50 History GK Questions and Answers. Indian History GK. Important GK Questions. India GK Quiz.
Most important questions and answers from indian history by All Exam GK Support. Ancient India, Medieval India and Modern India all are important topic of GK Questions. All Exam GK questions in bengali will help you for your competitive exams preparation. Important questions related to Indian history for all type of competitive exam like SSC, CGL, CHSL, PSC, TET, WBCS, RAILWAY, NTPC, GROUP D, POLICE, BANK etc. all you get here.
Q1. ‘জীবনের ঝরাপাতা’ হল একটি-
A) উপন্যাস
B) আত্মজীবনী
C) নাটক
D) রহস্য কাহিনী
Ans: B
Q2. ‘জীবনের ঝরাপাতা’ আত্মজীবনীটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল?
A) প্রবাসী
B) সন্ধ্যা
C) দেশ
D) বামাবোধিনী
Ans: C
Q3. ‘জীবনের ঝরাপাতা’ গ্রন্থটি কার আত্মজীবনী?
A) ভগিনী নিবেদিতা’র
B) সরলা দেবী চৌধুরানি’র
C) প্রীতিলতা ওয়াদ্দেদার’এর
D) অবলা দেবী’র
Ans: B
Q4. বিপিনচন্দ্র পাল রচিত আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম কি?
A) জীবনস্মৃতি
B) বর্তমান ভারত
C) অসমাপ্ত
D) সত্তর বৎসর
Ans: D
Q5. ‘সত্তর বৎসর’ আত্মজীবনীটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল?
A) দেশ
B) প্রবাসী
C) সঞ্জীবনী
D) বিশ্বভারতী
Ans: B
Q6. ‘জীবনস্মৃতি’ কার লেখা আত্মজীবনীর নাম?
A) রাসবিহারী বসু
B) রবীন্দ্রনাথ ঠাকুর
C) রামমোহন রায়
D) সুভাষচন্দ্র বসু
Ans: B
Q7. ‘জীবনস্মৃতি’ প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়?
A) বঙ্গদর্শন পত্রিকায়
B) সোমপ্রকাশ পত্রিকায়
C) প্রবাসী পত্রিকায়
D) বিশ্বভারতী পত্রিকায়
Ans: C
Q8. হিকির বেঙ্গল গেজেট ছিল-
A) দৈনিক পত্রিকা
B) সাপ্তাহিক পত্রিকা
C) মাসিক পত্রিকা
D) পাক্ষিক পত্রিকা
Ans: B
Q9. বেঙ্গল গেজেট প্রকাশিত হয়-
A) 1775 খ্রিস্টাব্দে
B) 1780 খ্রিস্টাব্দে
C) 1785 খ্রিস্টাব্দে
D) 1790 খ্রিস্টাব্দে
Ans: B
Q10. কেশবচন্দ্র সেনকে ব্রম্ভানন্দ উপাধিতে কে ভূষিত করেন?
A) রাজা রামমোহন রায়
B) শিবনাথ শাস্ত্রী
C) দেবেন্দ্রনাথ ঠাকুর
D) আনন্দমোহন বসু
Ans: C
Q11. চাইবাসার যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন?
A) গর্ডন
B) রোগসেস
C) ডালহৌসি
D) ব্রান্ডিস
Ans: B
Q12. ‘নীলদর্পণ’ নাটক প্রকাশিত হয়-
A) কলকাতা থেকে
B) ময়মনসিংহ থেকে
C) বারাসাত থেকে
D) ঢাকা থেকে
Ans: D
Q13. নিম্নলিখিতদের মধ্যে কে পাশ্চাত্যবাদী শিক্ষা বিস্তারে সমর্থক ছিলেন?
A) প্রিন্সেপ
B) রাজা রামমোহন রায়
C) কোল ব্রুক
D) উইলসন
Ans: B
Q14. জমিদার সভার প্রথম সম্পাদক কে ছিলেন?
A) রাধাকান্ত দেব
B) দ্বারকানাথ ঠাকুর
C) প্রসন্নকুমার ঠাকুর
D) রামকমল সেন
Ans: C
Q15. ‘ভারতমাতা’ চিত্রটির নামকরণ করেন কে?
A) রবীন্দ্রনাথ ঠাকুর
B) অবনীন্দ্রনাথ ঠাকুর
C) ভগিনী নিবেদিতা
D) গগনেন্দ্রনাথ ঠাকুর
Ans: C
Q16. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন করার জন্য বালগঙ্গাধর তিলক কে কোন জেলে বন্দি করা হয়?
A) বিহার জেলে
B) নাগপুর জেলে
C) মান্দালয় জেলে
D) মুম্বাই জেলে
Ans: C
Q17. ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম মহিলা এমএ ডিগ্রি লাভ করেন কে?
A) স্বর্ণকুমারী দেবী
B) লীলা রায়
C) সরোজিনী নাইডু
D) সরলাবালা দেবী
Ans: B
Q18. স্বদেশ বান্ধব সমিতি যুক্ত ছিল-
A) আইন অমান্য আন্দোলনে
B) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে
C) অসহযোগ আন্দোলনে
D) ভারতছাড়ো আন্দোলনে
Ans: B
Q19. নরেন্দ্রনাথ ভট্টাচার্য -এর ছদ্মনাম কি ছিল?
A) রফিক
B) পি এন ঠাকুর
C) সি মার্টিন
D) কর্তার সিং
Ans: C
Q20. সিকিম রাজ্যটি কত খ্রিস্টাব্দে ভারতের সঙ্গে যুক্ত হয়?
A) 1875
B) 1878
C) 1880
D) 1882
Ans: A
Q21. ‘হুতোম পেঁচা’ কার ছদ্মনাম ছিল?
A) বলাইচাঁদ মুখোপাধ্যায়
B) কালীপ্রসন্ন সিংহ
C) শিবনাথ শাস্ত্রী
D) রবীন্দ্রনাথ ঠাকুর
Ans: B
Q22. হিন্দু প্যাট্রিয়ট ছিল-
A) ধর্মীয় পত্রিকা
B) শ্রমিকদের পত্রিকা
C) জাতীয়তাবাদী পত্রিকা
D) কৃষকদের পত্রিকা
Ans: C
Q23. বাংলায় সংগঠিত প্রথম আদিবাসী বিদ্রোহ কোনটি?
A) চুয়াড় বিদ্রোহ
B) সাঁওতাল বিদ্রোহ
C) কোল বিদ্রোহ
D) এদের কোনোটিই নয়
Ans: A
Q24. 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ‘প্রথম স্বাধীনতা যুদ্ধ’ কে বলেছেন?
A) রমেশচন্দ্র মজুমদার
B) সুরেন্দ্রনাথ সেন
C) বিনায়ক দামোদর সাভারকর
D) দাদাভাই নওরোজি
Ans: C
Q25. বাংলা ভাষার প্রথম ছাপা বই হল-
A) বর্ণপরিচয়
B) এ গ্রামার অফ্ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ
C) বেঙ্গল সমাচার মতীয়ের
D) অন্নদামঙ্গল
Ans: A
Q26. বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে কারা ক্ষতিগ্রস্থ হয়েছিল?
A) বাংলার কৃষকশ্রেণি
B) মধ্যবিত্ত শ্রেণি
C) জমিদার শ্রেণি
D) ছাত্রসমাজ
Ans: C
Q27. চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠিত হয়-
A) 18 মার্চ 1930 খ্রিস্টাব্দে
B) 18 এপ্রিল 1930 খ্রিস্টাব্দে
C) 18 মার্চ 1931 খ্রিস্টাব্দে
D) 18 এপ্রিল 1932 খ্রিস্টাব্দে
Ans: B
Q28. আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন-
A) কমলাদেবী চট্টোপাধ্যায়
B) কল্পনা দত্ত
C) বেগম রোকেয়া
D) বীণা দাস
Ans: A
Q29. বাংলার প্রথম রাজনৈতিক পত্রিকা কোনটি?
A) সংবাদ প্রভাকর
B) বঙ্গদর্শন
C) সোমপ্রকাশ
D) দিগদর্শন
Ans: C
Q30. সতীদাহ প্রথা রদ হয়েছিল-
A) রেগুলেশন XIV দ্বারা
B) রেগুলেশন XV দ্বারা
C) রেগুলেশন XVI দ্বারা
D) রেগুলেশন XVII দ্বারা
Ans: D
Q31. ‘ফকির অফ্ জঙ্গিরা’ কাব্য গ্রন্থটি কে রচনা করেন?
A) কেশবচন্দ্র সেন
B) বিদ্যাসাগর
C) রামমোহন রায়
D) ডিরোজিও
Ans: D
Q32. গোবর্ধন দিকপতি কোন বিদ্রোহের নেতৃত্ব দেন?
A) কোল
B) সাঁওতাল
C) চুয়াড়
D) মুন্ডা
Ans: C
Q33. ‘মেদিনীপুরের লক্ষীবাঈ’ নামে কে পরিচিত?
A) রানী রাসমণি
B) রানী শিরোমণি
C) রানী দুর্গাবাঈ
D) রানী তারাবাঈ
Ans: B
Q34. এইটিন ফিফটি সেভেন গ্রন্থটি কে লেখেন?
A) রমেশচন্দ্র মজুমদার
B) সুরেন্দ্রনাথ ব্যানার্জি
C) সুরেন্দ্রনাথ সেন
D) রমেশচন্দ্র দত্ত
Ans: C
Q35. দেশকে ‘মা’ বলে বন্দনা করা হয়েছে কোন উপন্যাসে?
A) আনন্দমঠ
B) বর্তমান ভারত
C) গোরা
D) পথের দাবি
Ans: A
Q36. ‘অস্ত্র আইন’ পাস হয় কার আমলে?
A) ওয়ারেন হেস্টিংস
B) লর্ড লিটন
C) লর্ড ওয়েলেসলি
D) লর্ড রিপন
Ans: B
Q37. ‘কলকাতা বিজ্ঞান কলেজ’-এর প্রকৃত প্রতিষ্ঠাতা কে?
A) তারকনাথ পালিত
B) মহেন্দ্রলাল সরকার
C) আশুতোষ মুখার্জী
D) রাসবিহারী ঘোষ
Ans: C
Q38. ‘শিশুর কাছে প্রকৃতিই হল শ্রেষ্ঠ শিক্ষক’-একথা কে বলেন?
A) মহাত্মা গান্ধী
B) বিবেকানন্দ
C) রবীন্দ্রনাথ
D) বিদ্যাসাগর
Ans: C
Q39. কাজী নজরুল ইসলাম কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
A) গণবাণী
B) লাঙ্গল
C) ক্রান্তি
D) সোশ্যালিস্ট
Ans: B
Q40. ‘নিজ খামারে ধান তোলো’- স্লোগানটি ছিল-
A) গুজরাটের কৃষকদের
B) তেলেঙ্গানার কৃষকদের
C) মেদিনীপুরের কৃষকদের
D) ত্রিবাঙ্কুরের কৃষকদের
Ans: C
Q41. ‘অগ্নিযুগের অগ্নিকন্যা’ নামে কে পরিচিত?
A) বেগম রোকেয়া
B) শান্তি দাস
C) কল্পনা দত্ত
D) লীলা রায়
Ans: C
Q42. স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্র সচিব কে ছিলেন?
A) সর্দার প্যাটেল
B) জওহরলাল নেহেরু
C) এস কে দর
D) ভি পি মেনন
Ans: D
Q43. ‘ভারত স্ত্রী মহামন্ডল’ কে প্রতিষ্ঠা করেন?
A) লীলা রায়
B) উর্মিলা দেবী
C) সরলা দেবী চৌধুরানী
D) বাসন্তী দেবী
Ans: C
Q44. অর্ধেক জীবন গ্রন্থটির লেখক কে?
A) সুনীল গঙ্গোপাধ্যায়
B) শঙ্খ ঘোষ
C) অতীন ব্যানার্জি
D) আজিজুল হক
Ans: A
Q45. ভারতের ‘চিপকো আন্দোলন’ ছিল-
A) কৃষি আন্দোলন
B) শ্রমিক আন্দোলন
C) নারী আন্দোলন
D) পরিবেশ আন্দোলন
Ans: D
Q46. ‘নর্মদা বাঁচাও’ আন্দোলনের নেত্রী কে ছিলেন?
A) মেধা পাটেকর
B) অরুন্ধতী রায়
C) মহাশ্বেতা দেবী
D) আশাপূর্ণা দেবী
Ans: A
Q47. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন?
A) লর্ড ক্যানিং
B) উইলিয়াম কোলভিল
C) গুরুদাস বন্দ্যোপাধ্যায়
D) আশুতোষ মুখোপাধ্যায়
Ans: A
Q48. চাইবাসার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
A) ইংরেজ ও ওয়াহাবিদের মধ্যে
B) ইংরেজ ও ফরাজিদের মধ্যে
C) ইংরেজ ও শিখদের মধ্যে
D) ইংরেজ ও কোলদের মধ্যে
Ans: D
Q49. ‘খুতকাঠি প্রথা’র অর্থ কি?
A) ভাগচাষী মালিকানা
B) যৌথ মালিকানা
C) ব্যক্তিগত মালিকানা
D) জমিদারির মালিকানা
Ans: A
Q50. ‘বর্তমান ভারত’ প্রকাশিত হয় কোন পত্রিকায়?
A) উদ্বোধন পত্রিকায়
B) প্রবাসী পত্রিকায়
C) দেশ পত্রিকায়
D) বঙ্গদর্শন পত্রিকায়
Ans: A
Subscribe YouTube Channel: Click Here
Join Telegram Channel: Click Here
Like Facebook Page: Click Here
Download pdf: Click Here
Please do not enter any spam link in the comment box ConversionConversion EmoticonEmoticon