History GK // Indian History 50 Questions in Bengali // Railway, NTPC, Group D, SSC, MTS, Police
History GK by All Exam GK Support. In this video you get important indian history 50 questions in bengali for all exams. All Exam GK Support gives you history gk sei for railway, ntpc, group d, ssc, mts, police. We collect ancient indian history, medieval indian history, modern indian history questions for your exam preparation. Please support this channel and subscribe this channel for more videos.
A) প্রথম চন্দ্রগুপ্ত
B) কুমারগুপ্ত
C) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
D) হর্ষবর্ধন
2. ‘রত্নাবলি’ গ্রন্থের লেখক কে?
A) বিশাখ দত্ত
B) হর্ষবর্ধন
C) বল্লাল সেন
D) কৌটিল্য
3. কার আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় বিশ্বখ্যাতি অর্জন করেছিল?
A) অশোক
B) কনিষ্ক
C) হর্ষবর্ধন
D) চন্দ্রগুপ্ত মৌর্য
4. কার আমলে লন্ডনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়?
A) আকবর
B) জাহাঙ্গীর
C) ঔরঙ্গজেব
D) বাহাদুর শাহ
5. কোন্ মোগল সম্রাট সতীদাহ প্রথা বন্ধ করার চেষ্টা করেছিলেন?
A) হুমায়ুন
B) আকবর
C) শাহজাহান
D) ঔরঙ্গজেব
6. বাবরের জীবনী কোন্ ভাষায় রচিত?
A) হিন্দি
B) পারসি
C) উর্দু
D) তুর্কি
7. ‘কাদম্বরী’ গ্রন্থের লেখক কে?
A) কালিদাস
B) কৌটিল্য
C) হর্ষবর্ধন
D) বাণভট্ট
8. কোন্ সম্রাটের আমলে হিউয়েন সাঙ ভারতে এসেছিলেন?
A) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
B) প্রথম চন্দ্রগুপ্ত
C) হর্ষবর্ধন
D) অশোক
9. কোন্ বাঙালি শিক্ষাবিদ নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন?
A) বসুবন্ধু
B) নাগার্জুন
C) শ্রীজ্ঞান অতীশ
D) শীলভদ্র
10. পুষ্যভূতি বংশের শাসকদের রাজধানী কোথায় ছিল?
A) পাটলিপুত্র
B) তক্ষশীলা
C) বৈশালী
D) নালান্দা
11. নিম্নলিখিত কোন্ স্থানটি সর্বপ্রাচীন শিক্ষাকেন্দ্র ছিল?
A) পাটলিপুত্র
B) তক্ষশীলা
C) বৈশালী
D) নালান্দা
12. বিখ্যাত নটরাজ ব্রোঞ্জ মূর্তিটি কোন্ শিল্পশৈলীর উল্লেখযোগ্য নিদর্শন?
A) মৌর্য শিল্প
B) গান্ধার শিল্প
C) চোল শিল্প
D) চালুক্য শিল্প
13. গুপ্তোত্তর যুগে উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলকে একীভূত করেছিলেন কে?
A) রাজপুতরা
B) চালুক্যরা
C) মৌর্যরা
D) হর্ষবর্ধন
14. তাঞ্জাভুরের বিখ্যাত বিশালাকার শিবমূর্তি কার আমলে নির্মিত হয়েছিল?
A) প্রথম রাজেন্দ্র চোল
B) হর্ষবর্ধন
C) প্রথম রাজরাজ চোল
D) চন্দ্রগুপ্ত মৌর্য
15. নিম্নলিখিত কোন্ শিল্প নিদর্শনটি গান্ধার শিল্পশৈলীর অন্তর্গত?
A) অজন্তা
B) ইলোরা
C) খাজুরাহো
D) এলিফ্যান্টা
16. ত্রয়োদশ শতাব্দীতে মাউন্ট আবুতে কোন্ রাজা দিলওয়ারা মন্দির নির্মাণ করান?
A) মহেন্দ্রপাল
B) দেবপাল
C) রাজপাল
D) তেজপাল
17. বাতাপি কোন্ শাসককুলের রাজধানী ছিল?
A) পল্লব
B) রাষ্ট্রকূট
C) চালুক্য
D) সেন
18. বুদ্ধদেবকে ‘জ্ঞান ও করুণার মহাসিন্ধু’ বলা হয়েছে কোন্ গ্রন্থে?
A) জাতক কাহিনী
B) বুদ্ধচরিত
C) অমরকোশ
D) দ্য লাইট
19. বৌদ্ধরা কার সময়কালে হীনযান ও মহাযানে দ্বিধাবিভক্ত হয়েছিল?
A) কনিষ্ক
B) হর্ষবর্ধন
C) অশোক
D) অজাতশত্রু
20. কোন্ বৌদ্ধ সন্ন্যাসীর দ্বারা রাজা অশোক সর্বাধিক প্রভাবিত হয়েছিলেন?
A) বসুবন্ধু
B) উপগুপ্ত
C) অশ্বঘোষ
D) অম্ভি
21. কার সময়কালে চতুর্থ বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়েছিল?
A) অশোক
B) চন্দ্রগুপ্ত
C) কনিষ্ক
D) অজাতশত্রু
22. জৈন ধর্মানুসারে কাকে জৈন ধর্মের প্রবর্তক বলা হয়েছে?
A) মহাবীর
B) ঝষভদেব
C) পার্শ্বনাথ
D) বুদ্ধদেব
23. কোন্ রাষ্ট্রকূট শাসক রামেশ্বরমে বিজয়স্তম্ভ নির্মাণ করিয়েছিলেন?
A) প্রথম কৃষ্ণ
B) দ্বিতীয় কৃষ্ণ
C) তৃতীয় কৃষ্ণ
D) তৃতীয় ইন্দ্র
24. নিম্নলিখিত কোন্ শাসকদের রাজধানী ছিল কাঞ্চি?
A) পল্লব
B) রাষ্ট্রকূট
C) চালুক্য
D) চোল
25. বঙ্গদেশের প্রাচীন নাম কি ছিল?
A) গৌড়
B) মৎস্য
C) বৎস
D) কামরূপ
26. কোন্ রাজ্যের প্রাচীন নাম কামরূপ?
A) বাংলা
B) বিহার
C) অন্ধ্র
D) আসাম
27. কলহন রচিত ‘রাজতরঙ্গিনী’র ঐতিহাসিক প্রতিপাদ্য বিষয় হল-
A) কাশ্মীর
B) হর্ষবর্ধনের আমল
C) রাজস্থান
D) চন্দ্রগুপ্তের শাসনকাল
28. কোন্ শাসনকালে বিখ্যাত ইলোরা গুহাচিত্র রচিত হয়েছিল?
A) চোল
B) চালুক্য
C) রাষ্ট্রকূট
D) পল্লব
29. পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে - এই তথ্য কোন্ ভারতীয় প্রথম বলেছিলেন?
A) ব্রহ্মগুপ্ত
B) কণাদ
C) আর্যভট্ট
D) গৌতম
30. কে নিজেকে ‘দ্বিতীয় আলেকজান্ডার’ হিসাবে পরিচয় দিতেন?
A) আলাউদ্দিন খলজী
B) সমুদ্রগুপ্ত
C) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
D) কনিষ্ক
31. বাংলার প্রকৃতিপুঞ্জ বা সর্বসাধারণ দ্বারা কে রাজা হয়েছিলেন?
A) শশাঙ্ক
B) গোপাল
C) বল্লাল সেন
D) প্রতাপাদিত্য
32. ‘অষ্টাধ্যায়ী’ গ্রন্থের রচয়িতা কে?
A) বাণভট্ট
B) কলহন
C) পাণিনি
D) বিহ্লণ
33. ভারতে কে প্রথম স্বাধীন তুর্কি শাসনের সূচনা করেন?
A) মহম্মদ কাসিম
B) কুতুবউদ্দিন আইবক
C) গিয়াসউদ্দিন বলবন
D) মহম্মদ বিন তুঘলক
34. আলাউদ্দিন খলজির এক সেনাপতি তুঘলক বংশের সূচনা করেন, তার নাম কি?
A) মালিক কাফুর
B) কুতুবউদ্দিন আইবক
C) গাজী মালিক
D) জাবার খান
35. নিম্নলিখিত কোন্ শাসক প্রথম জীবনে ক্রীতদাস ছিলেন না?
A) গিয়াসউদ্দিন বলবন
B) আলাউদ্দিন খলজী
C) কুতুবউদ্দিন আইবক
D) ইলতুৎমিস
36. দিল্লির সুলতানি সাম্রাজ্যের শেষ শাসক কে ছিলেন?
A) ফিরোজ শাহ্ তুঘলক
B) গিয়াসউদ্দিন তুঘলক
C) নাসিরউদ্দিন মোহম্মদ
D) নসরত শাহ্
37. নিম্নলিখিত কোন্ শাসক ‘চল্লিশ চক্র’ বিনাশ করেছিলেন?
A) আলাউদ্দিন খলজি
B) ইলতুৎমিশ
C) গিয়াসউদ্দিন বলবন
D) কুতুবউদ্দিন আইবক
38. মহম্মদ বিন তুঘলকের প্রতীকী মুদ্রা প্রচলন ব্যর্থ হয়েছিল কারণ-
A) এই মুদ্রা বিদেশি ব্যবসায়ীরা গ্রহণ করেনি
B) জাল মুদ্রা বাজার ছেয়ে গিয়েছিল
C) মুদ্রাগুলি যথেষ্ট উচ্চমানের ছিল না বলে সর্বজনগ্রাহ্য হয়নি
D) মুদ্রাগুলি ক্রমশ নষ্ট হয়ে গিয়েছিল
39. কার আক্রমণকে দিল্লি সুলতানি শাসনের অবসানের জন্য অন্যতম প্রধান কারণ ধরা হয়?
A) তৈমুর লঙ
B) বাবর
C) চেঙ্গিস খাঁ
D) নাদির শাহ্
40. দাস বংশের সম্রাটরা ছিলেন-
A) আফগান
B) আরবীয়
C) পারসিক
D) তুর্কি
41. দিল্লির কোন্ সুলতান ‘সিজদা’ ব্যবস্থা প্রবর্তন করেন?
A) আলাউদ্দিন খলজী
B) গিয়াসউদ্দিন বলবন
C) ফিরোজ শাহ্ তুঘলক
D) ইলতুৎমিস
42. কোন মুসলমান শাসক পদ্মিনীর প্রতি অনুরক্ত হয়েছিলেন?
A) আকবর
B) গিয়াসউদ্দিন বলবন
C) আলাউদ্দিন খলজী
D) মোহম্মদ শাহ্ তুঘলক
43. কংগ্রেসের কোন্ অধিবেশনে দাদাভাই নওরোজি ‘স্বরাজ’ কেই একমাত্র লক্ষ্য হিসেবে ঘোষণা করেন?
A) কলকাতা অধিবেশন, 1886
B) লাহোর অধিবেশন, 1893
C) বেনারস অধিবেশন, 1905
D) কলকাতা অধিবেশন, 1906
44. গান্ধীজী দক্ষিণ আফ্রিকা থেকে কত খ্রিস্টাব্দে ভারতে ফিরে আসেন?
A) 1914
B) 1915
C) 1916
D) 1917
45. গান্ধীজী প্রথম কখন অনশন কর্মসূচি গ্রহণ করেন?
A) চম্পারন সত্যাগ্রহে
B) পূর্ব ভারতে সাম্প্রদায়িক দাঙ্গাকালে
C) আমেদাবাদের শ্রমিক আন্দোলনে
D) অসহযোগ আন্দোলনে
46. কত খ্রিস্টাব্দে চম্পারন সত্যাগ্রহের সূচনা হয়?
A) 1915
B) 1917
C) 1919
D) 1921
47. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?
A) লর্ড কার্জন
B) লর্ড চেমসফোর্ড
C) লর্ড আরউইন
D) জেনারেল ডায়ার
48. ‘তহকিক-ই-হিন্দ’ গ্রন্থের লেখক কে?
A) মিনহাস-উজ-সিরাজ
B) আলবিরুনী
C) ইবন বতুতা
D) বদাউনি
49. কোন্ সুলতান হিন্দুধর্মীয় নানা গ্রন্থ সংস্কৃত থেকে পারসি ভাষায় অনুবাদ করার আদেশ দিয়েছিলেন?
A) আলাউদ্দিন খলজী
B) গিয়াসউদ্দিন তুঘলক
C) ফিরোজ শাহ্ তুঘলক
D) ইলতুৎমিস
50. কত খ্রীস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত হয়?
A) 1191
B) 1192
C) 1356
D) 1526
Subscribe YouTube Channel: Click Here
Join Telegram Channel: Click Here
Like Facebook Page: Click Here
Download Pdf: Click Here
Please do not enter any spam link in the comment box ConversionConversion EmoticonEmoticon