায়গড় (মহারাষ্ট্র)
প্রতিষ্ঠাতা:
ছত্রপতি শিবাজী
গুরুত্বপূর্ণ তথ্য:
রায়গড় দুর্গে নিজের রাজ্যভিষেককে স্মরণীয় করে রাখার জন্য ছত্রপতি শিবাজী এই স্থাপত্য নির্মাণ করেন ।

29. গোলগম্বুজ :

Gol Gumbaz
Gol Gumbaz

সময়কাল:
1626 - 1656 খ্রিস্টাব্দ
অবস্থান:
বিজাপুর (কর্ণাটক)
প্রতিষ্ঠাতা:
মহম্মদ আদিল শাহ
গুরুত্বপূর্ণ তথ্য:
ভারতবর্ষের বৃহত্তম গম্বুজ  যা 144 ফুট লম্বা এবং এটি ইসলাম রীতিতে নির্মিত ।

30. স্বর্ণমন্দির গুরুদুয়ারা :

Golden Temple
Golden Temple

সময়কাল:
1581 - 1589 খ্রিষ্টাব্দ
অবস্থান:
অমৃতসর (পাঞ্জাব)
প্রতিষ্ঠাতা:
গুরু রামদাস শুরু করেন এবং অর্জুন সিং সমাপ্ত করেন ।
গুরুত্বপূর্ণ তথ্য:
ভারতবর্ষের বৃহত্তম গুরুদুয়ারা । লক্ষ লক্ষ শরণার্থী প্রতিদিন এই পবিত্র গুরুদুয়ারায় নিজেদের প্রার্থনা নিয়ে উপস্থিত হন । 1604 খ্রিস্টাব্দে এখানে আদি গ্রন্থের সূচনা করা হয় ।





31. বিজয় স্তম্ভ :

Vijay Stambh
Vijay Stambh

সময়কাল:
1448 খ্রিস্টাব্দ
অবস্থান:
চিতোরগড় (রাজস্থান)
প্রতিষ্ঠাতা:
মেওয়ারের রাজা রানা কুম্ভ
গুরুত্বপূর্ণ তথ্য:
মালয় ও গুজরাতের মিলিত সেনাবাহিনীর বিরুদ্ধে মেওয়ারের জয়কে স্মরণীয় করে রাখতে এই স্থাপত্যটি নির্মাণ করা হয় ।

32. লালবাগ :

Lalbagh
Lalbagh

সময়কাল:
1760 খ্রিষ্টাব্দ
অবস্থান:
বেঙ্গালুরু (কর্ণাটক)
প্রতিষ্ঠাতা:
হায়দার আলি
গুরুত্বপূর্ণ তথ্য:
এই স্থাপত্যটি আসলে একটি উদ্ভিদের বাগান । এখানে বিভিন্ন দুষ্প্রাপ্য উদ্ভিদের সন্ধান পাওয়া যায় ।

33. আকবরের সমাধিক্ষেত্র :

Akbar's Tomb
Akbar's Tomb

সময়কাল:
1605 - 1613 খ্রিস্টাব্দ
অবস্থান:
আগ্রা নিকট সিকান্দ্রা শহরে (উত্তরপ্রদেশ)
প্রতিষ্ঠাতা:
আকবর শুরু করেন, পরে তার পুত্র জাহাঙ্গীর শেষ করেন
গুরুত্বপূর্ণ তথ্য:
মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট আকবর তাঁর মৃত্যুর পর এখানেই সমাধিস্থ হন ।

34. ইদমাদ-উদ-দৌলার সমাধিক্ষেত্র :

Itmad-Ud-Daulah Tomb
Itmad-Ud-Daulah Tomb

সময়কাল:
1628 খ্রিস্টাব্দ
অবস্থান:
আগ্রা (উত্তরপ্রদেশ)
প্রতিষ্ঠাতা:
মুঘল সম্রাট জাহাঙ্গীরের পত্নী নূরজাহান বা মেহেউরনিসা
গুরুত্বপূর্ণ তথ্য:
মোঘল সম্রাট জাহাঙ্গীরের পত্নী নূরজাহান বা মেহেউরনিসা তার পিতা গিয়াসবেগ বা ইদমাদ-উদ-দৌলার স্মরণে এই স্থাপত্যটি নির্মাণ করেন ।

35. চারমিনার :

Charminar
Charminar

সময়কাল:
1591 খ্রিষ্টাব্দ
অবস্থান:
হায়দ্রাবাদ (তেলেঙ্গানা)
প্রতিষ্ঠাতা:
কুতুবশাহী সাম্রাজ্যের সুলতান মহম্মদ কুয়ালি কুতুবশাহ
গুরুত্বপূর্ণ তথ্য:
কুয়ালি কুতুবশাহ তার রাজ্যের রাজধানী গোলকুণ্ডা থেকে স্থানান্তরিত করেন হায়দ্রাবাদে । হায়দ্রাবাদ শহরের প্রবেশদ্বার হিসেবে তিনি এই চারমিনার নির্মাণ করেন ।

36. লালকেল্লা :

Lal Kila
Lal Kila

সময়কাল:
1639 - 1648 খ্রিষ্টাব্দ
অবস্থান:
দিল্লি
প্রতিষ্ঠাতা:
মুঘল সম্রাট শাহজাহান
গুরুত্বপূর্ণ তথ্য:
ভারতীয় ইতিহাসে এই স্থাপত্যটি গুরুত্ব অপরিসীম । 1639 খ্রিস্টাব্দ থেকে 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত এই স্থাপত্যটি ছিল মুঘল সাম্রাজ্যের সদস্যদের বাসস্থান । দেশ স্বাধীন হবার পর থেকে প্রধানমন্ত্রী এই লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবসের সূচনা করে থাকেন । 2007 সালে এই স্থাপত্য UNESCO  বিশ্ব-ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পায় ।

37. বিবি কা মাকবারা :

Bibi Ka Maqbara
Bibi Ka Maqbara

সময়কাল:
1660 খ্রিষ্টাব্দ
অবস্থান:
ঔরঙ্গাবাদ (মহারাষ্ট্র)
প্রতিষ্ঠাতা:
মুঘল সম্রাট ঔরঙ্গজেব
গুরুত্বপূর্ণ তথ্য:
মুঘল সম্রাট ঔরঙ্গজেব তার স্ত্রী দিলরাস বানু বেগমের স্মৃতির উদ্দেশ্যে তাজমহলের অনুকরণে এই স্থাপত্যটি নির্মাণ করেন ।

38. যন্তর মন্তর :

Jantar Mantar
Jantar Mantar

সময়কাল:
1734 খ্রিস্টাব্দ
অবস্থান:
জয়পুর (রাজস্থান)
প্রতিষ্ঠাতা:
রাজপুত রাজা দ্বিতীয় জয়সিংহ
গুরুত্বপূর্ণ তথ্য:
এই স্থাপত্যটি জ্যোতির্বিজ্ঞানের জন্য বিখ্যাত । 2010 খ্রিস্টাব্দে এই স্থানটিকে UNESCO বিশ্ব-ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দান করে ।

39. শালিমার বাগ :

Shalimar Bagh
Shalimar Bagh

সময়কাল:
1619 খ্রিষ্টাব্দ
অবস্থান:
শ্রীনগর (জম্মু ও কাশ্মীর)
প্রতিষ্ঠাতা:
মুঘল সম্রাট জাহাঙ্গীর
গুরুত্বপূর্ণ তথ্য:
এই স্থাপত্যটি মুঘল সম্রাট জাহাঙ্গীর তার স্ত্রী নূরজাহানকে খুশি করার জন্য নির্মাণ করান । জবা ফুলের বাগান, ফোয়ারা সমৃদ্ধ এটি একটি অনবদ্য স্থাপত্য ।

40. সবরমতী আশ্রম :

Sabarmati Ashram
Sabarmati Ashram

সময়কাল:
1917 খ্রিস্টাব্দ
অবস্থান:
আমেদাবাদ (গুজরাত)
প্রতিষ্ঠাতা:
মহাত্মা গান্ধী
গুরুত্বপূর্ণ তথ্য:
গান্ধীজীর বাসস্থান । 1930 খ্রিস্টাব্দের 12 মার্চ এই আশ্রম থেকে ডান্ডির উদ্দেশ্যে যাত্রা করেন এবং সমুদ্রের জল থেকে লবন প্রস্তুত করে আইন অমান্য আন্দোলনের সূচনা করেন ।

41. আনন্দভবন :

Ananda Bhavan
Ananda Bhavan

সময়কাল:
1930 খ্রিষ্টাব্দ
অবস্থান:
প্রয়াগরাজ, এলাহাবাদ (উত্তর প্রদেশ)
প্রতিষ্ঠাতা:
মতিলাল নেহেরু
গুরুত্বপূর্ণ তথ্য:
এটি মতিলাল নেহেরুর বাসস্থান । পরবর্তীকালে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুর ও প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বাসস্থান । 1970 খ্রিস্টাব্দে ইন্দিরা গান্ধী ভারত সরকারকে এই জায়গাটি সংগ্রহশালা করবার উদ্দেশ্যে দান করেন ।

42. ভিক্টোরিয়া টার্মিনাস (ছত্রপতি শিবাজী টার্মিনাস) :

Victoria Terminus
Victoria Terminus

সময়কাল:
1887 খ্রিস্টাব্দ
অবস্থান:
মুম্বাই (মহারাষ্ট্র)
প্রতিষ্ঠাতা:
ফ্রেডরিক উইলিয়াম স্টিভেন্স
গুরুত্বপূর্ণ তথ্য:
ভারতবর্ষের অন্যতম ব্যস্ত রেল স্টেশন । 1996 সালে 'ছত্রপতি শিবাজী টার্মিনাস' নামকরণ হয় । 2004 সালে UNESCO এই রেলস্টেশন কে বিশ্ব-ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয় ।

43. পার্লামেন্ট ভবন :

Parliament Bhavan
Parliament Bhavan

সময়কাল:
1921 - 1927 খ্রিস্টাব্দ
অবস্থান:
নিউদিল্লি (লুটেনস জোন)
প্রতিষ্ঠাতা:
এডউইন লুটেনস এবং হার্বার্ড বেকার
গুরুত্বপূর্ণ তথ্য:
ভারতবর্ষের আইনসভা এখানেই বসে এবং এখানেই ভারতবর্ষের আইন তৈরি হয় । এটি দ্বিকক্ষ বিশিষ্ট । উপরের কক্ষকে বলা হয় রাজ্যসভা অন্যদিকে নিম্নকক্ষকে বলা হয় লোকসভা ।

44. রাইসিনা হিলস :

Raisina Hills
Raisina Hills

সময়কাল:
1912 - 1929 খ্রিষ্টাব্দ
অবস্থান:
নিউদিল্লি (লুটেনস জোন)
প্রতিষ্ঠাতা:
এডউইন লুটেনস
গুরুত্বপূর্ণ তথ্য:
এটি ভারতবর্ষের রাষ্ট্রপতির বাসস্থান । একে রাষ্ট্রপতি ভবন বলা হয়ে থাকে ।

45. গেটওয়ে অফ ইন্ডিয়া :

Gateway of India
Gateway of India

সময়কাল:
1924 খ্রিষ্টাব্দ
অবস্থান:
মুম্বাই (মহারাষ্ট্র)
প্রতিষ্ঠাতা:
জর্জ উইটেট
গুরুত্বপূর্ণ তথ্য:
85 ফুট উচ্চতা বিশিষ্ট এই স্থাপত্যটি জলপথে ভারতবর্ষের প্রবেশদ্বার । প্রতিদিন প্রচুর বৈদেশিক জাহাজ এখানে এসে জড়ো হয় ।

46. ইন্ডিয়া গেট :

India Gate
India Gate

সময়কাল:
1921 - 1933 খ্রিস্টাব্দ
অবস্থান:
নিউদিল্লি (লুটেনস জোন)
প্রতিষ্ঠাতা:
এডউইন লুটেনস
গুরুত্বপূর্ণ তথ্য:
প্রথম বিশ্বযুদ্ধে নিহত ভারতীয় জওয়ানদের শ্রদ্ধার্ঘ্যে স্থাপত্যটি নির্মাণ করা হয় । এখানে জ্বলন্ত অমর জ্যোতি কখনো নেভানো হয় না ।

47. স্ট্যাচু অফ ইউনিটি :

Statue of Unity
Statue of Unity

সময়কাল:
2013 - 2018 খ্রিষ্টাব্দ
অবস্থান:
কেওরিয়া (গুজরাত)
প্রতিষ্ঠাতা:
রাম বানজি সুতর
গুরুত্বপূর্ণ তথ্য:
এটি ভারতবর্ষের উচ্চতম মানব মূর্তি । স্বাধীন ভারতবর্ষের প্রথম উপপ্রধানমন্ত্রী তথা প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সরদার বল্লভ ভাই প্যাটেলের শ্রদ্ধার্ঘ্যে এই মূর্তি নির্মাণ করা হয় ।

48. আদিনা মসজিদ :

Adina Masjid
Adina Masjid

সময়কাল:
1373 খ্রিষ্টাব্দ
অবস্থান:
মালদহ জেলার পান্ডুয়া
প্রতিষ্ঠাতা:
ইলিয়াস শাহি সাম্রাজ্যের সুলতান সিকান্দার শাহ
গুরুত্বপূর্ণ তথ্য:
ইসলামি শিল্পরীতিতে নির্মিত এই মসজিদটি বাংলায় মুসলিম স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন ।

49. বড় সোনা মসজিদ :

Boro Sona Masjid
Boro Sona Masjid

সময়কাল:
1526 খ্রিস্টাব্দ
অবস্থান:
মালদহ জেলা গৌড়
প্রতিষ্ঠাতা:
হোসেন শাহি সাম্রাজ্যের সুলতান নূসরত শাহ
গুরুত্বপূর্ণ তথ্য:
ইসলামি শিল্পরীতিতে নির্মিত এই মসজিদটি 50.4 মিটার দীর্ঘ । এই মসজিদে প্রবেশের জন্য বারোটি প্রবেশদ্বার রয়েছে, তাই এটি 'বারোদুয়ারী' নামে পরিচিত ।

50. শান্তিনিকেতন :

Shantiniketan
Shantiniketan

সময়কাল:
1921 খ্রিস্টাব্দ
অবস্থান:
বীরভূম জেলার বোলপুর শহর
প্রতিষ্ঠাতা:
রবীন্দ্রনাথ ঠাকুর
গুরুত্বপূর্ণ তথ্য:
প্রথাগত শিক্ষার বাইরে ছাত্র-ছাত্রীদের শিক্ষাদান করার উদ্দেশ্যেই স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এটি চালু করেন । পরবর্তীকালে কেন্দ্রীয় সরকার এটিকে 1951 সালে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করে ।

51. বেলুড় মঠ :

Belur Moth
Belur Moth

সময়কাল:
1897 খ্রিস্টাব্দ
অবস্থান:
হাওড়া জেলার বেলুড় শহর
প্রতিষ্ঠাতা:
স্বামী বিবেকানন্দ
গুরুত্বপূর্ণ তথ্য:
স্বামী বিবেকানন্দ তাঁর গুরু রামকৃষ্ণ পরমহংসদেবের স্মৃতির উদ্দেশ্যে এই স্থাপত্যটি স্থাপন করেন। পরবর্তীকালে রামকৃষ্ণ মিশনের প্রধান প্রক্টরপরবর্তীকালে রামকৃষ্ণ মিশনের প্রধান দপ্তর এখানে প্রতিষ্ঠিত করা হয় ।

52. ভিক্টোরিয়া মেমোরিয়াল :

Victoria Memorial
Victoria Memorial

সময়কাল:
1906 - 1921 খ্রিস্টাব্দ
অবস্থান:
কলকাতা
প্রতিষ্ঠাতা:
উইলিয়াম এমারসন
গুরুত্বপূর্ণ তথ্য:
রানী ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যে এই সংগ্রহশালাটি নির্মাণ করা হয় । সাদা মার্বেলের নির্মিত এই স্থাপত্যটি কলকাতার অন্যতম পুরাতন স্থাপত্য ।

53. হাওড়া ব্রিজ :

Howrah Bridge
Howrah Bridge

সময়কাল:
1942 খ্রিস্টাব্দ
অবস্থান:
হাওড়া - কলকাতা
প্রতিষ্ঠাতা:
ব্রিটিশ সরকার
গুরুত্বপূর্ণ তথ্য:
ব্রেথওয়েট, বার্ন ও জেসপ কোম্পানি হাওড়া ও কলকাতার মধ্যে যোগাযোগ নির্মাণের জন্য হুগলি নদীর উপরে এই ব্রিজ নির্মাণ করেন । 1943 সালে জনসাধারণের জন্য এই ব্রিজ খুলে দেওয়া হয় ।

54. হাজারদুয়ারি :

Hazarduari
Hazarduari

সময়কাল:
1829 - 1837 খ্রিস্টাব্দ
অবস্থান:
মুর্শিদাবাদ
প্রতিষ্ঠাতা:
ডানকান ম্যাকলিয়ড
গুরুত্বপূর্ণ তথ্য:
ভাগীরথী নদীর তীরে অবস্থিত এই স্থাপত্যটি পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন স্থাপত্য । এই জায়গা 'বড় কোটি' নামে পরিচিত । এই স্থাপত্যটিতে প্রবেশের জন্য হাজারটি দরজা থাকায় এর নাম হাজারদুয়ারি ।

55. কোচবিহার রাজবাড়ি :

Cooch Behar Rajbari
Cooch Behar Rajbari

সময়কাল:
1887 খ্রিস্টাব্দ
অবস্থান:
কোচবিহার
প্রতিষ্ঠাতা:
মহারাজা নৃপেন্দ্র নারায়ন
গুরুত্বপূর্ণ তথ্য:
এই স্থাপত্যটি লন্ডনের বাকিংহাম প্যালেসের অনুকরণে নির্মিত হয় ।

56. দক্ষিণেশ্বর মন্দির :

Dakshineswar Temple
Dakshineswar Temple

সময়কাল:
1855 খ্রিস্টাব্দ
অবস্থান:
দক্ষিণেশ্বর
প্রতিষ্ঠাতা:
রানী রাসমণি
গুরুত্বপূর্ণ তথ্য:
হুগলি নদীর ধারে এই মন্দির প্রতিষ্ঠা করা হয় । এই মন্দিরের আরাধ্যা দেবী হলেন 'মা ভবতারিণী' । রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরের প্রধান পূজারি ছিলেন ।

57. বিড়লা প্লানেটরিয়াম :

Birla Planetarium
Birla Planetarium

সময়কাল:
1963 খ্রিস্টাব্দ
অবস্থান:
কলকাতা
প্রতিষ্ঠাতা:
ডালমিয়া কোম্পানি
গুরুত্বপূর্ণ তথ্য:
এটি 'তারামণ্ডল' নামে বেশি জনপ্রিয় । এটি এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্লানেটরিয়াম । জ্যোতির্বিজ্ঞানের অনেক তথ্য এখান থেকে জানা যায় ।

58. ভারতীয় জাদুঘর :

Indian Museum
Indian Museum

সময়কাল:
1814 খ্রিস্টাব্দ
অবস্থান:
কলকাতা
প্রতিষ্ঠাতা:
ন্যাথানেই ওয়ালিচ
গুরুত্বপূর্ণ তথ্য:
এটি বিশ্বের নবম পুরাতন ভারতের দ্বিতীয় বৃহত্তম জাদুঘর । এখানে ভারতবর্ষের প্রাচীন কালের বহু দুষ্প্রাপ্য জিনিস সংরক্ষিত রাখা আছে ।

59. শহিদ মিনার :

Shahid Minar
Shahid Minar

সময়কাল:
1825 - 1828 খ্রিস্টাব্দ
অবস্থান:
কলকাতা
প্রতিষ্ঠাতা:
জে. পি. পার্কার
গুরুত্বপূর্ণ তথ্য:
স্তম্ভটি ৪৮ মিটার (১৫৭ ফুট) উঁচু । এই সৌধটির আগে নাম ছিল অক্টারলোনি মনুমেন্ট । ১৯৬৯ সালের আগস্ট মাসে তদানীন্তন যুক্তফ্রন্ট সরকার এই স্মৃতিসৌধটিকে ভারতের স্বাধীনতা আন্দোলনে নিহত শহিদদের উদ্দেশ্যে উৎসর্গ করে । সেই সময় এই সৌধের নতুন নামকরণ করা হয় "শহীদ মিনার" ।


60. মহাকরণ (রাইটার্স বিল্ডিং) :

Writers Building
Writers Building

সময়কাল:
1777 খ্রিস্টাব্দ
অবস্থান:
কলকাতা
প্রতিষ্ঠাতা:
টমাস লিয়
গুরুত্বপূর্ণ তথ্য:
পশ্চিমবঙ্গের অন্যতম পুরাতন স্থাপত্যের ঐতিহাসিক গুরুত্ব সর্বাধিক । 2013 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের প্রধান দপ্তরগুলি এখানে ছিল । 1930 সালে এখানে ঘটেছিল অলিন্দ যুদ্ধ, যেখানে প্রাণ ত্যাগ করে বাদল গুপ্ত, পরবর্তীকালে হাসপাতালে মৃত্যু ঘটে বিনয় বসুর এবং ফাঁসি হয় দীনেশ গুপ্তের ।


YouTube Video Part 1: Click Here

YouTube Video Part 2: Click Here

Download pdf: Click Here

Join Telegram: Click Here

Like Facebook: Click Here





Previous
Next Post »

Please do not enter any spam link in the comment box ConversionConversion EmoticonEmoticon