History GK // Indian History 50 Questions in Bengali // Railway, NTPC, Group D, SSC, MTS, Police

History GK // Indian History 50 Questions in Bengali // Railway, NTPC, Group D, SSC, MTS, Police

History GK in Bengali
History GK in Bengali

History GK by All Exam GK Support. In this video you get important indian history 50 questions in bengali for all exams. All Exam GK Support gives you history gk sei for railway, ntpc, group d, ssc, mts, police. We collect ancient indian history, medieval indian history, modern indian history questions for your exam preparation. Please support this channel and subscribe this channel for more videos.


1. ‘মালবিকাগ্নিমিত্রম’ গ্রন্থটি কার লেখা?

A) বাণভট্ট
B) ভারবি
C) কালিদাস
D) ভবভূতি

2. ‘এ হিস্ট্রি অব ইন্ডিয়া’ গ্রন্থটি কার রচনা?

A) আর. সি. মজুমদার
B) রোমিলা থাপার
C) ভিনসেন্ট স্মিথ
D)  ডি. ডি. কোসাম্বি

3. নিম্নলিখিত কোন্ সমন্বয় টি ভুল?

A) মালবিকাগ্নিমিত্রম্ – কালিদাস
B) হর্ষচরিত – বাণভট্ট 
C) মহাভাষ্য – ভারবি
D) রাজতরঙ্গিনী – কলহন

4. ‘মহাভাষ্য’ গ্রন্থের লেখক কে?

A) কালিদাস
B) ভারবি
C) পতঞ্জলি
D) বাণভট্ট

5. ‘দেবনাম প্রিয়’ নাম কে গ্রহণ করেছিলেন?

A) চন্দ্রগুপ্ত মৌর্য
B) কনিষ্ক
C) অশোক
D) হর্ষবর্ধন

6. ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন?

A) মদনমোহন মালব্য
B) রানী অহল্যাবাঈ
C) কেশব কার্ভে
D) বিদ্যাসাগর

7. কোন ভারতীয় নেতা প্রথম জেলবন্দি হন (1882)?

A) বালগঙ্গাধর তিলক
B) শ্রী বিজয়রাঘবচারি
C) আত্মারাম পান্ডুরঙ্গ
D) বিরসা লিঙ্গম

8. ‘হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাব্লিকান আর্মি’ কে প্রতিষ্ঠা করেন?

A) সুভাষচন্দ্র বসু
B) রাসবিহারী বসু
C) ভগৎ সিং
D) চন্দ্রশেখর আজাদ

9. কবে ভারতের জাতীয় পতাকা প্রথম সরকারি পতাকা হিসাবে গণপরিষদে গৃহীত হয়েছিল?

A) 1949 সালের 31 ডিসেম্বর
B) 1950 সালের 26 জানুয়ারি
C) 1947 সালের 15 আগস্ট
D) 1947 সালের 22 জুলাই

10. অশোকের ‘ধম্ম’ শব্দটি কোন ভাষায় লিখিত?

A) পালি
B) সংস্কৃত
C) প্রাকৃত
D) মৈথিলী

History GK // Indian History 50 Questions in Bengali // Railway, NTPC, Group D, SSC, MTS, Police
History GK // Indian History 50 Questions in Bengali // Railway, NTPC, Group D, SSC, MTS, Police


11. শুঙ্গ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

A) বিম্বিসার
B) অগ্নিমিত্র
C) পুষ্যমিত্র
D) কেউই নন

12. শুঙ্গ বংশের শেষ সম্রাট কে ছিলেন?

A) পুষ্যমিত্র
B) দেবভূতি
C) বাসুদেব
D) সৌরসেনা

13. সাতবাহন সাম্রাজ্য কোথায় গড়ে উঠেছিল?

A) মহারাষ্ট্র
B) অন্ধ্র অঞ্চল
C) কোঙ্কন অঞ্চল
D) কলিঙ্গ

14. কোন্ শাসক অশোকস্তম্ভটি আম্বালা থেকে দিল্লিতে স্থানান্তর করেন?

A) আলাউদ্দিন খলজী
B) ফিরোজ শাহ্ তুঘলক
C) কুতুবউদ্দিন আইবক
D) মহম্মদ বিন তুঘলক

15. কাকে ‘হিন্দুস্থানের তোতাপাখি’ বলা হত?

A) কবির
B) তানসেন
C) আমির খসরু
D) বদাউনি

16. ‘হিন্দুস্থানের তোতাপাখি’ নামে খ্যাত আমির খসরু কার সমকালীন কবি ছিলেন?

A) আলাউদ্দিন খলজী
B) মহম্মদ বিন তুঘলক
C) ইলতুৎমিস
D) গিয়াসউদ্দিন বলবন

17. কোন্ সম্রাট তার রাজসভায় হাস্য-রসিকতা বর্জন করার আদেশ দিয়েছিলেন?

A) আলাউদ্দিন খলজী
B) গিয়াসউদ্দিন বলবন
C) ফিরোজ শাহ্ তুঘলক
D) ইলতুৎমিস

18. কনিষ্কের সাম্রাজ্যের দুটি রাজধানীর মধ্যে একটি ছিল পুরুষপুর, অপরটি হল-

A) পাটলিপুত্র
B) উজ্জয়িনী
C) মথুরা
D) তক্ষশীলা

19. প্রাচীন ভারতের কোন্ লিপি ডানদিক থেকে বামদিকে লেখা হত?

A) ব্রাহ্মি
B) নন্দনাগরি
C) সারদা
D) খরোষ্ঠী

20. প্রাচীন ভারতে কোথায় সর্বোত্তম ‘রেশম’ উৎপাদন হত?

A) উজ্জয়িনী
B) কৌশাম্বী
C) বারাণসী
D) তক্ষশীলা

History GK // Indian History 50 Questions in Bengali // Railway, NTPC, Group D, SSC, MTS, Police
History GK // Indian History 50 Questions in Bengali // Railway, NTPC, Group D, SSC, MTS, Police


21. প্রাচীন ভারতে ‘যবন’ হিসেবে চিহ্নিত করা হত কাদের?

A) পারসিকদের
B) গ্রিকদের
C) মুসলমানদের
D) সকল বিদেশিদের

22. কার সময়কালে মথুরাশিল্প চরম উৎকর্ষে উন্নীত হয়েছিল?

A) হর্ষবর্ধন
B) অশোক
C) কনিষ্ক
D) চন্দ্রগুপ্ত মৌর্য

23. কালিদাসের ‘মালবিকাগ্নিমিত্রম্’ নাটকের কেন্দ্রীয় চরিত্রে কে ছিলেন?

A) অগ্নিমিত্র
B) পুষ্যমিত্র
C) অশোক
D) বিম্বিসার

24. কাদের আমলে বিখ্যাত এলিফ্যান্টা গুহাচিত্র রচিত হয়েছিল?

A) রাষ্ট্রকূট
B) চালুক্য
C) সাতবাহন
D) বাকাটক

25. নিম্নলিখিত কোন্ ভাস্কর্যটি মৈথুন ভাস্কর্য নয়?

A) কোনারক
B) খাজুরাহো
C) মাদুরাই
D) হালেবিদ ও বেলুড়

26. কাদের সময়কালে খাজুরাহোর মৈথুন ভাস্কর্য রচিত হয়েছিল?

A) চান্দেল
B) রাষ্ট্রকূট
C) বাকাটক
D) গুপ্ত

27. রুদ্রদামন কোন্ বংশের রাজা ছিলেন?

A) পল্লব
B) শক
C) মৌর্য
D) কুষাণ

28. সাতবাহন রাজাদের দ্বারা উৎকীর্ণ শিলালিপি কোন ভাষায় লিখিত হয়েছিল?

A) পালি
B) খরোষ্ঠী
C) প্রাকৃত
D) সংস্কৃত

29. কোন সম্রাট ‘মহারাজাধিরাজ’ উপাধি গ্রহণ করেছিলেন?

A) অশোক
B) প্রথম চন্দ্রগুপ্ত
C) সমুদ্র গুপ্ত
D) কনিষ্ক

30. বীণাবাদক হিসেবে কোন্ গুপ্তশাসকের পরিচয় পাওয়া যায়?

A) প্রথম চন্দ্রগুপ্ত
B) স্কন্দগুপ্ত
C) বুধগুপ্ত
D) সমুদ্রগুপ্ত

History GK // Indian History 50 Questions in Bengali // Railway, NTPC, Group D, SSC, MTS, Police
History GK // Indian History 50 Questions in Bengali // Railway, NTPC, Group D, SSC, MTS, Police


31. ভার্নাকুলার প্রেস অ্যাক্ট (1774) কার আমলে পাস করানো হয়?

A) কার্টিয়ার
B) লর্ড লিটন
C) ওয়ারেন হেস্টিংস
D) কর্নওয়ালিস

32. বাংলার কোন্ গভর্নর আত্মহত্যা করেছিলেন (1774)?

A) কর্নওয়ালিস
B) কার্টিয়ার
C) ক্লাইভ লয়েড
D) ওয়ারেন হেস্টিংস

33. ‘পঞ্চতন্ত্র’ কার রচনা?

A) কালিদাস
B) বানভট্ট
C) বিষ্ণু শর্মা
D) কলহন

34. কাদের আমলে বিষ্ণু শর্মা ‘পঞ্চতন্ত্র’ রচনা করেছিলেন?

A) গুপ্তদের
B) মৌর্যদের
C) কুষাণদের
D) সাতবাহনদের

35. কার রাজসভায় ‘নবরত্ন’ গুণীজন শোভা পেতেন?

A) সমুদ্রগুপ্ত
B) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
C) কনিষ্ক
D) হর্ষবর্ধন

36. ‘মৃচ্ছকটিকম্’ নাটকের রচয়িতা কে?

A) কালিদাস
B) ভারবি
C) শূদ্রক
D) ভবভূতি

37. শূদ্রকের ‘মৃচ্ছকটিকম্’ নাটকের বিষয়বস্তু ছিল-

A) এক ধনী ব্যবসায়ী ও এক পুরসুন্দরীর ভালোবাসা
B) দ্বিতীয় চন্দ্রগুপ্তের দ্বারা পশ্চিম ভারতের শক ক্ষত্রপ বিজয়
C) সমুদ্রগুপ্তের সেনা অভিযান ও শোষণ
D) এক গুপ্ত সম্রাট ও কামরূপের রাজকুমারীর ভালোবাসা

38. গুপ্তযুগে লিখিত সংস্কৃত নাটকের নারী ও শূদ্ররা যে ভাষায় কথা বলত, তা হল-

A) পালি
B) প্রাকৃত
C) সংস্কৃত
D) সৌরসেনি

39. কোন গুপ্তরাজা হুণদের বিরুদ্ধে সাহসী পদক্ষেপ গ্রহণ করেছিলেন?

A) বুদ্ধগুপ্ত
B) কুমারগুপ্ত
C) স্কন্দগুপ্ত
D) সমুদ্রগুপ্ত

40. ‘সূর্যসিদ্ধান্ত’ গ্রন্থের লেখক কে?

A) কালিদাস
B) বরাহমিহির
C) ভারবি
D) শূদ্রক

History GK // Indian History 50 Questions in Bengali // Railway, NTPC, Group D, SSC, MTS, Police
History GK // Indian History 50 Questions in Bengali // Railway, NTPC, Group D, SSC, MTS, Police


41. ‘শূন্য’ সংখ্যার আবিষ্কারক হলেন-

A) আর্যভট্ট
B) বরাহমিহির
C) প্রথম ভাস্কর
D)  অজ্ঞাতনামা এক ভারতীয়

42. বৈদিক যুগের রাজারা যে রাজস্ব আদায় করতেন তার নাম কি ছিল?

A) কর
B) বর্মন
C) বিদাথা
D) বলি

43. ধর্মশাস্ত্র অনুসারে ‘অনুলোম’ বিবাহ হয় কাদের মধ্যে?

A) উচ্চবর্ণের পুরুষ ও নিম্নবর্ণের নারীর
B) নিম্নবর্ণের পুরুষ ও উচ্চবর্ণের নারীর
C) একই গোত্রভুক্ত নারী ও পুরুষের
D) একই বর্ণের অন্তর্গত নারী ও পুরুষের

44. প্রাচীন ভারতীয় ইতিহাসে ‘রত্নাকর’ বলা হয়েছে-

A) আরব সাগরকে
B) গঙ্গা-যমুনা-সরস্বতীর সঙ্গমস্থলকে
C) বঙ্গোপসাগরকে
D) ভারত মহাসাগরকে

45. কোন্ সুলতানের আমলে খালিশা জমি তুলনামূলক বৃদ্ধি পেয়েছিল?

A) গিয়াসউদ্দিন বলবন
B) আলাউদ্দিন খলজী
C) ফিরোজ শাহ্ তুঘলক
D) মহম্মদ বিন তুঘলক

46. কার আমলে কুতুবমিনারের নির্মাণকাজ শেষ হয়?

A) কুতুবউদ্দিন আইবক
B) ইলতুৎমিস
C) গিয়াসউদ্দিন বলবন
D) আলাউদ্দিন খলজি

47. আলাই দরওয়াজা কে নির্মাণ করেন?

A) কুতুবউদ্দিন আইবক
B) ইলতুৎমিস
C) গিয়াসউদ্দিন বলবন
D) আলাউদ্দিন খলজী

48. কোন নদীর তীরে ‘দশ রাজার যুদ্ধ’ সংঘটিত হয়েছিল?

A) চেনাব
B) বিতস্তা
C) বিপাশা
D) রাভি

49. নিম্নলিখিত কোন্ কালিদাসকৃত রচনাটি কোন নাটক নয়?

A) অভিজ্ঞানশকুন্তলম্
B) মেঘদূতম্
C) মালবিকাগ্নিমিত্রম্
D) বিক্রমোর্বশীয়ম্

50. কোন্ গুপ্ত সম্রাট ‘কবিরাজ’ নামে খ্যাত?

A) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
B) সমুদ্র গুপ্ত
C) স্কন্দগুপ্ত
D) কুমারগুপ্ত


---------------------------------------------------------------------

Ans:

1)C, 2)B, 3)C, 4)C, 5)C, 6)C, 7)B, 8)D, 9)D, 10)C, 11)C, 12)B, 13)B, 14)B, 15)C, 16)D, 17)B, 18)C, 19)D, 20)A, 21)B, 22)C, 23)A, 24)B, 25)D, 26)A, 27)B, 28)C, 29)B, 30)D, 31)B, 32)C, 33)C, 34)A, 35)B, 36)C, 37)A, 38)B, 39)C, 40)B, 41)D, 42)D, 43)C, 44)D, 45)B, 46)B, 47)D, 48)D, 49)B, 50)B



Subscribe YouTube Channel: Click Here

Join Telegram Channel: Click Here

Like Facebook Page: Click Here

Download Pdf: Click Here






Previous
Next Post »

Please do not enter any spam link in the comment box ConversionConversion EmoticonEmoticon