Science gk for competitive exams | General science questions (Physics) | Unit and Measurement - 1

Science gk for competitive exams. General science questions and answers. Unit and Measurement - 1

Science GK Questions

Important general science questions and answers for competitive exams in bengali by all exam gk support. This video is made by All Exam GK Questions. 25 science gk questions and answers from physical science. Topic wise important general science questions for ssc cgl, rrb ntpc, rrb group d. All general science video is very useful for competitive exams.

Q1. নিচের যেটি দৈর্ঘ্য মাপার সবচেয়ে বড় একক

A) আলোকবর্ষ

B) পারসেক
C) কিলোমিটার
D) মিটার

Ans: B


Q2. নীচের যেটি ভৌত রাশি নয়


A) বেগ

B) সরণ
C) ভর
D) রাগ

Ans: D


Q3. নীচের যে রাশিটির একক অন্যগুলির থেকে আলাদা


A) চাপ

B) পীড়ন
C) স্থিতিস্থাপক গুণাঙ্ক
D) বল

Ans: D


Q4. নীচের যেটি স্কেলার রাশি


A) ভরবেগ

B) ওজন
C) কার্য
D) বল

Ans: C


Q5. যে রাশির একক দুটি মৌলিক একক দ্বারা গঠিত


A) বল

B) ত্বরণ
C) ভরবেগ
D) কার্য

Ans: B


Q6. যে রাশির একক তিনটি মৌলিক একক দ্বারা গঠিত


A) বেগ

B) দ্রুতি
C) ত্বরণ
D) ভরবেগ

Ans: D


Q7. কোন বিন্দু থেকে যে দূরত্বে 1 AU (অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট) দৈর্ঘ্য ওই বিন্দুতে এক সেকেন্ড কোণ উৎপন্ন করে তা হল


A) 4.26 আলোকবর্ষ

B) 2.26 আলোকবর্ষ
C) 3.26 আলোকবর্ষ
D) 5.26 আলোকবর্ষ

Ans: C


Q8. কোন্ উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক


A) 0°C

B) 4°C
C) 8°C
D) 10°C

Ans: B


Q9. নীচের রাশিগুলির এর মধ্যে যেটি ভৌত রাশি নয় সেটি হল


A) দৈর্ঘ্য

B) বল
C) জল
D) সময়

Ans: C


Q10. নীচের একক গুলির মধ্যে লব্ধ এককটি হল


A) মোল

B) অ্যাম্পিয়ার
C) ঘনমিটার
D) আলোকবর্ষ

Ans: C


Q11. আয়তনের একক হল


A) মোল

B) লিটার
C) কিগ্রা
D) বর্গমিটার

Ans: B


Q12. যে উষ্ণতায় 1 kg বিশুদ্ধ জলের আয়তন 1 L ধরা হয়


A) 0°C

B) 4°C
C) 10°C
D) 100°C

Ans: B


Q13. নিচের যেটি ভর মাপার সবচেয়ে বড় একক


A) কিলোগ্রাম

B) কুইন্টাল
C) ক্যারাট
D) গ্রাম

Ans: B


Q14. 1 nm = কত মিটার ?


A) 100

B) 1000
C) 10
D) 10^-9

Ans: D


Q15. SI -তে তাপমাত্রার একক হল


A) degree celsius

B) candela
C) kelvin
D) mol

Ans: C


Q16. 4°C উষ্ণতায় 5 cm^3 জলের ভর

A) 5 g

B) 5 kg
C) 0.5 g
D) 50 kg

Ans: A


Q17. নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব পরিমাপের জন্য যে এককটি ব্যবহৃত হয়


A) অ্যাংস্ট্রম

B) X-একক
C) AU
D) ফার্মি

Ans: C


Q18. একটি পদার্থের ভর m, ঘনত্ব d এবং আয়তন V হলে সঠিক সম্পর্কটি হল


A) mdV = 1

B) md = V
C) m/V = d
D) V/m = d

Ans: C


Q19. 1 অ্যাংস্ট্রম = কত মিটার


A) 8×10-8

B) 8×10-10
C) 8×10-12
D) 8×10-14

Ans: B


Q20. লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য 8000 অ্যাংস্ট্রম । মিটার এককে এর মান হল


A) 8×10^-5

B) 8×10^-6
C) 8×10^-7
D) 8×10^-8

Ans: C


Q21. জলের ঘনত্ব 1 g/cm^3 হলে kg/m^3 এককে এর মান হবে


A) 10^-3

B) 10^3
C) 1
D) 10^6

Ans: B


Q22. 1 পারমাণবিক ভর একক = কত kg ?


A) 1.66 × 10^-27 kg

B) 1.80 × 10^-24 kg
C) 1.66 × 10^-24 kg
D) 1.50 × 10^-20 kg

Ans: A


Q23. 1 মাইক্রন = X ন্যানোমিটার; X = কত ?


A) 10^9 kg

B) 10^6 kg
C) 10^3 kg
D) 10^-6 kg

Ans: C


Q24. পরিমাপের প্রাথমিক রাশি নয়


A) ভর

B) দৈর্ঘ্য
C) ঘনত্ব
D) সময়

Ans: C


Q25. সবচেয়ে ছোটো একক


A) ফার্মি

B) মিলিমিটার
C) মাইক্রন
D) অ্যাংস্ট্রম

Ans: A

Download pdf: Click Here

YouTube Video Link: Click Here

Join Telegram Channel: Click Here

Like Facebook Page: Click Here








Previous
Next Post »

Please do not enter any spam link in the comment box ConversionConversion EmoticonEmoticon