Science GK | Science GK questions and answers | Biology GK questions | The Main Feature of Life - 3

Science GK | Science GK questions and answers | Biology GK questions | The Main Feature of Life - 3

Biology GK Questions
Biology GK Questions

Important science gk by All Exam GK Support. These science gk questions and answers are taken from life science class 10 chapter 1. All these questions are a part of biology gk questions and very important for competitive exams. All Exam GK Support provide important questions for all government exams. Please support and subscribe this channel for more videos.
Watch the full video to get 25 important questions.

Q1. জীবনের দুটি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো ।

Ans: জীবনের দুটি প্রধান বৈশিষ্ট্য হল প্রজনন ও বিপাক ।

Q2. জীব থেকে জীব সৃষ্টির প্রক্রিয়াকে কি বলে ?

Ans: জীব থেকে জীব সৃষ্টির প্রক্রিয়াকে বলে জনন ।

Q3. কোন জীবনক্রিয়া দেহের ক্ষয়পূরণে সাহায্য করে ?

Ans: বৃদ্ধি দেহের ক্ষয়পূরণে সাহায্য করে ।

Q4. কোন জৈবিক প্রক্রিয়ায় জীবদেহে শক্তি উৎপন্ন হয় ?

Ans: শ্বসন প্রক্রিয়ায় জীবদেহে শক্তি উৎপন্ন হয় ।

Q5. বিপাকের ফলে উৎপন্ন বর্জ্য পদার্থ কিভাবে দেহ থেকে অপসারিত হয় ?

Ans: বিপাকের ফলে উৎপন্ন বর্জ্য পদার্থ রেচন এর মাধ্যমে দেহ থেকে অপসারিত হয় ।

Q6. উদ্দীপক কাকে বলে ?

Ans: পরিবেশের যে অবস্থাগত পার্থক্য জীবদেহে প্রতিক্রিয়ার সৃষ্টি করে, তাকে উদ্দীপক বলে ।

Q7. সাড়া কাকে বলে ?

Ans: উদ্দীপকের ক্রিয়ার প্রভাবে জীবদেহে যে প্রতিক্রিয়া বা পরিবর্তন দেখা দেয়, তাকে সাড়া বলে ।

Q8. উত্তেজনায় সাড়া দেওয়ার ধর্মকে কী বলে ?

Ans: উত্তেজনায় সাড়া দেওয়ার ধর্মকে উত্তেজিতা বলে ।

Q9. জীবের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়কে কী বলে ?

Ans: জীবের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়কে বলা হয় স্থিতিকাল/জীবনকাল ।

Q10. সজীব বস্তুর প্রধান উপাদানটির নাম কী ?

Ans: সজীব বস্তুর প্রধান উপাদানটির নাম প্রোটোপ্লাজম ।

All Exam GK Support

Q11. পৃথিবী সৃষ্টির সময় বায়ুমন্ডলে কোন্ কোন্ গ্যাসীয় যৌগ ছিল ?

Ans: NH3, CH4, H2S, H2O (জলীয় বাষ্প), HCN H2 ইত্যাদি ।

Q12. কত বছর আগে জড় বস্তু থেকে রাসায়নিক উপায়ে প্রথম প্রাণের আবির্ভাব ঘটেছিল ?

Ans: প্রায় 3.7 বিলিয়ন বছর আগে রাসায়নিক উপায়ে প্রাণের আবির্ভাব ঘটেছিল ।

Q13. রাসায়নিক বিবর্তন বা কেমোজেনি কী ?

Ans: অজৈব যৌগ থেকে প্রাণ সৃষ্টির প্রয়োজনীয় জৈব অণু সৃষ্টির ধারাবাহিক পদ্ধতিকে রাসায়নিক বিবর্তন বা কেমোজেনি বলে ।

Q14. রাসায়নিক বিবর্তন এর জন্য প্রয়োজনীয় শক্তির উৎস কি কি ?

Ans: রাসায়নিক বিবর্তন এর জন্য প্রয়োজনীয় শক্তির উৎস হল বিদ্যুৎ ক্ষরণ, UV-রশ্মি, মহাজাগতিক রশ্মি ইত্যাদি ।

Q15. পচনশীল বস্তু থেকে প্রাণের উৎপত্তির তত্ত্বের নাম কী ?

Ans: পচনশীল বস্তু থেকে প্রাণের উৎপত্তির তত্ত্বের নাম স্বতঃস্ফূর্ত উদ্ভব তত্ত্ব ।

Q16. জীবনের উৎপত্তির ঘটনাকে কী বলা হয় ?

Ans: জীবনের উৎপত্তির ঘটনাকে বলা হয় প্রোটোবায়োজেনেসিস ।

Q17. ‘প্রাইমরডিয়াল স্যুপ’ কীসের অপর নাম ?

Ans: বিজ্ঞানী হ্যালডেন বর্ণিত ‘তপ্ত লঘু স্যুপ’- কে ‘প্রাইমরডিয়াল স্যুপ’ বলা হয় ।

Q18. কোয়াসারভেট কথার অর্থ কি ?

Ans: ল্যাটিন শব্দ ‘Coacervare’ থেকে ‘Coacervate’ শব্দটির উৎপত্তি, এর অর্থ একত্রিত হওয়া বা গুচ্ছ ।

Q19. কোয়াসারভেট মডেলের প্রবক্তা কে ?

Ans: কোয়াসারভেট মডেলের প্রবক্তা হলেন ওপারিন ।

Q20. বিজ্ঞানী সিডনি ফক্স পরীক্ষার মাধ্যমে অ্যামিনো অ্যাসিড থেকে ক্রমপর্যায় কোন দুটি উপাদান তৈরিতে সক্ষম হয়েছিলেন ?

Ans: বিজ্ঞানী সিডনি ফক্স পরীক্ষার মাধ্যমে অ্যামিনো অ্যাসিড থেকে ক্রমপর্যায়ে প্রোটিন ও মাইক্রোস্ফিয়ার তৈরিতে সক্ষম হয়েছিলেন ।

Q21. প্রোটিনয়েডগুলি কী জাতীয় বস্তু ?

Ans: প্রোটিনয়েডগুলি প্রোটিন ন্যায়, যা অ্যামিনো অ্যাসিড দ্বারা গঠিত বস্তু ।

Q22. মাইক্রোস্ফিয়ার মডেল কে প্রবর্তন করেন ?

Ans: মাইক্রোস্ফিয়ার মডেল প্রবর্তন করেন বিজ্ঞানী সিডনি ফক্স ।

Q23. মাইক্রোস্ফিয়ার কাকে বলে ?

Ans: প্রোটিনয়েড অনু জলীয় মাধ্যমে সংযুক্ত হয়ে যে ক্ষুদ্র দ্বিলিপিড পর্দাবৃত ক্ষুদ্র গঠন তৈরি করে তাকে মাইক্রোস্ফিয়ার বলে ।

Q24. প্রোটোবায়োন্ট কী ?


Ans: নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দ্বারা গঠিত পর্দাবৃত কণা যা প্রোটোসেলের পূর্ব গঠন তাকে প্রোটোবায়োন্ট বলে ।

Q25. পৃথিবীতে সৃষ্ট প্রথম জীবের প্রকৃতি কীরূপ ছিল ?

Ans: পৃথিবীতে সৃষ্ট প্রথম জীবের প্রকৃতি ছিল অবায়ুজীবী রাসায়নিক পরভোজী ।

Q26. কোন কারণের জন্য প্রজাতির বিভিন্নতা সৃষ্টি হয় ?

Ans: মূলত জিনগত বৈচিত্রের জন্য প্রজাতির বিভিন্নতা সৃষ্টি হয় ।

Q27. জীবকোশের জিনের আকস্মিক ও স্থায়ী পরিবর্তনকে কী বলে ?

Ans: জীবকোশের জিনের আকস্মিক ও স্থায়ী পরিবর্তনকে পরিব্যক্তি বা মিউটেশন বলে ।

Q28. প্রকরণ কী ?

Ans: একই প্রকৃতির দুটি জীবের মধ্যে বৈশিষ্ট্যের ভিন্নতায় হলো প্রকরণ ।

Q29. জড় বস্তু থেকে জীবন উৎপত্তির তত্ত্বকে কী বলে ?

Ans: জড় বস্তু থেকে জীবন উৎপত্তির তত্ত্বকে বলে অ্যাবায়োজেনেসিস ।

Q30. আদিম বিজারিত পরিবেশে কোন্ স্তর না থাকায় UV রশ্মি পৃথিবীতে চলে আসত ।

Ans: আদিম বিজারিত পরিবেশে ওজোন স্তর না থাকায় UV রশ্মি পৃথিবীতে চলে আসত ।


YouTube Video Link: Click Here

Download pdf: Click Here

Join Telegram Channel: Click Here

Like Facebook Page: Click Here





Previous
Next Post »

Please do not enter any spam link in the comment box ConversionConversion EmoticonEmoticon