50 History GK Questions and Answers | Indian History GK | Important GK Questions | India GK Quiz

50 History GK Questions and Answers. Indian History GK. Important GK Questions. India GK Quiz.

50 GK Questions and Answers
50 GK Questions and Answers

Most important questions and answers from indian history by All Exam GK Support. Ancient India, Medieval India and Modern India all are important topic of GK Questions. All Exam GK questions in bengali will help you for your competitive exams preparation. Important questions related to Indian history for all type of competitive exam like SSC, CGL, CHSL, PSC, TET, WBCS, RAILWAY, NTPC, GROUP D, POLICE, BANK etc. all you get here.


Q1. সাইলেন্ট স্প্রিং (“Silent Spring”) গ্রন্থটির রচয়িতা কে ?

A) চার্লস টি লি
B) রিচার্ড গ্রোভ
C) ক্ল্যারেন্স গ্ল্যাকেন
D) রাচেল কারসন।

Ans: D

Q2. ‘বঙ্গদর্শন’ প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে ?

A) 1818 খ্রিস্টাব্দে
B) 1858 খ্রিস্টাব্দে
C) 1872 খ্রিস্টাব্দে
D) 1875 খ্রিস্টাব্দে

Ans: C

Q3. ‘বামাবোধিনী’ পত্রিকার সম্পাদক ছিলেন কে ?

A) দ্বারকনাথ বিদ্যাভূষণ
B) উমেশচন্দ্র দত্ত
C) কৃষ্ণচন্দ্র মজুমদার
D) শিশির কুমার ঘোষ

Ans: B

Q4. সাধারন জনশিক্ষা কমিটি গঠিত হয় কবে ?

A) 1823 খ্রিস্টাব্দে
B) 1818 খ্রিস্টাব্দে
C) 1913 খ্রিস্টাব্দে
D) 1833 খ্রিস্টাব্দে

Ans: A

Q5. ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ হল-

A) বেথুন কলেজ
B) স্কটিশচার্চ কলেজ
C) বিদ্যাসাগর কলেজ
D) হিন্দু কলেজ

Ans: A

Q6. উনিশ শতকের বাংলার নবজাগরণের প্রাণকেন্দ্র ছিল কোনটি ?

A) ফরিদপুর
B) কলকাতা
C) মুর্শিদাবাদ
D) ঢাকা

Ans: B

Q7. বনাঞ্চল বিশারদ ডায়াট্রিক যে দেশের মানুষ ছিলেন, সেটি হল-

A) ইংল্যান্ডের
B) ইটালির
C) জার্মানির
D) আমেরিকার

Ans: C

Q8. চুয়াড় বিদ্রোহ প্রথম শুরু হয়েছিল-

A) রাঁচিতে
B) সিংভূমে
C) ছোটোনাগপুরে
D) ধলভূমে

Ans: D

Q9. ‘দার-উল-হারব’ কথার অর্থ হল-

A) ইসলামের দেশ
B) শত্রুর দেশ
C) বিপ্লবের দেশ
D) মিত্র দেশ

Ans: C

Q10. ‘বাংলার নানা সাহেব’ বলা হয় যাকে, তিনি হলেন-

A) বিষ্ণুচরন বিশ্বাস
B) রামরতন মল্লিক
C) রফিক মন্ডল
D) দিগম্বর বিশ্বাস

Ans: B

50 History GK Questions and Answers | Indian History GK | Important GK Questions | India GK Quiz
50 History GK Questions and Answers | Indian History GK | Important GK Questions | India GK Quiz


Q11. ওরিয়ান্টাল ক্রিকেট ক্লাব (1848 খ্রিস্টাব্দ) প্রতিষ্ঠিত হয়েছিল-

A) কলকাতায়
B) দিল্লিতে
C) মাদ্রাজে
D) বোম্বাইতে

Ans: D

Q12. গোলাম নবি কি প্রবর্তন করেন ?

A) টুসু গান
B) ভাদু গান
C) গজল
D) টপ্পা গান

Ans: D

Q13. বাঙ্গাল গেজেট সম্পাদনা করতেন (1818 খ্রিস্টাব্দ)-

A) বিজন ভট্টাচার্য
B) যদুগোপাল ভট্টাচার্য
C) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
D) গঙ্গাকিশোর ভট্টাচার্য

Ans: D

Q14. ক্যালকাটা ফিমেল জুভেনাইল সোসাইটি তৈরি হয়েছিল-

A) 1813 খ্রিস্টাব্দে
B) 1815 খ্রিস্টাব্দে
C) 1817 খ্রিস্টাব্দে
D) 1819 খ্রিস্টাব্দে

Ans: D

Q15. জেনারেল কমিটি অফ পাবলিক ইন্সট্রাকশন (GCPI) গঠিত হয়েছিল-

A) 1820 খ্রিস্টাব্দে
B) 1821 খ্রিস্টাব্দে
C) 1822 খ্রিস্টাব্দে
D) 1823 খ্রিস্টাব্দে

Ans: D

Q16. পটলডাঙ্গা একাডেমির বর্তমান নাম কি ?

A) হিন্দু স্কুল
B) হেয়ার স্কুল
C) টাকি স্কুল
D) বেথুন স্কুল

Ans: B

Q17. ভারতে প্রথম অরণ্য আইন প্রবর্তিত হয় কবে ?

A) 1865 খ্রিস্টাব্দে
B) 1875 খ্রিস্টাব্দে
C) 1885 খ্রিস্টাব্দে
D) 1895 খ্রিস্টাব্দে

Ans: A

Q18. সাঁওতাল পরগনায় বহিরাগত মহাজনদের সাঁওতালরা বলত-

A) মহাজন
B)  সাউকার
C)  কুসিদিন
D) দিকু

Ans: D

Q19. খুন্তকুট্টি বা খুঁতকাঠি প্রথা সম্পর্কিত ছিল যে বিদ্রোহের সঙ্গে তা হল-

A) কোল
B) ভিল
C) মুন্ডা
D) সাঁওতাল

Ans: C

Q20. ‘নীল কমিশন’ গঠিত হয়েছিল-

A) 1850 খ্রিস্টাব্দে
B) 1860 খ্রিস্টাব্দে
C) 1870 খ্রিস্টাব্দে
D) 1880 খ্রিস্টাব্দে

Ans: B

50 History GK Questions and Answers | Indian History GK | Important GK Questions | India GK Quiz
50 History GK Questions and Answers | Indian History GK | Important GK Questions | India GK Quiz


Q21. নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রাধান্য দেওয়া হয়-

A) রাজা মহারাজাদের
B) পৌরাণিক কাহিনীকে
C) অভিজাত সমাজকে
D) সাধারণ মানুষকে

Ans: D

Q22. “The story of my experiments with truth”- এর রচয়িতা হলেন ?

A) গান্ধীজী
B) সুভাষচন্দ্র বসু
C) রাজেন্দ্র প্রসাদ
D) জওহরলাল নেহেরু

Ans: A

Q23. ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের সূচনা হয় কোথায় ?

A) মহারাষ্ট্রে
B) পাঞ্জাবে
C) বাংলায়
D) বিহারে

Ans: C

Q24. ‘বামাবোধিনী’ প্রকাশিত হয়েছিল-

A) দৈনিক পত্রিকা হিসেবে
B) সাপ্তাহিক পত্রিকা হিসেবে
C) পাক্ষিক পত্রিকা হিসেবে
D) মাসিক পত্রিকা হিসেবে

Ans: D

Q25. ‘নীলদর্পণ’ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে ?

A) জেমস লং
B) মাইকেল মধুসূদন দত্ত
C) হরিশচন্দ্র মুখার্জি
D) কালীপ্রসন্ন সিংহ

Ans: B

Q26. সতীদাহ বিরোধী আইন পাস হয় কত খ্রিস্টাব্দে ?

A) 1828
B) 1829
C) 1856
D) 1857

Ans: B

Q27. ‘বিপ্লব’ শব্দটির অর্থ কি ?

A) আন্দোলন
B) ক্ষণস্থায়ী সামাজিক পরিবর্তন
C) বিদ্রোহ
D) প্রচলিত কোনো ব্যবস্থার দ্রুত, ব্যাপক ও আমূল পরিবর্তন

Ans: D

Q28. রানী শিরোমণি কোন বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন ?

A) রংপুর বিদ্রোহে
B) চুয়াড় বিদ্রোহে
C) কোল বিদ্রোহে
D) মুন্ডা বিদ্রোহে

Ans: B

Q29. আনন্দমঠ উপন্যাসটি কোন বিদ্রোহের প্রেক্ষাপটে রচিত হয়-

A) ওয়াহাবি আন্দোলন
B) ফরাজি আন্দোলন
C) নীল বিদ্রোহ
D) সন্ন্যাসী ফকির বিদ্রোহ

Ans: D

Q30. নিজেকে ‘ধরতি আবা’ বলে ঘোষণা করেন কে ?

A) সিধু
B) কানু
C) বিরসা মুন্ডা
D) ভৈরব

Ans: C

50 History GK Questions and Answers | Indian History GK | Important GK Questions | India GK Quiz
50 History GK Questions and Answers | Indian History GK | Important GK Questions | India GK Quiz


Q31. রাচেল কারসনের ‘দ্য সাইলেন্ট স্প্রিং’ নামে বিখ্যাত গ্রন্থটি কখন প্রকাশিত হয়েছিল ?

A) 1960 খ্রিস্টাব্দে
B) 1961 খ্রিস্টাব্দে
C) 1962 খ্রিস্টাব্দে
D) 1963 খ্রিস্টাব্দে

Ans: C

Q32. কথাকলি কোন অঞ্চলের নৃত্য ?

A) কর্ণাটক
B) মালাবার
C) ওড়িশা
D) মনিপুর

Ans: B

Q33. প্রথম বাংলা রাজনৈতিক পত্রিকা কোনটি ?

A) বঙ্গদর্শন
B) সোমপ্রকাশ
C) সুধাকর
D) দিগদর্শন

Ans: B

Q34. টেলিফোন আবিষ্কার করেন কে ?

A) মার্কনি
B) জগদীশচন্দ্র বসু
C) মাইকেল ফ্যারাডে
D) গ্রাহাম বেল

Ans: D

Q35. উডের নির্দেশনামা (Wood’s despatch) পেশ করা হয়-

A) 1850 খ্রিস্টাব্দে
B) 1852 খ্রিস্টাব্দে
C) 1853 খ্রিস্টাব্দে
D) 1854 খ্রিস্টাব্দে

Ans: D

Q36. কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়-

A) লর্ড কর্নওয়ালিস-এর আমলে
B) উইলিয়াম বেন্টিং-এর আমলে
C) লর্ড ডালহৌসি-এর আমলে
D) লর্ড ক্যানিং-এর আমলে

Ans: B

Q37. 1893 খ্রিস্টাব্দে বিশ্বধর্ম মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায় ?

A) ইংল্যান্ডে
B) ভারতে
C) ফ্রান্সে
D) মার্কিন যুক্তরাষ্ট্রে

Ans: D

Q38. ‘হুল’ কথার অর্থ কি ?

A) বিদ্রোহ
B) নিষ্কর জমি
C) সামরিক আক্রমণ
D) পবিত্র জন্মভূমি

Ans: A

Q39. কে নিজেকে ‘ধরতি আবা’ বা ‘ধরিত্রীর পিতা’ বলে প্রচার করেন ?

A) জোয়া ভগত
B) শেখ নুরুল উদ্দিন
C) দুর্জন সিং
D) বিরসা মুন্ডা

Ans: D

Q40. ‘ওয়াহাবি’ শব্দের অর্থ কি ?

A) বিশুদ্ধকরণ
B) নবীকরণ
C) নবজাগরণ
D) সাম্যবাদ

Ans: C

50 History GK Questions and Answers | Indian History GK | Important GK Questions | India GK Quiz
50 History GK Questions and Answers | Indian History GK | Important GK Questions | India GK Quiz


Q41. বাগেশ্বরী শিল্প প্রবন্ধমালা কে লেখেন ?

A) অশোক মিত্র
B) গীতা কাপুর
C) অবনীন্দ্রনাথ ঠাকুর
D) জাহিদ চৌধুরি

Ans: C

Q42. সোমপ্রকাশ পত্রিকাটি প্রকাশিত হয়-

A) 1858 খ্রিস্টাব্দে
B) 1872 খ্রিস্টাব্দে
C) 1862 খ্রিস্টাব্দে
D) 1948 খ্রিস্টাব্দে

Ans: A

Q43. বাংলা ভাষায় বাঙালি পরিচালিত প্রথম সংবাদপত্র কোনটি ?

A) বেঙ্গল গেজেট
B) বাঙ্গাল গেজেট
C) বামাবোধিনী
D) সোমপ্রকাশ

Ans: D

Q44. গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশিত হত-

A) দৈনিক
B) পাক্ষিক
C) মাসিক
D) বাৎসরিক

Ans: C

Q45. কোন মিনিট এর মাধ্যমে প্রাচ্য শিক্ষা ও পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্বের অবসান ঘটে ?

A) অকল্যান্ডের মিনিট
B) মেকেলের মিনিট
C) জন পোরের মিনিট
D) বেন্টিংকের মিনিট

Ans: A

Q46. ব্রাহ্ম সমাজের মুখপাত্র ছিল-

A) সংবাদ কৌমুদি
B) সমাচার দর্পণ
C) সমাচার চন্দ্রিকা
D) তত্ত্ববোধিনী পত্রিকা

Ans: D

Q47. ইংরেজ কোম্পানি কবে বাংলার দেওয়ানি লাভ করে ?

A) 1717 খ্রিস্টাব্দে
B) 1765 খ্রিস্টাব্দে
C) 1772 খ্রিস্টাব্দে
D) 1773 খ্রিস্টাব্দে

Ans: B

Q48. সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন-

A) কোল বিদ্রোহে
B) মুন্ডা বিদ্রোহে
C) সাঁওতাল বিদ্রোহে
D) নীল বিদ্রোহে

Ans: A

Q49. ‘পাগলাপন্থী’ বিদ্রোহ হয়েছিল কোথায় ?

A) ময়মনসিংহ অঞ্চলে
B) ছোটনাগপুর অঞ্চলে
C) খান্দেশ অঞ্চলে
D) ফরিদপুরে

Ans: A

Q50. চুয়াড় বিদ্রোহের মূল চালিকাশক্তি ছিল কারা ?

A) জমিদাররা
B) জোতদাররা
C) কৃষকরা
D) মজুররা

Ans: A

Subscribe YouTube Channel: Click Here

Join Telegram Channel: Click Here

Like Facebook Page: Click Here

Download pdf: Click Here






Previous
Next Post »

Please do not enter any spam link in the comment box ConversionConversion EmoticonEmoticon