50 History GK Questions and Answers | Modern History GK | Important GK Questions | India GK Quiz #4

50 History GK Questions and Answers. Indian History GK. Important GK Questions. India GK Quiz.

Top 50 History GK Questions
Top 50 History GK Questions

Most important questions and answers from indian history by All Exam GK Support. Ancient India, Medieval India and Modern India all are important topic of GK Questions. All Exam GK questions in bengali will help you for your competitive exams preparation. Important questions related to Indian history for all type of competitive exam like SSC, CGL, CHSL, PSC, TET, WBCS, RAILWAY, NTPC, GROUP D, POLICE, BANK etc. all you get here.


Q1. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?

A) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
B) দীনবন্ধু মিত্র
C) গিরিশচন্দ্র ঘোষ
D) শিশির কুমার ঘোষ

Ans: C

Q2. ‘স্কুল বুক সোসাইটি’র প্রতিষ্ঠাতা কে?

A) রামমোহন রায়
B) রাধাকান্ত দেব
C) ডেভিড হেয়ার
D) ড্রিংকওয়াটার বিটন

Ans: C

Q3. মহাবিদ্রোহের পর ভারতের শাসনভার কে গ্রহণ করেন?

A) লর্ড ক্যানিং
B) মহারানী ভিক্টোরিয়া
C)  লর্ড বেন্টিং
D) লর্ড মাউন্টব্যাটেন

Ans: B

Q4. বিধবা বিবাহ আইন পাস হয় কত খ্রিস্টাব্দে?

A) 1835
B) 1847
C) 1856
D) 1858

Ans: C

Q5. জমিদার সভা কখন প্রতিষ্ঠিত হয়েছিল?

A) 1836 খ্রিস্টাব্দে
B) 1838 খ্রিস্টাব্দে
C) 1840 খ্রিস্টাব্দে
D) 1842 খ্রিস্টাব্দে

Ans: B

Q6. ‘গোরা’ রচনা করেন-

A) অবনীন্দ্রনাথ ঠাকুর
B) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
C) স্বামী বিবেকানন্দ
D) রবীন্দ্রনাথ ঠাকুর

Ans: D

Q7. বারদৌলি সত্যাগ্রহের প্রধান নেতা কে ছিলেন?

A) মানিবেন প্যাটেল
B) বল্লভভাই প্যাটেল
C) লালা লাজপত রায়
D) মিঠুবেন প্যাটেল

Ans: B

Q8. মিরাট ষড়যন্ত্র মামলা কখন শুরু হয়?

A) 1925 খ্রিস্টাব্দে
B) 1927 খ্রিস্টাব্দে
C) 1929 খ্রিস্টাব্দে
D) 1932 খ্রিস্টাব্দে

Ans: C

Q9. ওয়ার্কার্স এন্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল-

A) রাওলাট সত্যাগ্রহে
B) অসহযোগ আন্দোলনে
C) আইন অমান্য আন্দোলনে
D) সাইমন কমিশন বিরোধী আন্দোলনে

Ans: D

Q10. সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম কি ছিল?

A) ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি
B) বেঙ্গল ভলান্টিয়ার্স
C) গদর দল
D) অনুশীলন সমিতি

Ans: A

Q11. ‘নারী কর্মমন্দির’ কে প্রতিষ্ঠা করেছিলেন?

A) বাসন্তী দেবী
B) উর্মিলা দেবী
C) লীলা রায় (নাগ)
D) কল্পনা দত্ত

Ans: B

Q12. ‘উদবাস্তু’ রচনা করেন-

A) প্রফুল্লকুমার চক্রবর্তী
B) হিরন্ময় বন্দ্যোপাধ্যায়
C) সলমন রুশদি
D) ভি পি মেনন

Ans: B

Q13. “ইতিহাস হল অতীত ও বর্তমানের অন্তহীন কথোপকথন”- উক্তিটি করেছেন-

A) এডমন্ড বার্ক
B)  লর্ড অ্যাক্টন
C)  ই এইচ কার
D) অমলেশ ত্রিপাঠী

Ans: C

Q14. ‘খুতকাঠি’ প্রথা হল-

A) খাসজমির মালিকানা
B)  জমিদারি প্রথা
C)  জমির যৌথ মালিকানা
D)  বেগার প্রথা

Ans: C

Q15. সর্বভারতীয় জাতীয় সম্মেলন কখন হয়েছিল?

A) 1880 খ্রিস্টাব্দে
B) 1882 খ্রিস্টাব্দে
C) 1883 খ্রিস্টাব্দে
D) 1884 খ্রিস্টাব্দে

Ans: C

Q16. ফ্লাউড কমিশন কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত?

A) চম্পারন
B) তেভাগা
C) তেলেঙ্গানা
D) মোপলা

Ans: B

Q17. গান্ধীজীর নেতৃত্বে ডান্ডি অভিযান কখন শুরু হয়েছিল?

A) 12 মার্চ 1930 খ্রিস্টাব্দে
B) 15 মার্চ 1931 খ্রিস্টাব্দে
C) 21 মার্চ 1932 খ্রিস্টাব্দে
D) 29 মার্চ 1929 খ্রিস্টাব্দে

Ans: A

Q18. তাম্রলিপ্ত জাতীয় সরকার কোন আন্দোলনের সময় গড়ে ওঠে?

A) অসহযোগ আন্দোলন
B)  আইন অমান্য আন্দোলন
C)  ভারতছাড়ো আন্দোলন
D) নৌ বিদ্রোহের সময়

Ans: C

Q19. ‘The Marginal Men’ গ্রন্থের রচয়িতা হলেন?

A) খুশবন্ত সিং
B) প্রফুল্ল চক্রবর্তী
C) ডঃ বি আর আম্বেদকর
D) ভীষ্ম সাহানি

Ans: B

Q20. অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান গ্রন্থটি কে রচনা করেন?

A) পন্ডিত জওহরলাল নেহেরু
B) নীরদচন্দ্র চৌধুরী
C) মৌলানা আবুল কালাম আজাদ
D) মণিকুন্তলা সেন

Ans: B

50 History GK Questions and Answers | Modern History GK | Important GK Questions | India GK Quiz #4
50 History GK Questions and Answers | Modern History GK | Important GK Questions | India GK Quiz #4


Q21. ভারতে ‘চিপকো আন্দোলন’ ছিল-

A) শ্রমিক আন্দোলন
B) কৃষক আন্দোলন
C) ভাষা আন্দোলন
D) পরিবেশ আন্দোলন

Ans: D

Q22. হুতোম প্যাঁচার নকশা প্রথম প্রকাশিত হয়-

A) 1860 খ্রিস্টাব্দে
B) 1861 খ্রিস্টাব্দে
C) 1862 খ্রিস্টাব্দে
D) 1863 খ্রিস্টাব্দে

Ans: B

Q23. “প্রাচ্যের অক্সফোর্ড” বলা হত কোন কলেজ কে?

A) ফোর্ট উইলিয়াম কলেজকে
B) হিন্দু কলেজকে
C) প্রেসিডেন্সি কলেজকে
D) সংস্কৃত কলেজকে

Ans: A

Q24. চুয়াড় বিদ্রোহ কোথায় সংঘটিত হয়েছিল?

A) মেদিনীপুরে
B)  দার্জিলিংয়ে
C) পশ্চিম দিনাজপুরে
D) মুর্শিদাবাদে

Ans: A

Q25. ‘বাংলার নানাসাহেব’ কাকে বলা হত?

A) হরিশচন্দ্র মুখোপাধ্যায়-কে
B) রামরতন মল্লিক-কে
C) দিগম্বর বিশ্বাস-কে
D) বিরসা মুন্ডা-কে

Ans: B

Q26. ‘খুতকাঠি’ প্রথা প্রচলিত ছিল-

A) মুন্ডা সমাজে
B) চুয়াড় সমাজে
C) সাঁওতাল সমাজে
D) কোল সমাজে

Ans: A

Q27. The war of Indian Independence গ্রন্থটির রচয়িতা হলেন-

A) শশীভূষণ চৌধুরী
B) ডঃ এ মেহতা
C) ভি ডি সাভারকর
D) রমেশচন্দ্র মজুমদার

Ans: D

Q28. ‘ভারতমাতা’ চিত্রটি আঁকেন-

A) রবীন্দ্রনাথ ঠাকুর
B) নন্দলাল বসু
C) অবনীন্দ্রনাথ ঠাকুর
D) গগনেন্দ্রনাথ ঠাকুর

Ans: C

Q29. ‘বাংলার গুটেনবার্গ’ নামে কে পরিচিত?

A) চার্লস উইলকিন্স
B) পঞ্চানন কর্মকার
C) উইলিয়াম কেরি
D) অগাস্টাস হিকি

Ans: A

Q30. বারদৌলি সত্যাগ্রহের নেতা কে ছিলেন?

A) স্বামী বিদ্যানন্দ
B) এন জি রঙ্গ
C) রামকৃষ্ণ
D) বল্লভভাই প্যাটেল

Ans: D

50 History GK Questions and Answers | Modern History GK | Important GK Questions | India GK Quiz #4
50 History GK Questions and Answers | Modern History GK | Important GK Questions | India GK Quiz #4


Q31. ‘একা আন্দোলন’ সংঘটিত হয় কোথায়?

A) বাংলায়
B) উড়িষ্যায়
C) কেরালায়
D) অযোধ্যা প্রদেশে

Ans: D

Q32. ‘দেশপ্রাণ’ আখ্যা কাকে দেওয়া হয়েছিল?

A) বীরেন্দ্রনাথ শাসমলকে
B) চিত্তরঞ্জন দাসকে
C) সুভাষচন্দ্র বসুকে
D) শ্যামাপ্রসাদ মুখার্জীকে

Ans: A

Q33. ‘সখী সমিতি’ প্রতিষ্ঠা কে করেছিলেন?

A) সরলা দেবী চৌধুরানী
B) কুমুদিনী বসু
C) স্বর্ণকুমারী দেবী
D) কাদম্বরী দেবী

Ans: C

Q34. ‘নারী কর্মমন্দির’ প্রতিষ্ঠা কে করেছিলেন?

A) উর্মিলা দেবী
B) বাসন্তী দেবী
C) কল্পনা দত্ত
D) লীলা রায় (নাগ)

Ans: B

Q35. ক্ষুদিরামের ফাঁসি হয়-

A) 1905 খ্রিস্টাব্দে
B) 1906 খ্রিস্টাব্দে
C) 1907 খ্রিস্টাব্দে
D) 1908 খ্রিস্টাব্দে

Ans: D

Q36. গোয়া ভারতের অন্তর্ভুক্ত হয়-

A) 1960 খ্রিস্টাব্দে
B) 1961 খ্রিস্টাব্দে
C) 1962 খ্রিস্টাব্দে
D) 1963 খ্রিস্টাব্দে

Ans: B

Q37. উদবাস্তুদের জীবন সংক্রান্ত মার্জিনাল ম্যান (প্রান্তিক মানব) গ্রন্থটির রচয়িতা হলেন-

A) প্রফুল্লকুমার চক্রবর্তী
B) অমলেশ ত্রিপাঠী
C) জহরলাল নেহেরু
D) রবীন্দ্রনাথ ঠাকুর

Ans: A

Q38. ‘হেয়ার স্কুল’ এর পূর্ব নাম কি ছিল?

A) পটলডাঙা অ্যাকাডেমি
B) নারকেলডাঙা অ্যাকাডেমি
C) উল্টোডাঙা অ্যাকাডেমি
D) ড্রামন্ড অ্যাকাডেমি

Ans: A

Q39. ভারতের প্রথম বিধবা বিবাহের পাত্রী কে ছিলেন?

A) ভবসুন্দরী
B) কালীমতী দেবী
C) সুহাসিনী দেবী
D) কমলা দেবী

Ans: B

Q40. “জমি আল্লাহের দান” কে বলেছিলেন?

A) তিতুমীর
B) হাজী শরীয়তউল্লাহ
C) দুদুমিঞা
D) নোমানিঞা

Ans: C

50 History GK Questions and Answers | Modern History GK | Important GK Questions | India GK Quiz #4
50 History GK Questions and Answers | Modern History GK | Important GK Questions | India GK Quiz #4


Q41. ‘দামিন-ই-কোহ’ কথার অর্থ কি?

A) মরুভূমির প্রান্তদেশ
B) পাহাড়ের প্রান্তদেশ
C) মালভূমির প্রান্তদেশ
D) অট্টালিকার প্রান্তদেশ

Ans: B

Q42. অযোধ্যায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন?

A) কুনওয়ার সিং
B) হজরত মহল
C) বাবা রামচন্দ্র
D) তাঁতিয়া টোপি

Ans: B

Q43. উইলিয়াম কেরি ছিলেন-

A) বিজ্ঞানের শিক্ষক
B) গণিতের শিক্ষক
C) বাংলার শিক্ষক
D)  ইংরেজির শিক্ষক

Ans: C

Q44. ‘ফাদার সি মার্টিন’ ছদ্মনাম গ্রহণ করেছিলেন-

A) সুভাষচন্দ্র বসু
B) নরেন্দ্রনাথ রায়
C) রাসবিহারী বসু
D) মানবেন্দ্রনাথ রায়

Ans: D

Q45. অযোধ্যায় কৃষক আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন?

A) বাবা রামচন্দ্র
B) ভরতচন্দ্র
C) বাবা শিবদাস
D) রাজা হরিশচন্দ্র

Ans: A

Q46. মহর্ষি দাতব্য চিকিৎসালয় স্থাপিত হয়েছিল-

A) শিলাইদহে
B) হুগলিতে
C) কলকাতায়
D) শান্তিনিকেতনে

Ans: D

Q47. বাংলায় ‘মতুয়া’ সংঘের নেতা কে ছিলেন?

A) যোগেন্দ্রনাথ মন্ডল
B) রবীন্দ্রনাথ ঠাকুর
C) প্রমথরঞ্জন ঠাকুর
D) দেবেন্দ্রনাথ ঠাকুর

Ans: C

Q48. স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন?

A) লালবাহাদুর শাস্ত্রী
B) কৃষ্ণ মেনন
C) গুলজারিলাল নন্দ
D) বল্লভভাই প্যাটেল

Ans: D

Q49. ‘কেকের দেশ’ বলা হয় কোন দেশকে?

A) নেদারল্যান্ড-কে
B) স্কটল্যান্ড-কে
C) ইংল্যান্ড-কে
D) আইসল্যান্ড-কে

Ans: B

Q50. ‘মোহিনীঅট্টম’ নাচটি কোন রাজ্যের?

A) অন্ধ্রপ্রদেশের
B) কেরালার
C) তামিলনাড়ু
D) উড়িষ্যার

Ans: B


Subscribe YouTube Channel: Click Here

Join Telegram Channel: Click Here

Like Facebook Page: Click Here

Download pdf: Click Here












Previous
Next Post »

Please do not enter any spam link in the comment box ConversionConversion EmoticonEmoticon