Current Affairs May 2020 | May Current Affairs in Bengali | Important Current Affairs 2020

Current Affairs May 2020 | May Current Affairs in Bengali | Important Current Affairs 2020.

Current Affairs May 2020
Current Affairs May 2020

Most important current affairs may 2020 by All Exam GK Support is very important for competitive exams. Current Affairs 2020 is very important topic for all exams. We cover different topics of current affairs. Watch the full video. Subscribe this channel for more videos.

Watch Video on YouTube: Click Here

Q1. 2020 সালে ‘রাষ্ট্রসংঘ’ এর তরফ থেকে প্রকাশিত অষ্টম ‘বিশ্ব সুখ সূচক’ এ ভারতের স্থান কত ?

Ans:- 144
(156 টি দেশের মধ্যে এই সূচকে প্রথম স্থান অধিকার করেছে ফিনল্যান্ড। সর্বনিম্ন স্থানে রয়েছে আফগানিস্তান।)

Q2. সম্প্রতি ব্যাঙ্গালুরুতে একটি পাইলট শপিং উৎসব’এর প্রস্তাব দিলেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি জুবিন ইরানি। কত সালে এই উৎসবের আয়োজন করা হবে ?

Ans:- 2020 – 2021 সালে।

Q3. ভারতের কোন শহর সম্প্রতি আইনজীবীদের জন্য ‘চিফ মিনিস্টার্স এডভোকেট ওয়েলফেয়ার স্কিম’ চালু করল ?

Ans:- দিল্লি।
(যেসব উকিল দিল্লিতে অনুশীলন করছেন ও দিল্লি বার কাউন্সিলে নিবন্ধিত আছেন, তারা এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন।)

Q4. ‘পাবলিক রিলেশন কাউন্সিল অফ ইন্ডিয়া’ (PRCI) আয়োজিত কর্পোরেট লিডারশিপ অফ দ্যা ইয়ার বিভাগে কে সম্প্রতি ‘চাণক্য পুরস্কার 2020’ পেলেন ?

Ans:- ডব্লু.বি.পি.ডি.সি.এল এর চেয়ারম্যান এন্ড ম্যানেজিং ডিরেক্টর পি.বি.সালিম।

Q5. সম্প্রতি ভারতের প্রথম আন্তঃনগর বৈদ্যুতিক বাস উদ্বোধন করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও জনপথ মন্ত্রী নীতিন গড়করি। কোন 2 শহরের মধ্যে এটি চালু হয়েছে?

Ans:- মুম্বাই ও পুনে।
(43 টি আসন ক্ষমতা সম্পন্ন এই বিলাসবহুল বৈদ্যুতিন বাসটি ‘মিত্র মোবিলিটি সলিউশন’ এর মাধ্যমে তৈরি হয়েছে।)

Q6. ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি, রাজ্য সরকার চাকরিতে এসসি/এসটি কর্মচারীদের পদোন্নতির ক্ষেত্রে সংরক্ষণ উঠিয়ে দিল?

Ans:- উত্তরাখণ্ড সরকার।

Q7. জোরহাট সায়েন্স সেন্টার এন্ড প্লানেটরিয়ামে কে সম্প্রতি ‘মোঘাই ওঝা পুরস্কার’ পেলেন?

Ans:- বিশিষ্ট গবেষক ও লেখক ডঃ পরমানন্দ মজুমদার।
(জনস্বার্থ ও সমাজের উন্নতির সব বিষয় উত্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি।)

Q8. মধ্যপ্রদেশের মুখ্যসচিব এখন কে?

Ans:- এম গোপাল রেড্ডি।

Q9. ইরাকের প্রধানমন্ত্রী পদে কে মনোনিত হলেন?

Ans:- আদনান অল জুরফি।

Q10. করণা ভাইরাসের কারণে, কোন দেশ সম্প্রতি বিশ্বের প্রথম দেশ হিসাবে আর্থিক বাজার বন্ধ করল?

Ans:- ফিলিপিনস। 
(17 মার্চ থেকে স্থানীয় স্টক এক্সচেঞ্জ বাণিজ্য স্থগিত করা হয়েছে।)



Q11. জম্মু-কাশ্মীরের প্রধান নির্বাচনী অফিসার এখন কে?

Ans:- হির্দেশ কুমার।

Q12. 2020 সালে সংগীত ক্ষেত্রে, গুগলে সর্বাধিক সন্ধান করা মহিলা হিসাবে চিহ্নিত হলেন কে?

Ans:- গায়িকা টেলর সুইফট।

Q13. COVID-19’এর বিস্তার ঠেকানোর লক্ষ্যে ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি ‘নমস্তে ওভার হ্যান্ডসেক‘ প্রচার চালু করল?

Ans:- কর্ণাটক সরকার।
(এই প্রচার এর আওতায়, সরকার, জনগণকে একে অন্যের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছে।)

Q14. ভয়ঙ্কর করোনা ভাইরাস এর হাত থেকে চিকিৎসক ও নার্সিং কর্মীদের রক্ষা করার জন্য, কোন সরকারি হাস্পাতালে কোভিড-19 রোগীদের সেবা দেওয়ার জন্য হিউম্যানয়েড রোবট ব্যবহার করা হচ্ছে?

Ans:- জয়পুরের সাওয়াই মান সিং (এসএমএস) সরকারি হাসপাতালে।

Q15. মহারাষ্ট্রের কোন 2 শহরের মধ্যে সম্প্রতি, ‘রোপাক্স’ নামে যাত্রী ফেরি পরিষেবা উদ্বোধন করলেন কেন্দ্রীয় নৌপরিবহন প্রতিমন্ত্রী মনসুখ মান্ডভিয়া?

Ans:- মুম্বাই ও মান্ডওয়ার মধ্যে।
(‘রোপাক্স’ পরিষেবাটি ইন্টার্ন ওয়াটারফ্রন্ট ডেভেলপমেন্ট‘এর অধীনে একটি জল পরিবহন পরিষেবা।)

Q16. ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস’ কবে পালিত হয়?

Ans:- 2 এপ্রিল।
(এবছরের থিম, ‘দ্য ট্রানজিশন টু অ্যাডাল্টহুড’।)

Q17. ‘আন্তর্জাতিক শিশুদের বই দিবস’ কবে পালিত হয়?

Ans:- 2 এপ্রিল।
(এবছরের থিম ‘হাঙ্গার ফর ওয়ার্ডস’।)

Q18. ‘ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম ডে’ কবে পালিত হয়?

Ans:- 21 মার্চ।
(এবছরের থিম ‘উই ডিসাইডেড’।)

Q19. ‘বিশ্ব থিয়েটার দিবস’ কবে পালিত হয়?

Ans:- 27 মার্চ।

Q20. ‘বিশ্ব কিডনি দিবস’ কবে পালিত হয়?

Ans:- 12 মার্চ।
(এবছরের থিম ‘কিডনি হেলথ ফর এভরিওয়ান এভরিহোয়্যার – ফ্রম্ প্রিভেনশন টু ডিটেকশন অ্যান্ড ইক্যুইটেবল অ্যাকসেস টু কেয়ার’।)

Q21. ‘বিশ্ব জল দিবস’ কবে পালিত হয়?

Ans:- 22 মার্চ।
(এবছরের থিম ‘ওয়াটার অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ’।)

Q22. ‘বিশ্ব যক্ষা দিবস’ কবে পালিত হয়?

Ans:- 24 মার্চ।
(এবছরের থিম ‘ইটস টাইম’।)

Q23. ‘বিহার দিবস’ কবে পালিত হয়?

Ans:- 22 মার্চ।
(এই দিনটির উদ্দেশ্যে, স্বাধীনতা উদযাপন ও বিহারের সুন্দর ভূমির প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করা।)

Q24. ‘গ্লোবাল রিসাইক্লিং ডে’ কবে পালিত হয়?

Ans:- 18 মার্চ।
(এবছরের থিম ‘রিসাইক্লিং হিরোজ’।)

Q25. ‘বিশ্ব চডাই দিবস’ কবে পালিত হয়?

Ans:- 20 মার্চ।

Q26. ‘বিশ্ব ব্যাঙ দিবস’ কবে পালিত হয়?

Ans:- 20 মার্চ।

Q27. হরিয়ানার কুরুক্ষেত্র জেলার ‘আমিন’ গ্রামের নাম পরিবর্তন করে কি নাম রাখা হয়েছে?

Ans:- অভিমন্যপুর।

Q28. ‘বিশ্ব ঐতিহ্য দিবস’ কবে পালিত হয়?

Ans:- 18 এপ্রিল।
(এবছরের থিম ‘শেয়ারড কালচার, শেয়ারড হেরিটেজ অ্যাড শেয়ারড রেসপন্সিবিলিটি’।)

Q29. ‘বিশ্ব হিমোফিলিয়া দিবস’ কবে পালিত হয়?

Ans:- 17 এপ্রিল।
(এবছরের থিম ‘গেট + ইনভলভড’।)

Q30. হুয়েই টেলিকমিউনিকেশন ইন্ডিয়া’র চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?

Ans:- ডেভিড লি।



Q31. কোন সংস্থা সম্প্রতি ‘মিশন অন্ন সেবা’ নামে বৃহত্তম খাবার বিতরণ কর্মসূচি চালু করল?

Ans:- রিলায়েন্স ফাউন্ডেশন।
(এর মধ্যে 16 টি রাজ্য ও 1 কেন্দ্রশাসিত অঞ্চলে 2 কোটিরও বেশি খাবার বিতরণ করা হয়েছে।)

Q32. 2020 সালে কে ‘উয়িলিয়াম ই কোলবে মিলিটারি রাইটার্স’ পুরস্কার পেলেন?

Ans:- অ্যাডাম হিগ্গিনবোটহ্যাম।
(‘Midnight in Chernobyl : The Untold Story of the World’s Greatest Nuclear Disaster’ বইটির জন্য।

Q33. 2020 সালের 21 এপ্রিল মারা গেলেন লাইসেনিয়া কোয়ারাসে (79 বছর)। তিনি কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন?

Ans:- ফিজি।

Q34. ভারতের প্রথম করোনা মুক্ত রাজ্য কোনটি?

Ans:- গোয়া।

Q35. কোভিড-19’এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য, ভারতের কোন রাজ্য সরকার ‘আয়ু এন্ড সেহত সাথী’ অ্যাপ চালু করল?

Ans:- রাজস্থান সরকার।
(এই অ্যাপটি কোভিড-19’এর কারণে লকডাউন চলার সময় অনলাইনে ডাক্তারের সঙ্গে পরামর্শ ও ওষুধ অর্ডার দেওয়ার জন্য রাজ্যের লোকেদের সহায়তা করবে।)

Q36. কে সম্প্রতি ‘ন্যাশনাল লিস্ট অফ ইন্টানজিবল কালচারাল হেরিটেজ’ (ICH) ইন্ডিয়া চালু করলেন?

Ans:- কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল।

Q37. বিএমডব্লু ইন্ডিয়া’র প্রথম ভারতীয় প্রেসিডেন্ট ও চিফ এক্সিকিউটিভ অফিসার সম্প্রতি মারা গেলেন। তাঁর নাম কি?

Ans:- রুদ্রতেজ সিং (46 বছর)।

Q38. ‘বোম্বে হাই কোর্ট’এর প্রধান বিচারপতি হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?

Ans:- দীপঙ্কর দত্ত।

Q39. ‘মেঘালয় হাই কোর্ট’এর প্রধান বিচারপতি হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?

Ans:- বিশ্বনাথ সমাদ্দার।

Q40. ‘ওড়িশা হাই কোর্ট’এর প্রধান বিচারপতি হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?

Ans:- মহম্মদ রফিক।

Q41. ‘কোভিড-19’ লক্ষণ গুলির দ্রুত তদন্তের জন্য, কেরলের কোন জেলা প্রশাসন সম্প্রতি ‘Tiranga’ (টোটাল ইন্ডিয়া রিমোট এনালাইসিস নিরোগ অভিযান) নামে যান চালু করল?

Ans:- পাথানামথিট্টা জেলা প্রশাসন।

Q42. ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সচিব পদে কে সম্প্রতি মনোনীত হলেন?

Ans:- কপিল দেব ত্রিপাঠি।

Q43. মানব হস্তক্ষেপ ছাড়াই কোভিড-19 রোগীদের আইসোলেশন ওয়ার্ডে ওষুধ ও খাবার সরবরাহের জন্য, পাঞ্জাবের রূপনগর জেলার ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি’ (IIT) রোপারের একদল গবেষক সম্প্রতি একটি স্ব-শাসিত রোবট করলেন। রোবটটির নাম কি?

Ans:- WardBot.

Q44. কে সম্প্রতি, ‘সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনার’ (CVC) হিসাবে শপথ নিয়েছেন?

Ans:- সঞ্জয় কোঠারি।

Q45. করোনা ভাইরাসের কারণে লকডাউন চলার সময় রাজ্যের জনগণকে ফলমূল ও শাকসব্জি হোম ডেলিভারি দিতে, ভারতের কোন রাজ্য সরকার, ‘Cghaat’ নামে একটি অনলাইন পোর্টাল চালু করেছে?

Ans:- ছত্রিশগড়।

Q46. ‘পার্টনার 2019 ডিজিটাল ওয়ার্কপ্লেস সার্ভে’ অনুসারে, বিশ্বের মধ্যে সবথেকে বেশি দক্ষতাশীল দেশ কোনটি?

Ans:- ভারত।
(দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্র।)

Q47. জলে ভারী ধাতব আয়ন গুলি সনাক্ত করতে, কোন সংস্থা সম্প্রতি একটি কম্প্যাক্ট সলিড টেস্ট সেন্সর তৈরি করল?

Ans:- ‘সেন্টার ফর ন্যানো এন্ড সফট ম্যাটার সাইন্স’ (CeNS)।

Q48. ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি বৈদুতিন বিন্যাসে কমিক পাঠ্যপুস্তক চালু করল?

Ans:- মণিপুর সরকার।
(এই কমিক পাঠ্যপুস্তক পাওয়া যাবে এই ওয়েবসাইটে www.manipureducation.gov.in)

Q49. ভারতের একমাত্র করোনাহীন রাজ্য কোনটি?

Ans:- সিকিম।

Q50. হাওড়া-রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনের নাম বদল করে নতুন নাম কি রাখা হল?

Ans:- কুলিক এক্সপ্রেস।


Q51. সম্প্রতি দেশের প্রথম সামরিক উপগ্রহকে সফলভাবে কক্ষপথে স্থাপন করল ইরান। উপগ্রহটির নাম কি?

Ans:- নূর।

Q52. 2020 সালের 25 এপ্রিল, কক্ষপথে 30 তম বছর পূর্ণ করল ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন’এর (NASA) হাবল স্পেস টেলিস্কোপ। এটি কবে কক্ষপথে স্থাপন করা হয়েছিল?

Ans:- 1990 সালের 25 এপ্রিল।

Q53. কোন সংস্থা সম্প্রতি 'ই-কার্যালয়’ নামে একটি ই-অফিস এপ্লিকেশন চালু করেছে?

Ans:- ‘সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স’ (CISF)।

Q54. ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি রাজ্যের সব মহিলা স্বনির্ভর গোষ্ঠীর (SHGs) জন্য, ‘ওয়াইএসআর জিরো ইন্টারেস্ট লোন’ প্রকল্পটি আবার চালু করল?

Ans:- অন্ধ্রপ্রদেশ।
(2011 সালে প্রথমবার এই প্রকল্পটি চালু করেছিলেন রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী এন. কিরন কুমার রেড্ডি। 2016-17 সালে প্রকল্পটি বন্ধ হয়ে গিয়েছিল।)

Q55. ভার্চুয়াল আদালতের একটি সফটওয়্যার ভিত্তিক আভ্যন্তরীণ সুবিধা দেওয়া ভারতের প্রথম রাজ্য কোনটি?

Ans:- উত্তর প্রদেশ।

Q56. কোন সংস্থা সম্প্রতি ‘এডুকেশন ফর জাস্টিস’ উদ্যোগের অধীনে ভারতে একটি ‘লকডাউন লার্নার্স’ সিরিজ চালু করেছে?

Ans:- ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইমস’ (এটি ভারতে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে অনলাইনে মত বিনিময় করবে।)

Q57. কোভিড-19 রোগীদের চিকিৎসার জন্য, সম্প্রতি উচ্চচাপের ভেন্টিলেটর তৈরি করল ‘ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন’ (NASA)। এটির নাম কি?

Ans:- VITAL
(ভেন্টিলেটর ইন্টারভেনশন টেকনোলজি অ্যাকসেসেবল লোকালি।)

Q58. ‘কোভিড-19’ সংক্রান্ত বৈজ্ঞানিক গবেষণার জন্য বিজ্ঞানীদের সহায়তা করতে, কোন সংস্থা সম্প্রতি ‘ভিলোকানা’ নামে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক সার্চ ইঞ্জিন তৈরি করল?

Ans:- ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ  ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট – কেরল’ 
(যার সংস্কৃত অর্থ ‘সন্ধান করা’। ওয়েবসাইটটি হল www.vilokana.in)

Q59. লকডাউনের সময় রোগীদের বাড়িতে ওষুধ সরবরাহের জন্য ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি ‘ধন্বন্তরী’ প্রকল্প চালু করল?

Ans:- অসম সরকার।

Q60. করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের খাবার ও ওষুধ সরবরাহের জন্য রোবট মোতায়েন করেছে কেরলে এর্নাকুলামের সরকারি হাসপাতাল। রোবটটির নাম কি?

Ans:- 'KARMI-Bot’.

Q61. মহিলাদের জন্য গৃহভিত্তিক কর্মসংস্থান সরবরাহ করার লক্ষ্যে, ভারতের কোন রাজ্য সরকার ‘জীবন শক্তি যোজনা’ চালু করেছে?

Ans:- মধ্যপ্রদেশ।
(এই প্রকল্পের আওতায়, শহরাঞ্চলে মহিলারা ঘরে বসে মাক্স তৈরি করে উপার্জন করতে পারবেন।)

Q62. 100% প্লান্ট লোড ফ্যাক্টর (PLF) অর্জনের জন্য, কোন সংস্থা সম্প্রতি ভারতের বৃহত্তম বিদ্যুৎকেন্দ্রে পরিণত হল?

Ans:- এনটিপিসি বিন্ধ্যাচল।
(100% পিএলএফ’এর অর্থ হল, বিদ্যুৎ কেন্দ্রটি একটি নির্দিষ্ট সময়ে 3760 মেগাওয়াট সম্পূর্ণ ক্ষমতা সম্পন্ন হয়েছিল।)

Q63. কোন দেশ সম্প্রতি ‘কোভিডসেফ’ নামে করোনা ভাইরাস ট্রাকিং অ্যাপ চালু করল?

Ans:- অস্ট্রেলিয়া সরকার।

Q64. ‘পিটার্সবার্গ ক্লাইমেট ডায়ালোগ’এর একাদশ অধিবেশনে কে ভারতের প্রতিনিধিত্ব করেছেন?

Ans:- কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী প্রকাশ জাভরেকর।

Q65. ভারতের প্রথম কোন সরকারি হাসপাতালে সম্প্রতি সফলভাবে কোভিড-19 প্লাজমা থেরাপি চিকিৎসা চালু হল?

Ans:- লখনৌয়ের ‘কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটি’।

Q66. ‘পদ্মশ্রী’ পুরস্কারপ্রাপ্ত বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান (53 বছর) কবে মারা যান?

Ans:- 2020 সালের 29 এপ্রিল।

Q67. কে সম্প্রতি রাষ্ট্রসঙ্ঘে, ভারতের পরবর্তী স্থায়ী প্রতিনিধি হিসাবে মনোনীত হলেন?

Ans:- টি এস তারুমূর্তি।

Q68. কোন সংস্থা সম্প্রতি, ‘হসপিটাল কেয়ার অ্যাসিস্টিভ রোবটিক ডিভাইস’ (H-CARD) নামে একটি স্বল্পমূল্যের রোবটিক ডিভাইস তৈরি করল?

Ans:- দুর্গাপুরের সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট (CMERI)।

Q69. কোন সংস্থা সম্প্রতি, ‘PRACHITI’ (প্রোডাকশন এন্ড অ্যাসেসমেন্ট অফ করোনা ইনফেকশনস এন্ড ট্রান্সমিশন ইন ইন্ডিয়া) নামে ওয়েবভিত্তিক কোভিড-19 ড্যাশবোর্ড তৈরি করেছে?

Ans:- আই.আই.টি-দিল্লি।

Q70. ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি ‘জগন্না বিদ্যা দেভেনা’ প্রকল্প চালু করেছে?

Ans:- অন্ধ্রপ্রদেশ।



Q71. পাকিস্তানের ইতিহাসে এই প্রথম কোনো হিন্দু যুবক সে দেশের বায়ুসেনায় কাজের সুযোগ পেলেন?

Ans:- রাহুল দেব।
(এই হিন্দু নাগরিক জেনারেল ডিউটি পাইলট অফিসার পদে যোগ দিয়েছেন।)

Q72. কে সম্প্রতি 3 বছরের জন্য পাবলিক এন্টারপ্রাইজেস সিলেকশন বোর্ড’এর (PESB) চেয়ারপার্সন হিসাবে মনোনীত হলেন?

Ans:- প্রাক্তন অর্থ সচিব রাজীব কুমার।

Q73. কাতারে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত কে?

Ans:- দীপক মিত্তল।

Q74. প্রখ্যাত বলিউড অভিনেতা ঋষি কাপুর (67 বছর) কবে মারা যান?

Ans:- 2020 সালের 30 এপ্রিল।

Q75. কোভিড-19 রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি ‘জীবন অমৃত যোজনা’ চালু করেছে?

Ans:- মধ্যপ্রদেশ।
(এই যোজনার আওতায়, রাজ্য সরকার ‘ত্রিকুট চূর্ণ’ নামে একটি আয়ুর্বেদিক পণ্য বিনামূল্যে বিতরণ করবে।)

Q76. জাপান সরকারের তরফ থেকে কে ‘অর্ডার অফ রাইজিং সান’ পাচ্ছেন?

Ans:- মনিপুরি চিকিৎসক ও মনিপুর ট্যুরিজম ফোরাম’এর প্রতিষ্ঠাতা থাংজাম ধবলি সিং।
(ভারত ও জাপানের মধ্যে ভালো বোঝাপড়া ও দুই দেশের সম্পর্ক কে আরো গভীর করার জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া হচ্ছে।

Q77. কোভিড-19 মহামারীর কারণে দেশব্যাপী লকডাউনের মধ্যে ‘মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট’এর (MGNREGA) অধীনে কর্মস্থানের ক্ষেত্রে ভারতের সব রাজ্যের মধ্যে শীর্ষস্থান পেল কোন রাজ্য?

Ans:- ছত্রিশগড়।

Q78. সম্প্রতি ‘জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস’ (GI) তকমা পেল মনিপুরের কালো চাল। এটি কি নামে পরিচিত?

Ans:- চক-হাও।
(এর পাশাপাশি জিআই তকমা পেল উত্তরপ্রদেশের গোরখপুরের পোড়ামাটির কাজ ও তামিলনাড়ুর গুড়, বাদাম, মিষ্টি – কোভিলপাত্তি, কাদালাই, মিত্তাই।)

Q79. কোন বিনোদনমূলক অনুষ্ঠান সম্প্রতি বিশ্বব্যাপী সর্বাধিক দেখা বিনোদন অনুষ্ঠান হিসাবে বিশ্বনজির গড়লো?

Ans:- 1980’র দর্শকের ভারতের মহাকাব্যিক পৌরাণিক কাহিনী ‘রামায়ণ’।
(2020 সালের 16 এপ্রিলের হিসাবে এই পৌরাণিক শো’টি সারা বিশ্বজুড়ে 7.7 কোটি দর্শক দেখেছেন।)

Q80. কে সম্প্রতি কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের সচিব হিসাবে দায়িত্ব নিলেন?

Ans:- গিরিধর আরামানে।

Q81. কে সম্প্রতি, ‘আমেরিকান অ্যাকাডেমি অফ আর্টস অ্যান্ড সায়েন্সেস’এর আন্তর্জাতিক সম্মানসূচক সদস্য নির্বাচিত হলেন?

Ans:- জওহরলাল নেহেরু সেন্টার ফর অ্যাডভান্সড সাইন্টিফিক রিসার্চ’এর (JNCASR) তাত্ত্বিক বিজ্ঞান ইউনিট’এর (TSU) অধ্যাপিকা শোভনা নরসিমহান।
(বিজ্ঞানের ক্ষেত্রে বিশিষ্ট কাজের জন্য এই সম্মান পেলেন তিনি।)

Q82. কোভিড-19 রোগ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে, কে সম্প্রতি ‘COVID Katha’ মাল্টিমিডিয়া গাইড বই চালু করলেন?

Ans:- কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড: হর্ষবর্ধন।

Q83. এই প্রথমবারের মতো মঙ্গলগ্রহে হেলিকপ্টার চালানোর চেষ্টা করতে চলেছে ‘নাসা’। হেলিকপ্টারটির নামকরণ করেছে কে?

Ans:- 17 বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত ছাত্রী বানীজা রুপানি। নামটি হল ‘ingenuity’. যার অর্থ ‘উদ্ভাবনী দক্ষতা’।

Q84. করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার রাজ্যের অর্থনীতিকে ফের চাঙ্গা করতে, ভারতের কোন রাজ্য সরকার ‘মুখ্যমন্ত্রী শহরি রোজকার গ্যারান্টি যোজনা’ চালু করবে?

Ans:- হিমাচল প্রদেশ সরকার।

Q85. কোন সংস্থা সম্প্রতি, ‘I For India’ কনসার্টের জন্য বলিউডের অংশীদার হল?

Ans:- ফেসবুক।
(এই তহবিল সংগ্রহকারী কনসার্ট থেকে 100% উপার্জন ‘GiveIndia’র মাধ্যমে পরিচালিত কোভিড রেসপন্স ফান্ডে যাবে।)

Q86. রাজ্যের জনগণকে স্বাস্থ্য প্রতিকার পেতে সহায়তা করতে, ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি ‘আয়ুশ কবচ – কোভিড’ অ্যাপ চালু করল?

Ans:- উত্তর প্রদেশ সরকার।

Q87. সুমেরু অঞ্চলের জলবায়ু ও পরিবেশ পর্যবেক্ষণের জন্য, কোন দেশ 2020 সালের শেষে প্রথম ‘Arctica-M’ নামে উপগ্রহ উৎক্ষেপণের পরিকল্পনা নিলো?

Ans:- রাশিয়া।

Q88. রোনাল্ড ভিভিয়ান স্মিথ (81 বছর), যিনি সম্প্রতি মারা গেলেন, তিনি কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন?

Ans:- ঐতিহাসিক।

Q89. ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে’ কবে পালিত হয়?

Ans:- 3 মে।

Q90. 2020 সালে ‘বিশ্ব হাঁপানি দিবস’ কবে পালিত হয়?

Ans:- 5 মে।
(এবছরের থিম ‘এনাফ অ্যাজমা ডেথস’।)


Q91. ‘বিশ্ব হ্যান্ড হাইজিন ডে’ কবে পালিত হয়?

Ans:- 5 মে।
(এবছরের থিম ‘সেভ লাইভস : ক্লিন ইওর হ্যান্ডস’।)

Q92. কে সম্প্রতি ‘আয়ুশ সঞ্জীবনী অ্যাপ’ চালু করলেন?

Ans:- কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী ড: হর্ষ বর্ধন।

Q93. 2020 সালে কবে ‘বিশ্ব অ্যাথলেটিক্স দিবস’ পালিত হয়েছে?

Ans:- 7 মে।

Q94. ‘Vijyant at kargil : The Life of a Kargil Hero’ বইটির লেখক কারা?

Ans:- ভিএন থাপার ও নেহা দ্বিবেদী।

Q95. ‘জাতীয় প্রযুক্তি দিবস’ কবে পালিত হয়?

Ans:- 11 মে।

Q96. ‘বিশ্ব অভিবাসী পাখি দিবস’ কবে পালিত হয়?

Ans:- 9 মে।
(এবছরের থিম ‘বার্ডস কানেক্ট আওয়ার ওয়ার্ল্ড’।)

Q97. ‘বিশ্ব থ্যালাসেমিয়া দিবস’ কবে পালিত হয়?

Ans:- 8 মে।
(এবছরের থিম ‘দ্য ডাউনিং অফ এ নিউ এরা ফর থ্যালাসেমিয়া : টাইম ফর এ গ্লোবাল এফোর্ট টু মেক নভেল থেরাপিস অ্যাকসেসিবল অ্যান্ড অ্যাফোর্ডেবল টু পেশেন্টস’।)

Q98. ‘আন্তর্জাতিক নার্স দিবস’ কবে পালিত হয়?

Ans:- 12 মে।
(এবছরের থিম ‘নার্সেস : এ ভয়েস টু লিড – নার্সিং দ্য ওয়ার্ল্ড টু হেলথ’।)

Q99. 2020 সালে কে ‘ইয়ং ক্যারিয়ার অ্যাওয়ার্ড ইন ন্যানো সায়েন্স এন্ড টেকনোলজি’ পেলেন?

Ans:- আইআইটি বোম্বের অধ্যাপক সৌরভ লোধা।

Q100. কোন সংস্থা সম্প্রতি মহারাষ্ট্রের মুম্বাই শহরে ‘কোভিড-19 স্টেট বাস’ চালু করল?

Ans:- ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT) অ্যালুমনি কাউন্সিল।


Subscribe YouTube Channel: Click Here

Join Telegram Channel: Click Here

Like Facebook Page: Click Here

Download pdf: Click Here






Previous
Next Post »

Please do not enter any spam link in the comment box ConversionConversion EmoticonEmoticon