Frequently Asked Simple GK Questions | General Knowledge Questions in Bengali | All Exam GK Support

Frequently Asked Simple GK Questions | General Knowledge Questions in Bengali | All Exam GK Support


Frequently Asked Simple GK Questions | General Knowledge Questions in Bengali | All Exam GK Support
Frequently Asked Simple GK Questions | General Knowledge Questions in Bengali | All Exam GK Support

General Knowledge | GK Questions | Frequently Asked Simple GK in Bengali | All Exam GK Support (Part 2)
In this video you will get important general knowledge questions and answers for competitive exams. All of these gk questions are frequently asked simple gk in bengali. All Exam GK Support collected all questions from karmasangsthan that is very useful for any government exams. All these questions are given from different subjects. Watch the full video. Please subscribe this channel for more related videos.

* জীববিদ্যা *

1. পত্রজ মুকুল কোন উদ্ভিদে দেখা যায়?

Ans: পাথরকুচি গাছে।

2. 'হার্বেরিয়াম' কি?

Ans: শুষ্ক উদ্ভিদের নমুনা সংরক্ষণকারী কেন্দ্র।

3. পত্ররন্ধ্রের দু'পাশের সব কোশের নাম কি?

Ans: রক্ষীকোশ।

4. জীবন সৃষ্টির উল্লেখযোগ্য উপাদান কি?

Ans: নিউক্লিক অ্যাসিড।

5. মানুষের জিভের অগ্রপ্রান্ত কি স্বাদ গ্রহণে সক্ষম?

Ans: মিষ্টি।

Frequently Asked Simple GK Questions | General Knowledge Questions in Bengali | All Exam GK Support
Frequently Asked Simple GK Questions | General Knowledge Questions in Bengali | All Exam GK Support


* পদার্থবিদ্যা *

6. কোন ভারতীয় দার্শনিক পদার্থের ক্ষুদ্রতম কণার নামকরণ করেন 'পরমাণু'।

Ans: কণাদ।

7. অনিয়তাকার কঠিন পদার্থের উদাহরণ দাও?

Ans: কাট, চক, পিচ ইত্যাদি।

8. থার্মোমিটার এর সঙ্গে আর কোন যন্ত্র কাজে লাগিয়ে বায়ুমন্ডলের চাপ জানা যায়?

Ans: হিপসোমিটার।

9. বাড়ির বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার কিভাবে সংযুক্ত থাকে?

Ans: মেনলাইনে শ্রেণী সমবায়ে।

10. বৈদ্যুতিক টানের পরিমাণের একক কি?

Ans: ভোল্ট।

Frequently Asked Simple GK Questions | General Knowledge Questions in Bengali | All Exam GK Support
Frequently Asked Simple GK Questions | General Knowledge Questions in Bengali | All Exam GK Support


* রসায়ন *

11. 'হাইড্রোজেন' শব্দের অর্থ কি?

Ans: জল উৎপাদক।

12. পরীক্ষাগারে বিকারক রূপে কোন লবণ ব্যবহার করা হয়?

Ans: সোডিয়াম কার্বনেট।

13. 'ম্যানোমিটার' কি কাজে ব্যবহৃত হয়?

Ans: গ্যাসের চাপ পরিমাপ করতে।

14. 'হাইড্রোক্লোরিক অ্যাসিড'কে কোন দ্রবণ এর মাধ্যমে সনাক্ত করা হয়?

Ans: সিলভার নাইট্রেট।

Frequently Asked Simple GK Questions | General Knowledge Questions in Bengali | All Exam GK Support
Frequently Asked Simple GK Questions | General Knowledge Questions in Bengali | All Exam GK Support


* ইতিহাস *

15. আকবরের রাজস্বমন্ত্রী কে ছিলেন?

Ans: টোডরমল।

16. ভক্তিধর্মের মূল কথা কি ছিল?

Ans: ঈশ্বরভক্তি, বিশ্বাস ও নামজপ।

17. তৈমুরলং কার আমলে ভারত আক্রমণ করেন?

Ans: নাসিরুদ্দিন।

18. জৈনধর্মের আদিগুরু কে ছিলেন?

Ans: ঋষভনাথ।

19. জয়সূর্যবর্মন কোথায় রাজত্ব করতেন?

Ans: কম্বোজে।

Frequently Asked Simple GK Questions | General Knowledge Questions in Bengali | All Exam GK Support
Frequently Asked Simple GK Questions | General Knowledge Questions in Bengali | All Exam GK Support


* ভারতের স্বাধীনতা সংগ্রাম *

20. 'ইউনিভার্সিটি অ্যাক্ট' কোন ভাইসরয়ের আমলে চালু হয়?

Ans: লর্ড কার্জন।

21. 'হিন্দুস্তান গদর পার্টি'র প্রথম সভাপতি কে?

Ans: সোহান সিং ভাখনা।

22. কবে ব্রিটিশ সরকার জন সাইমনের নেতৃত্বে একটি কমিশন নিয়োগ করে?

Ans: ১৯২৭ খ্রিস্টাব্দে।

23. সুভাষচন্দ্র বসু কত সালে ছদ্মবেশে গৃহত্যাগ করেন?

Ans: ১৯৪১ সালে।

Frequently Asked Simple GK Questions | General Knowledge Questions in Bengali | All Exam GK Support
Frequently Asked Simple GK Questions | General Knowledge Questions in Bengali | All Exam GK Support


* ভারতের ভূগোল *

24. গুজরাটের তৈল শোধনাগার কোনটি?

Ans: কয়ালি।

25. লৌহ আকরিক উত্তোলনে ভারতের কোন্ রাজ্য প্রথম?

Ans: ছত্রিশগড়।

26. ত্রিপুরার একটি তৈলক্ষেত্রের নাম কি?

Ans: বড়মুড়া।

27. ভারতের কোন নদীর চর পৃথিবীর সর্ববৃহৎ?

Ans: ব্রহ্মপুত্র নদীর চর।

28. 'বুন্দেলখন্ড' ও 'বাঘেলখন্ড' কি জাতীয় মালভূমি?

Ans: ক্ষয়ীভূত ব্যবচ্ছিন্ন।

Frequently Asked Simple GK Questions | General Knowledge Questions in Bengali | All Exam GK Support
Frequently Asked Simple GK Questions | General Knowledge Questions in Bengali | All Exam GK Support


* আন্তর্জাতিক ভূগোল *

29. 'আন্তর্জাতিক নদী গবেষণাগার' কোন দেশে আছে?

Ans: ফিলিপিন্সে।

30. 'নায়াগ্রা জলপ্রপাত'এর কাছে অবস্থিত ব্রিজটির নাম কি?

Ans: রেনকো ব্রিজ।

31. চীনসাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাতের নাম কি?

Ans: টাইফুন।

32. নীলনদের উৎপত্তিস্থল কোথায়?

Ans: ভিক্টোরিয়া হ্রদ।

33. মালয়েশিয়ার প্রধান খনিজ দ্রব্য কি?

Ans: টিন।

Frequently Asked Simple GK Questions | General Knowledge Questions in Bengali | All Exam GK Support
Frequently Asked Simple GK Questions | General Knowledge Questions in Bengali | All Exam GK Support


* রাষ্ট্রনীতি *

34. কোন নির্বাচনে প্রথমবার 'নোটা' প্রথা ব্যবহার করা হয়?

Ans: ২০১৪ লোকসভা নির্বাচনে।

35. 'মিড টার্ম ইলেকশন' কখন হয়?

Ans: ৫ বছরের আগে লোকসভা বা, বিধানসভা ভেঙে গেলে।

36. রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান?

Ans: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।

37. কোন পরিকল্পনা অনুসারে সংবিধান সভা স্থাপন করা যায়?

Ans: ক্যাবিনেট মিশন পরিকল্পনা।

38. ভারতের কোন রাজ্যে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি করা হয়?

Ans: পাঞ্জাব।


Subscribe YouTube Channel: Click Here

Join Telegram Channel: Click Here

Like Facebook Page: Click Here

Download Pdf: Click Here







Previous
Next Post »

Please do not enter any spam link in the comment box ConversionConversion EmoticonEmoticon