Science GK | Science GK questions and answers | Biology GK questions | The Main Feature of Life - 2
Important science gk by All Exam GK Support. These science gk questions and answers are taken from life science class 10 chapter 1. All these questions are a part of biology gk questions and very important for competitive exams. All Exam GK Support provide important questions for all government exams. Please support and subscribe this channel for more videos.
Q1. ‘জীবের উদ্ভব ঘটে পূর্ববর্তী জীব থেকে’- এই সিদ্ধান্তটি বলেছেন-
A) অ্যারিস্টটল
B) ওপারিন
C) মরগ্যান
D) লুই পাস্তুর
Ans: D
Q2. জীবনের উদ্ভবের শক্তি পাওয়া যায় নিচের কোনটি থেকে?
A) উচ্চ তাপমাত্রা
B) তড়িৎ বিচ্ছুরণ
C) UV রশ্মি
D) সবগুলি
Ans: D
Q3. ওপারিন-হ্যালডেন তত্ত্বের পরীক্ষামূলক প্রমান দেন-
A) বিজ্ঞানী সিডনি ফক্স
B) লুই পাস্তুর
C) মিলার-উরে
D) অ্যারিস্টটল
Ans: C
Q4. জীবনের উৎপত্তির প্রাথমিক পর্বে যেসব সরল জৈব যৌগ গঠিত হয়, তা হল-
A) বিভিন্ন প্রকার অ্যামিনো অ্যাসিড
B) ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল
C) গ্লুকোজ, ফ্রুক্টোজ জাতীয় একক শর্করা
D) সবগুলি
Ans: D
Q5. জীবনের উদ্ভবে সব থেকে গুরুত্বপূর্ণ জৈব যৌগ হল-
A) অ্যামিনো অ্যাসিড
B) প্রোটিন
C) নিউক্লিওসাইড
D) নিউক্লিওটাইড
Ans: D
Q6. প্রোটিনয়েডের এর ধারণা দেন বিশিষ্ট বিজ্ঞানী-
A) পাউলিং
B) ফক্স
C) মিলার
D) হ্যালডেন
Ans: B
Q7. প্রটিনয়েডে ঠান্ডা জল মেশালে যে পর্দাবৃত গঠন সৃষ্টি হয় তা হল-
A) কোয়াসারভেট
B) প্রোটোসেল
C) মাইক্রোস্ফিয়ার
D) নগ্ন RNA
Ans: C
Q8. ‘Hot dilute soup’ বা 'তপ্ত লঘু ঝোল' শব্দটি কোন বিজ্ঞানী প্রবর্তন করেন ?
A) হ্যালডেন
B) ওপারিন
C) ফক্স
D) মিলার
Ans: A
Q9. ‘হ্যালডেন স্যুপ’ হল-
A) প্রাচীন শান্ত সমুদ্র
B) প্রাচীন উত্তপ্ত সমুদ্র
C) বর্তমানের শান্ত সমুদ্র
D) কোনোটিই নয়
Ans: B
Q10. ‘হট ডাইলুট সুপ’ হল-
A) এক প্রকার পুষ্টিকর তরল
B) সবজি মিশ্রিত গরম স্যুপ
C) বিভিন্ন লবণ মিশ্রিত তরল
D) সৃষ্টির প্রথম জৈব যৌগ মিশ্রিত তরল
Ans: D
Q11. ‘কোয়াসারভেট’ শব্দটি কোন বিজ্ঞানী প্রথম ব্যবহার করেন ?
A) ফক্স
B) হ্যালডেন
C) ওপারিন
D) মিলার
Ans: C
Q12. কোয়াসারভেট হল-
A) আদি শর্করা
B) মিথেনের আদি রস
C) কেবল প্রোটিন
D) উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন শর্করা ও প্রোটিনের কলয়েড ধর্মী যৌগ
Ans: D
Q13. মাইক্রোস্ফিয়ার কথাটি উল্লেখ করেন-
A) মিলার
B) হ্যালডেন
C) সিডনি ফক্স
D) ওপারিন
Ans: C
Q14. মাইক্রোস্ফিয়ার এর বৈশিষ্ট্য হল-
A) মাইক্রোস্ফিয়ার এর মধ্যে উৎসেচক এর মত ক্রিয়া দেখা যায়
B) মাইক্রোস্ফিয়ার গুলি বিভাজিত হতে পারে
C) মাইক্রোস্ফিয়ার গুলি কোষ পর্দার মতো দ্বি-স্তর আবরণী যুক্ত
D) সবগুলি
Ans: D
Q15. নীচের কোনটি মাইক্রোস্ফিয়ার এর বৈশিষ্ট্য হলেও কোয়াসারভেটে দেখা যায় না ?
A) RNA-র উপস্থিতি
B) দ্বিপর্দাবৃত গঠন
C) বৃদ্ধি
D) সংখ্যা বৃদ্ধি
Ans: B
Q16. প্রোটোবায়োন্ট গঠিত হয় কিসের সংযুক্তির ফলে ?
A) নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন
B) ফ্যাটি অ্যাসিড
C) হাইড্রোকার্বন ও এমোনিয়া
D) পিউরিন ও পিরিমিডিন
Ans: A
Q17. পৃথিবীতে প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিড ছিল-
A) DNA
B) RNA
C) দুটিই
D) কোনোটিই নয়
Ans: B
Q18. পৃথিবীতে প্রথম আবির্ভূত হয়-
A) নগ্ন DNA
B) RNA -যুক্ত প্রোটোসেল
C) DNA -যুক্ত ভাইরাস
D) ব্যাকটেরিয়া
Ans: B
Q19. প্রোটিনবিহীন RNA যা প্রাথমিক কোশে জেনেটিক বস্তু ছিল তাকে বলে-
A) নগ্ন জিন
B) জিন
C) প্রোটিনয়েড
D) প্রোটোবায়োন্ট
Ans: A
Q20. সজীব আদিকোশের সৃষ্টির পূর্ববর্তী ধাপ হল-
A) ইউক্যারিওট
B) প্রোটোবায়োন্ট
C) হেটেরোট্রফ
D) প্রোক্যারিওট কোশ
Ans: B
Q21. কোন বিজ্ঞানী প্রোটোপ্লাজমকে জীবনের ভিত্তি বলে আখ্যা দেন ?
A) ডারউইন
B) হাক্সলে
C) হ্যালডেন
D) অ্যারিস্টটল
Ans: B
Q22. জীবনের ভৌত ভিত্তি হল-
A) টোনোপ্লাজম
B) সাইটোপ্লাজম
C) প্রোটোপ্লাজম
D) নিউক্লিওপ্লাজম
Ans: C
Q23. প্রাথমিক কোশের জেনেটিক বস্তু কি ?
A) DNA
B) প্রোটিন
C) RNA
D) শর্করা
Ans: C
Q24. পৃথিবীতে প্রথম উৎপন্ন জীবের জেনেটিক বস্তু RNA প্রকৃতির ছিল- এই ধারণাকে কি বলে ?
A) RNA তত্ত্ব
B) RNA পৃথিবী প্রকল্প
C) প্রোটোভাইরাস ধারণা
D) কেমোজেনি
Ans: B
Q25. জীবনের একটি আদি বৈশিষ্ট্য হল-
A) মাইক্রোস্ফিয়ার
B) কোয়াসারভেট
C) হেটেরোট্রফ
D) নগ্ন DNA
Ans: C
YouTube Video Link: Click Here
Download pdf: Click Here
Join Telegram Channel: Click Here
Like Facebook Page: Click Here
Please do not enter any spam link in the comment box ConversionConversion EmoticonEmoticon